IND vs ENG: ভিসা জটিলতায় ভারতে আসতে দেরি, চেনেন ইংল্যান্ডের শোয়েব বশিরকে?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 23, 2024 | 12:02 AM

টিম ইন্ডিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য দলের সঙ্গে আসতে পারেননি ইংল্যান্ডের (England) এক তরুণ স্পিনার। তিনি শোয়েব বশির। মাত্র ২০ বছর বয়স তাঁর। জাতীয় দলের জার্সি এখনও শোয়েবের গায়ে ওঠেনি। জানা গিয়েছে, ভিসা জটিলতায় বেন স্টোকসদের সঙ্গে একই বিমানে ভারতে আসতে পারলেন না শোয়েব বশির (Shoaib Bashir)।

IND vs ENG: ভিসা জটিলতায় ভারতে আসতে দেরি, চেনেন ইংল্যান্ডের শোয়েব বশিরকে?
ইংল্যান্ডের তরুণ স্পিনার শোয়েব বসির।
Image Credit source: X

Follow Us

কলকাতা: রোহিত শর্মাদের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতে (India) চলে এসেছে স্টোকস অ্যান্ড কোং। কিন্তু দলের সঙ্গে আসতে পারেননি ইংল্যান্ডের (England) এক তরুণ স্পিনার। তিনি শোয়েব বশির। মাত্র ২০ বছর বয়স তাঁর। জাতীয় দলের জার্সি এখনও শোয়েবের গায়ে ওঠেনি। জানা গিয়েছে, ভিসা জটিলতায় বেন স্টোকসদের সঙ্গে একই বিমানে ভারতে আসতে পারলেন না শোয়েব বশির (Shoaib Bashir)।

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলার আগে আবু ধাবিতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি প্রস্তুতি শিবির আয়োজন করেছিল। ইংল্যান্ড শিবিরের সূত্র মারফত জানা গিয়েছে, ভিসার জন্য শোয়েব বশির প্রয়োজনীয় কাগজপত্র সঠিক সময়ে জমা দিতে পারেননি। যে কারণে দলের বাকিদের সঙ্গে ভারতে আসতে পারলেন না শোয়েব বশির। অবশ্য ইংল্যান্ড ক্রিকেট টিমের কোচ ব্রেন্ডন ম্যাকালাম জানিয়েছেন, তিনি আশাবাদী আগামিকালের মধ্যে বশিরের ভিসা সমস্যা মিটে যাবে। এবং তিনি দলের সঙ্গে যোগ দেবেন। বিসিসিআই এবং ভারত সরকারের পক্ষ থেকে যে এই ভিসা সমস্যা মেটানোর জন্য বশিরকে সাহায্য করা হবে, সে ব্যাপারেও আশাবাদী স্টোকসদের কোচ ম্যাকালাম।

ইংল্যান্ডের শোয়েব বশিরের শিকড় পাকিস্তানে…

আসলে ইংল্যান্ডের বছর কুড়ির স্পিনার শোয়েব বশির হলেন পাকিস্তানের বংশোদ্ভূত। ভারত সফরের জন্য শোয়েব বশিকরে দলে নেওয়ার পর থেকেই তাঁকে নিয়ে আলোচনা চলছিল। তিনি ৬টি প্রথম শ্রেণির ম্যাচে ১০টি ইনিংসে ১০টি উইকেট নিয়েছেন। ৭টি লিস্ট এ-এর ম্যাচ খেলেছেন। তাতে নিয়েছেন ৩টি উইকেট। ইংল্যান্ড ম্যানেজমেন্ট সংযুক্ত আরব আমিরশাহিতে দ্বিতীয় স্ট্রিং লায়ন্সের হয়ে তাঁর পারফরম্যান্স দেখে প্রভাবিত হয়েছিল। শোয়েব বশির অফ-স্পিনা। এবং তিনি নিজের উচ্চতার পুরোটাই কাজে লাগান এবং যতটা সম্ভব উঁচু থেকে বল রিলিজ করেন। ফলে ভারতের পিচে দ্রুত গতির সঙ্গে তাঁর ডেলিভারি টার্ন নিতে পারে। এই কথা মাথায় রেখেই তাঁকে হয়তো ইসিবি এই সফরের জন্য নির্বাচিত করেছে। ভারত-ইংল্যান্ড টেস্টে স্পিন সহায়ক পিচ থাকবে। তার ফলে ইংল্যান্ডের স্পিনাররা সাহায্য পাবেন, সেটাই আশা করা যায়।