বেঙ্গালুরু: গতবারের বিশ্বচ্যাম্পিয়নদের কার্যত কোণঠাসা করে দিল লঙ্কানরা। চলতি বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে (England) ৮ উইকেটে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন জিইয়ে রেখেছে শ্রীলঙ্কা (Sri Lanka)। বেঙ্গালুরুতে ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচের শেষে শ্রীলঙ্কার স্পিনার মহেশ থিকশানা ইংল্যান্ডের প্রতি কটাক্ষ করেছেন। তাঁর মতে, ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা দ্বীপবাসীদের খাটো করেছে। এবং যার ফলে আট উইকেটের বড় হারের সাক্ষী থেকেছে ইংল্যান্ড। যার ফলে এ বারের মতো জস বাটলারদের সেমিফাইনালের আকাঙ্খাও শেষ করে দিতে পারে। ম্যাচের শেষ প্রেস কনফারেন্সে এই কথা বলেছেন থিকশানা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ইংল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরুতে ১টি উইকেট নেন মহেশ থিকশানা। কিন্তু মাত্র ১৫৬ রানে বেন স্টোকসদের আটকে দেন লঙ্কান বোলাররা। এরপর ১৫৭ রানের টার্গেট পূরণ করতে খুব একটা বেগ পেতে হয়নি শ্রীলঙ্কাকে। ২ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ করে ফেলে লঙ্কান শিবির। ম্যাচের শেষে প্রেস কনফারেন্সে এসে মহেশ থিকশানা বলেন, ‘আমার মনে হয় ইংল্যান্ড আমাদের দলকে খাটো করে দেখেছিল। কারণ আমরা এর আগে তিনটে ম্যাচ হেরেছিলাম। এবং শুধু নেদারল্যান্ডসের বিরুদ্ধে একটা ম্যাচ জিতেছিলাম। যে কারণে অবশ্য ম্যাচের ফলাফলে ছাপ পড়ল। আমরা আমাদের শক্তি কাজে লাগিয়েছি। একটা সহজ পরিকল্পনা নিয়ে এগিয়েছিলাম আমরা। তাই ম্যাচটা জিতেছি।’
সঠিক পরিকল্পনাতেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়েছে শ্রীলঙ্কা। এমনই বলছেন মহেশ থিকশানা। তাঁর কথায়, ‘বিশ্বকাপের প্রথম চার ম্যাচে আমরা মিডল ওভারে ভালো ভাবে বল করতে পারিনি। আমার মনে হয় তিনটে ম্যাচ আমরা হেরেছিলাম, খারাপ বোলিংয়ের কারণে। তাই আমরা অনুশীলনের সময় বোলিংয়ে আরও বিশেষ নজর দিয়েছিলাম। আমাদের সব ফাস্ট বোলাররা ভীষণ পরিশ্রম করেছে। তাই ওরা পরিষ্কার ছিল এই ম্যাচে কী করতে হবে।’
চিন্নাস্বামীর পিচ থিকশানার অজানা নয়। আইপিএলে তিনি ওই মাঠে খেলেছেন। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, ‘আমি এখানে আইপিএলের ম্যাচ খেলেছি। তবে এই ম্যাচের পিচ তার থেকে আলাদা। অল্প টার্ন, পেস ও বাউন্স রয়েছে। আইপিএলে এখানকার পিচে প্রচুর রান ওঠে।’ লঙ্কা শিবিরে জরুরি তলবে আসা অ্যাঞ্জেলো ম্যাথেউস ইংল্যান্ডের বিরুদ্ধে সফল হয়েছিলেন। তাই তাঁর ও লাহিরু কুমারার কথা উল্লেখ করে থিকশানা বলেন, ‘প্রথম চার-পাঁচ ওভারে আমরা সঠিক লেন্থ পাইনি বলে কিছু বেশি রান খরচ করে ফেলেছিলাম। এরপর যখন অ্যাঞ্জেলো বল হাতে তুলে নেয়, ওর অভিজ্ঞতা কাজে লাগিয়ে উইকেট তুলে নেয়। এরপর লাহিরুও দলকে উইকেট এনে দেয়। এরপর আমাদের বোলাররা সেই উইকেট নেওয়ার ধারাবাহিকতা বজায় রাখে। এই জয়ে দলের সকলের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গিয়েছে। আগামী চার ম্যাচে ভালো পারফর্ম করে আমরা সেমিফাইনালে পৌঁছতে চাই।’