ব্রিসবেন: চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2022) একের পর এক নজির তৈরি হয়েছে। অস্ট্রেলিয়ার পিচে দ্রুততম ডেলিভারির নিরিখে অংশগ্রহণকারী দলগুলির একের পর এক বোলার পরস্পরকে টেক্কা দিচ্ছেন। সাদা বলের ক্রিকেটে দ্রুততম বলের স্পেল করে নজির গড়েছেন ইংল্যান্ডের মার্ক উড (Mark Wood)। আফগানিস্তানের বিরুদ্ধে মার্কের ৪ ওভারে করা বলে গড় গতি ছিল ১৪৯.০২ কিলোমিটার/ঘণ্টা। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বোলার ফিডেল এডওয়ার্ডের রেকর্ড ভেঙে চুরমার করেছেন উড।
ফাস্ট বোলিংয়ে রেকর্ড ভাঙার নিরিখে তালিকায় রয়েছে আরও বেশ কয়েকটি বড় নামও। পাকিস্তানে হ্যারিস রউফ ও শাহিন আফ্রিদি, অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, বাংলাদেশের তাসকিন আহমেদ ও নিউজিল্যান্ডের লকি ফার্গুসনও এই তালিকায় রয়েছেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার অনরিখ নর্টজে মার্ক উডকে কঠোর চ্যালেঞ্জের মুখে ফেলেছেন। অন্য কোনও বোলার তাদের ধারে কাছেও নেই। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে নর্টজের করা একটি বলের গতি ছিল ১৫৪.৩১১ কিলোমিটার/ঘণ্টা। বিশ্বকাপের সেরা ১০ টি দ্রততম বল ও তাঁর বোলারদের নাম এক ঝলকে দেখে নেওয়া যাক…
১. মার্ক উড (ইংল্যান্ড) বনাম নিউজিল্যান্ড: ১৫৪.৭৪ কিলোমিটার/ঘণ্টা
২. মার্ক উড (ইংল্যান্ড) বনাম আফগানিস্তান: ১৫৪.৪৮ কিলোমিটার/ঘণ্টা
৩. মার্ক উড (ইংল্যান্ড) বনাম আফগানিস্তান: ১৫৪.৪৮ কিলোমিটার/ঘণ্টা
৪. অনরিখ নর্টজে (দক্ষিণ আফ্রিকা) বনাম বাংলাদেশ: ১৫৪.৩১ কিলোমিটার/ঘণ্টা
৫. মার্ক উড (ইংল্যান্ড) বনাম আফগানিস্তান: ১৫৪.০৭ কিলোমিটার/ঘণ্টা
৬. অনরিখ নর্টজে (দক্ষিণ আফ্রিকা) বনাম বাংলাদেশ: ১৫৩.৪৭ কিলোমিটার/ঘণ্টা
৭. মার্ক উড (ইংল্যান্ড) বনাম নিউজিল্যান্ড: ১৫৩.৩১ কিলোমিটার/ঘণ্টা
৮. মার্ক উড (ইংল্যান্ড) বনাম আয়ারল্যান্ড: ১৫২.৯০ কিলোমিটার/ঘণ্টা
৯. মার্ক উড (ইংল্যান্ড) বনাম আয়ারল্যান্ড: ১৫২.৮৭ কিলোমিটার/ঘণ্টা
১০. মার্ক উড (ইংল্যান্ড) বনাম আয়ারল্যান্ড: ১৫২.১৫ কিলোমিটার/ঘণ্টা