IPL 2021: যে কোনও সময় রানে ফিরব, বলছেন কেকেআর ক্যাপ্টেন

টিম জিতলেও ফর্মে নেই ব্যাটসম্যান মর্গ্যান। কয়েক দিন আগেই টিমের কোচ ব্রেন্ডন ম্যাকালাম বলেছিলেন, মর্গ্যানের রানে না থাকাটা চাপ বাড়াচ্ছে। চিন্তায় তিনিও কম নেই।

IPL 2021: যে কোনও সময় রানে ফিরব, বলছেন কেকেআর ক্যাপ্টেন
কেকেআর ক্যাপ্টেন ইওন মর্গ্যান (ছবি-আইপিএল ওয়েবসাইট)
Follow Us:
| Edited By: | Updated on: Oct 04, 2021 | 4:24 PM

দুবাই: এক দিকে শুভমন গিলের হাফসেঞ্চুরি, অন্য দিকে বরুণ চক্রবর্তী আর সুনীল নারিনের চমৎকার বোলিংয়ের জোরে হায়দরাবাদকে হারিয়ে প্লে-অফের রাস্তাতে রয়েছে কেকেআর (KKR)। বরুণ-নারিনে মুগ্ধ ইওন মর্গ্যান (Eoin Morgan)।

নাইট ক্যাপ্টেন ম্যাচের পর বলেছেন, ‘বরুণ, নারিনের মতো দু’জন স্পিনারের থাকাটা একটা বিরাট ব্যাপার। ওরা সব সময় ম্যাচের উপর ওদের প্রভাব রাখার চেষ্টা করেছ। বিশেষ করে নারিন। ও দীর্ঘ সময় ধরে টিমের সঙ্গে রয়েছে। কেকেআরের সাফল্যে অন্যতম ভূমিকা পালন করেছে। যতগুলো ম্যাচ আমরা খেলেছি, সেগুলোর দিকে তাকালে দেখতে পাবেন, এই দুই স্পিনারই একটা নির্দিষ্ট দায়িত্ব পালন করার চেষ্টা করেছে। টিম হিসেবে আমরা ওদের মাঠে এ ভাবেই দেখতে চাই।’

বরুণ ৪ ওভারে ২৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। প্রিয়ম গর্গ ও জেসন হোল্ডারকে ফিরিয়ে দিয়েছেন তিনি। আর নারিন উইকেট না পেলেও ৪ ওভার বল করে দিয়েছেন মাত্র ১২ রান। গত কয়েক মরসুমে নারিনের অ্যাকশন নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। যে কারণে ক্যারিবিয়ান স্পিনারকে সে ভাবে ব্যবহার করার সুযোগ থাকত না। কিন্তু এ বার নারিনের বোলিং অ্যাকশন নিয়ে কোনও সন্দেহ নেই। আর তাই অনেক ঝকঝকে বোলিং করতে দেখা যাচ্ছে তাঁকে। হায়দরাবাদের সব ব্যাটসম্যানই বরুণ আর নারিনকে সামলাতে ঝামেলায় পড়েছে। প্রতিপক্ষ ১১-৮-এ থেমে যাওয়ায় কেকেআরের কাজটা অনেক সহজ হয়ে গিয়েছিল।

মর্গ্যানের কথায়, ‘হায়দরাবাদ ম্যাচকেই উদাহরণ হিসেবে নিতে পারেন। বরুণ, নারিনের মতো স্পিনার টিমে থাকাটা কত বড় অ্যাডভান্টেজ, সেটা দেখতেই পাচ্ছেন। ওরা দারুণ বোলিং করায় বাকি কাজটা সহজ হয়ে গিয়েছিল।’

টিম জিতলেও ফর্মে নেই ব্যাটসম্যান মর্গ্যান। কয়েক দিন আগেই টিমের কোচ ব্রেন্ডন ম্যাকালাম বলেছিলেন, মর্গ্যানের রানে না থাকাটা চাপ বাড়াচ্ছে। চিন্তায় তিনিও কম নেই। নিজের ফর্ম নিয়ে মর্গ্যান বলেছেন, ‘এটা সত্যই যে, পুরো টুর্নামেন্টেই আমি রান পাইনি। এই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে আগেও গিয়েছি। একটা ব্যাপার মানতে হবে, আপনি দীর্ঘদিন রানের মধ্যে নেই, এর মানেই হল, আপনি যে কোনও সময় রানে ফিরতে পারেন। অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি সেটা বুঝতে পেরেছি।’

আরও পড়ুন: IPL 2021: অভিষেকেই গতির ঝড় তুললেন জম্মু-কাশ্মীরের পেসার