International Cricket: বাড়িতে দৃষ্কৃতী হামলা, দেশ ছেড়ে পালালেন ইংল্যান্ডের বিশ্বজয়ী ক্রিকেটার

Jan 17, 2025 | 4:40 PM

England World Cup winner: পরিবারের সুরক্ষার কথা ভেবেই এমন সিদ্ধান্ত। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ক্লাব হ্যাম্পশায়ারের তরফে ঘোষণা করা হয়েছে, দীর্ঘ এক দশক পর নেতৃত্বের দায়িত্বও ছাড়ছেন জেমস ভিন্স। তিনি পাকাপাকি ভাবে দুবাই পাড়ি দিচ্ছেন।

International Cricket: বাড়িতে দৃষ্কৃতী হামলা, দেশ ছেড়ে পালালেন ইংল্যান্ডের বিশ্বজয়ী ক্রিকেটার
Image Credit source: ECB

Follow Us

বাড়িতে দুষ্কৃতী হামলা। নিরাপত্তার কারণে দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন বিশ্বজয়ী ক্রিকেটার। এমনটা ঘটেছে ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জেমস ভিন্সের সঙ্গে। ইংল্যান্ডের এই ক্রিকেটারের বাড়িতে গুরুতর হামলা হয়েছে। পরিবারের সুরক্ষার কথা ভেবেই এমন সিদ্ধান্ত। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ক্লাব হ্যাম্পশায়ারের তরফে ঘোষণা করা হয়েছে, দীর্ঘ এক দশক পর নেতৃত্বের দায়িত্বও ছাড়ছেন জেমস ভিন্স। তিনি পাকাপাকি ভাবে দুবাই পাড়ি দিচ্ছেন।

ইংল্যান্ডের ঘরোয়া প্রথম শ্রেনির ক্রিকেটে খেলতে দেখা যাবে না জেমস ভিন্সকে। তবে সাদা বলের ক্রিকেটে কাউন্টিতে খেলবেন। তেমনই টি-টোয়েন্টি ব্লাস্টে ক্যাপ্টেন্সিও করবেন। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে দীর্ঘদিন ধরে খেলছেন জেমস ভিন্স। সিডনি সিক্সার্সে খেলেন। বক্সিং ডে ম্যাচেই মেলবোর্ন স্টার্সের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। গত সপ্তাহেই সিডনির হয়ে খেলেছিলেন।

এই খবরটিও পড়ুন

জেমস ভিন্স দেশের জার্সিতেও সফল। টেস্ট ক্রিকেটও খেলেছেন। ২০১৯ সালে ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। বিশ্বজয়ী দলের অন্যতম সদস্য ভিন্স। হ্যাম্পশায়ারে তাঁর বাড়িতে দু-বার দুষ্কৃতী হামলা হয়েছিল। হ্যাম্পশায়ারের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জেমস ভিন্স চুক্তিতে কিছু পরিবর্তন করেছে। রেড বলে এ-মরসুমে খেলবেন না। শুধু তাই নয়, টানা ১০ বছর এই দলের ক্যাপ্টেন থাকার পর দায়িত্বও ছাড়ছেন। তবে সাদা-বলের ক্রিকেটে নেতৃত্ব দেবেন।’

Next Article