কলকাতা: বিশ্বকাপে এ দিনও ছিল ডাবল হেডার। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ইংল্যান্ড ও বাংলাদেশ। গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে ছিল তারা। তেমনই ধরমশালায় প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে জিতে অনেক বেশি স্বস্তিতে ছিল বাংলাদেশ। একই মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ সুখকর হল না। বড় ব্যবধানে জয়ে প্রত্যাবর্তন ইংল্যান্ডের। ডেভিড মালান সেঞ্চুরি এবং বোলিংয়ে রিস টপলি ইংল্যান্ডের জয়ের নায়ক। ওডিআই বিশ্বকাপ ২০২৩ (ICC ODI World Cup 2023) দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় পাকিস্তান ও শ্রীলঙ্কা। বড় রান তাড়ায় চাপে পড়েছিল পাকিস্তান। তবে বিশ্বকাপে অভিষেক ম্যাচ খেলতে নামা আব্দুল্লা শফিক এবং অভিজ্ঞ মহম্মদ রিজওয়ানের সেঞ্চুরিতে অনবদ্য জয় পাকিস্তানের। টানা দুই ম্যাচেই ব্যর্থ পাকিস্তান অধিনায়ক বাবর আজম। প্রথমার্ধে ধরমশালার মাঠে মুখোমুখি হবে ইংল্যান্ড (England) ও বাংলাদেশ (Bangladesh)। লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9 Bangla Sports-এর এই লাইভ ব্লগে।
পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। যদিও শফিকের সেঞ্চুরি এবং অপরাজিত রিজওয়ানে দুর্দান্ত জয়। বিস্তারিত পড়ুন : শ্রীলঙ্কার বিরুদ্ধে একশো শতাংশ জয়ের রেকর্ড! চোট নিয়েও নায়ক রিজওয়ান
ওয়ান ডে কেরিয়ারে তৃতীয়, বিশ্বকাপের মঞ্চে প্রথম সেঞ্চুরি মহম্মদ রিজওয়ানের। ৫০ ওভার কিপিং করার পর অনবদ্য ব্যাটিং।
পাকিস্তানের ইনিংসের ১৫ ওভার শেষে স্কোর ২ উইকেটে ৭১। জোড়া ধাক্কা সামলে পাকিস্তানকে এগিয়ে নিয়ে চলেছেন আবদুল্লা ও রিজওয়ান।
ইমাম উল হকের পর বাবর আজমের উইকেট তুলে নিলেন দিলশান মধুশঙ্কা। ১৫ বলে ১০ রান মাঠ ছাড়লেন গ্রিন আর্মির নেতা বাবর।
এক ম্যাচ জিতে স্বস্তিতে ছিল বাংলাদেশ। একই মাঠে দ্বিতীয় ম্যাচ। তুলনামূলক ভাবে অ্যাডভান্টেজ ছিল বাংলাদেশ। কিন্তু বাঁ হাতেই শেষ বাংলাদেশ। হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ইংল্যান্ড। দুরন্ত প্রত্যাবর্তন ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। ধরমশালায় বাংলাদেশকে বিশাল লক্ষ্য দিয়েছিল ইংল্যান্ড। যা উতরোতে পারলেন না সাকিবরা।
পড়ুন বিস্তারিত – বাঁ-হাতেই শেষ বাংলাদেশ! দুরন্ত প্রত্যাবর্তন চ্যাম্পিয়নদের
দিলশান মধুশঙ্কা ফেরালেন ইমাম উক হককে। ১২ বলে ১২ রান করে মাঠ ছাড়লেন পাকিস্তানের ওপেনার ইমাম।
তাসকিনের উইকেট তুলে নিলেন স্যাম কারান। ২২৭ রানে অল বাংলাদেশ। ১৩৭ রানের বিরাট ব্যবধানে জিতল ইংল্যান্ড।
টার্গেট ৩৪৫। রান তাড়া করতে নামল পাকিস্তান। ওপেনিংয়ে ইমাম উল হক ও আবদুল্লা শফিক।
১২ রান করে মাঠ ছাড়লেন শরিফুল ইসলাম। তাঁর উইকেট তুলে নিলেন মার্ক উড। ইংল্যান্ডের জয়ের জন্য চাই আর একটি মাত্র উইকেট।
কুশল মেন্ডিসের দুরন্ত ১২২। সদিরা সমরবিক্রমের ১০৮ রান। বাবরদের জিততে হলে চাই ৩৪৫।
ফের উইকেট। এবার সদিরাকে ফেরালেন হাসান আলি।
মাঠে নেমে ১০ রান করেই আউট শ্রীলঙ্কার অধিনায়ক দসুন শনাকা। সেঞ্চুরি করলেন সদিরা।
ফের ধাক্কা শ্রীলঙ্কা শিবিরে। এবার আউট হলেন ধনঞ্জয় ডি সিলভা। ক্রিজে শনাকা ও সদিরা সমরবিক্রম।
একের পর এক উইকেট হারাচ্ছে সাকিবরা। এ বার ঝুলিতে ৭৬ রান নিয়ে ফিরলেন লিটন দাস।
সেট হওয়ার আগেই চরিত আসালঙ্কাকে ফেরালেন হাসান আলি। তার আগেই সেঞ্চুরিয়ন কুশল মেন্ডিসের উইকেট নিয়েছেন।
হাসান আলির গুড লেন্থ ডেলিভারি। কুশল মেন্ডিসের পিক-আপ শট। বাউন্ডারি লাইনে ইমামেক ক্যাচে ফিরলেন সেঞ্চুরিয়ন।
শতরান এল কুশল মেন্ডিসের ব্যাটে। ৬৫ বলে সেঞ্চুরি করেন তিনি।
একের পর এক উইকেট হারাচ্ছে বাংলাদেশ। এ বার ফিরতে হল মেহেদি হাসান মিরাজকে। মাত্র ৮ রান এসেছে তাঁর ব্যাটে।
১ রান করেই আউট সাকিল। ক্রিজে লিটন ও মেহেদি জুটি।
অর্ধ শতরান করেই ফিরতে হল নিশঙ্কাকে।
মাঠে নেমেই ফিরতে হল নাজমুল হাসান শান্ত ও তানজিদ হাসানদের।
হাসান আলি তুলে নিলেন কুশল পেরেরার উইকেট। শুরুতেই ধাক্কা খেল শ্রীলঙ্কা। শূন্যে ফিরলেন কুশল।
লঙ্কানদের হয়ে ওপেনিংয়ে নামলেন পাথুম নিশঙ্কা ও কুশল পেরেরা।
৮২ রান করে আউট ছন্দে থাকা রুট।
টস জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিল শ্রীলঙ্কা।
১৪০ রানের দুরন্ত ইনিংসের পর আউট ডেভিড মালান। মেহেদি হাসান তুলে নিলেন গুরুত্বপূর্ণ উইকেট।
চেনা ছন্দে ইংল্যান্ড। অর্ধ শতরান পার করলেন জো রুট।
শতরান করেই চার, ছয়ের বন্যা মালানের ব্যাটে। ৩৫ ওভার শেষে ইংল্যান্ডের ঝুলিতে ২২১ রান। উইকেট হারিয়েছে ১ টি।
সেঞ্চুরি করলেন ডেভিড মালান। ৯০ বলে শতরান করলেন তিনি।
৫২ রান করে আউট জনি বেয়ারস্টো। তাঁকে ফেরালেন সাকিব। ক্রিজে ডেভিড মালান-জো রুট জুটি।
জুটিতে ১০০ পার করল ইংল্যান্ড। প্রথমে মালান, এ বার হাফ সেঞ্চুরি করলেন বেয়ারস্টো।
অর্ধ শতরান এল মালানের ব্য়াটে।
যুগ্মভাবে ৫০ পার ইংল্যান্ডের। ১০ ওভার শেষে থ্রি লায়েন্সদের ঝুলিতে ৬১ রান।
৫ ওভার শেষে ইংল্যান্ডের ঝুলিতে ২৭ রান। এখনও পর্যন্ত একটিও উইকেট হারায়নি তাঁরা।
ইংল্যান্ডের পরীক্ষা শুরু। থ্রি লায়েন্সদের হয়ে ওপেনিং-এ জনি বেয়ারস্টো ও ডেভিড মাালান।
টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠালেন বাংলাদেশ অধিনায়ক সাকুিব উল হাসান।
বিস্তারিত পড়ুন: চেনা মাঠে’ ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাডভান্টেজ বাংলাদেশ!
বিস্তারিত পড়ুন:কাল বিশ্বকাপে জোড়া ম্যাচ,কোথায়, কখন কীভাবে দেখবেন ?