IND vs AUS: বুমরার কামব্যাক হল না, ৯ বছর পর ওডিআইতে উনাদকাট
Jaydev Unadkat: ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ওডিআই ম্যাচে খেলেছিলেন উনাদকাট। সেই ম্যাচে ৬ ওভার বল করে ৩৯ রান দিয়েছিলেন কোনও উইকেট পাননি। সেই উনাদকাট এ বার সৌরাষ্ট্রকে রঞ্জি চ্যাম্পিয়ন করেছেন।
নয়াদিল্লি: বাইশ গজ থেকে আপাতত দূরেই রইলেন ভারতীয় তারকা বোলার জসপ্রীত বুমরা। চলতি বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy) শেষ দুটো টেস্টের জন্য দল ঘোষণা করল বিসিসিআই। তাতে কোনও চমক নেই। ফেরানো হল না জসপ্রীত বুমরাকে। ভারত অধিনায়ক রোহিত শর্মা আশাবাদী ছিলেন, বর্ডার গাভাসকর ট্রফির শেষ ২টো টেস্টে বুমরাকে পাবে টিম ইন্ডিয়া। কিন্তু তা হচ্ছে না। অজিদের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে ভারতের যে স্কোয়াড ছিল, তা-ই অপরিবর্তিত রাখল বিসিসিআই। একইসঙ্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) ৩ ম্যাচের ওডিআই সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। বরং তাতে রয়েছে চমক। দীর্ঘ ৯ বছর পর ওডিআই দলে ডাক পেলেন সৌরাষ্ট্রের অধিনায়ক জয়দেব উনাদকাট (Jaydev Unadkat)। বিস্তারিত রইল TV9Bangla-র এই প্রতিবেদনে।
২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ওডিআই ম্যাচে খেলেছিলেন উনাদকাট। সেই ম্যাচে ৬ ওভার বল করে ৩৯ রান দিয়েছিলেন কোনও উইকেট পাননি। সেই উনাদকাট এ বার সৌরাষ্ট্রকে রঞ্জি চ্যাম্পিয়ন করেছেন। বাংলার বিরুদ্ধে রঞ্জি ট্রফির ফাইনালে দুই ইনিংস মিলিয়ে মোট ৯টি উইকেট নিয়েছেন তিনি। পেয়েছেন ম্যাচের সেরার পুরস্কারও। এ বার জাতীয় দলে ওডিআই ফরম্যাটে ডাক পেয়ে সৌরাষ্ট্রর অধিনায়ক পেলেন দ্বিতীয় পুরস্কার।
বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পারিবারিক কারণে অজিদের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে নেতৃত্ব দেবেন না ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর বদলে প্রথম ওডিআই ম্যাচে ক্যাপ্টেন্সি সামলাবেন হার্দিক পান্ডিয়া।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজের জন্য ভারতীয় স্কোয়াড – রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, ঈশান কিষাণ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক, শার্দূল ঠাকুর, অক্ষর প্যাটেল ও জয়দেব উনাদকট।
ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওডিআই সিরিজের সূচি –
- ১৭ মার্চ – প্রথম ওডিআই, মুম্বই
- ১৯ মার্চ – দ্বিতীয় ওডিআই, ভাইজাগ
- ২২ মার্চ – তৃতীয় ওডিআই, চেন্নাই
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের শেষ ২ টেস্টের জন্য বিসিসিআই যে স্কোয়াড ঘোষণা করেছে তাতে রয়েছেন – রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কোনা শ্রীকার ভরত (উইকেটকিপার), ঈশান কিষাণ (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাডেজা, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকট ও সূর্যকুমার যাদব।