NZ vs ENG: ১৫ বছর পর টেস্ট জয়ের নজির ইংল্যান্ডের

Ben Stokes: এই জয় দিয়ে ইংল্যান্ড গত এগারোটি ম্যাচের মধ্যে দশটি টেস্ট জয়ের রেকর্ড গড়ল। সবচেয়ে কম সময়ে এত বেশি টেস্ট জয়ের নজির গড়েন ইংল্য়ান্ড অধিনায়ক বেন স্টোকস।

NZ vs ENG: ১৫ বছর পর টেস্ট জয়ের নজির ইংল্যান্ডের
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Feb 19, 2023 | 7:04 PM

মাউন্ট মঙ্গানুই: সিরিয়াল উইনার। ‘বাজবল’ বজায় থাকল নিউজিল্য়ান্ডের মাটিতে। তৈরি হল নজির। ইংল্যান্ডের জয়ের ধারা অব্যহত। অধিনায়ক বেন স্টোকস এবং কোচ ব্রেন্ডন ম্যাকালামের জুটিতে ১৫ বছর পর নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয়ের নজির ইংল্যান্ডের। হ্যারি ব্রুক এবং বেন ডাকেটের অনবদ্য ব্যাটিং। কিউয়িদের ২৬৭ রানে হারালো ইংল্যান্ড। মাইকেল ভনের নেতৃত্বে নিউজিল্যান্ডে শেষবার টেস্ট জিতেছিল ইংল্যান্ড। নেপিয়ারে সেই জয়ের পর কেটে গিয়েছে প্রায় ১৫ বছর। নিউজিল্যান্ডের মাটিতে বরাবর পরাজয় স্বীকার করতে হয়েছে ব্রিটিশদের। অবশেষে সেই হারের খরা কাটল মাউন্ট মঙ্গানুই টেস্টে। বিস্তারিত TV9Bangla-য়।

ব্রড-অ্যান্ডারসন জুটির পর ব্য়াটিংয়েও দাপট। কেন উইলিয়ামসনদের সামনে ৩৯৪ রানের পাহাড় প্রমাণ লক্ষ্য বেঁধে দিয়েছিল ইংল্যান্ড। কিন্তু কিউয়ি অলরাউন্ডার ড্যারেল মিচেলের ৫৭ রানের ইনিংস ছাড়া কেউই নিজেদের মেলে ধরতে পারেননি। ব্রড, অ্যান্ডারসনদের বিধ্বংসী বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ নিউজিল্যান্ডের। এই দুই পেসার মিলে ৮টি উইকেট নিয়েছেন। অ্যান্ডারসন মাত্র ১৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। ব্রড ৪৯ রান দিয়ে নেন ৪ উইকেট। ড্যারেল মিচেল, ওপেনার টম ল্যাথাম এবং মাইকেল ব্রেসওয়েল ছাড়া আর কেউ দু-অঙ্কের রানে পৌঁছতে পারেনি। মাত্র ১৫৬ রানেই অলআউট হয়ে যায় নিউজিল্য়ান্ড।

এই জয় দিয়ে ইংল্যান্ড গত এগারোটি ম্যাচের মধ্যে দশটি টেস্ট জয়ের রেকর্ড গড়ল। সবচেয়ে কম সময়ে এত বেশি টেস্ট জয়ের নজির গড়েন ইংল্য়ান্ড অধিনায়ক বেন স্টোকস। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত না হলেও এই টেস্টে অনবদ্য পারফরম্য়ান্স ইংল্যান্ডের মনোবল বৃদ্ধি করবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট জয়ের ফলে আইসিসি ক্রমতালিকাতেও উন্নতি হল ইংল্য়ান্ডের। টেস্ট ক্রমতালিকায় তিন নম্বরে উঠে এল ইংল্য়ান্ড। এ বছরই ইংল্যান্ডের মাটিতে রয়েছে অ্যাসেজ সিরিজ। তার আগে প্রতিটি জয় আত্মবিশ্বাস বাড়াবে।