INDIAN CRICKET: বিরাট ব্যর্থতার জন্য শাস্ত্রীকেই দায়ী করলেন প্রাক্তন পাক ক্রিকেটার

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jun 22, 2022 | 7:50 PM

বোর্ডের তরফে বোঝানোর চেষ্টা করা হয়েছিল বিরাটকে।

INDIAN CRICKET: বিরাট ব্যর্থতার জন্য শাস্ত্রীকেই দায়ী করলেন প্রাক্তন পাক ক্রিকেটার
রবি শাস্ত্রী-বিরাট কোহলি জুটি। (ফাইল ছবি)
Image Credit source: TWITTER

Follow Us

 

করাচি: দীর্ঘ তিন বছরের বেশি সময় বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটে তিন অঙ্কের রান নেই। তিন ফরম্যাটেই নেতৃত্ব ছেড়েছেন। তাতেও ব্যাটে ছন্দে ফেরেননি। জাতীয় দলের অধিনায়ক হিসেবে দ্বিপাক্ষিক সিরিজে সাফল্য পেয়েছিলেন বিরাট। আইসিসির কোনও প্রতিযোগিতায় ট্রফি নেই। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকেও ট্রফি জেতাতে ব্যর্থ অধিনায়ক কোহলি। এবারের আইপিএলের আগে আরসিবির নেতৃত্বও ছেড়েছিলেন। কিন্তু ব্যাটে রানের খরা কিছুতেই কাটছে না। বিরাটের এই পতনের জন্য প্রাক্তন কোচ রবি শাস্ত্রীকেই (Ravi Shastri) দায়ী করছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রশিদ লতিফ (Rashid Latif)। ভারতীয় দলে সোনালি সময়ে অনিল কুম্বলের মতো কোচকে সরানো বড় ভুল ছিল বলে মনে করেন তিনি। কুম্বলেকে সরানোর পিছনে কোহলি-শাস্ত্রীদের হাত ছিল, এ বিষয়েও নিশ্চিত।

ভারতীয় ক্রিকেটে অন্যতম আলোচিত অধ্যায় অনিল কুম্বলে-বিরাট কোহলি। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির পরই কোচের পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন অনিল কুম্বলে। অথচ ভারতের কোচ হিসেবে একবছর দারুণ সাফল্য পেয়েছেন তিনি। কুম্বলের ‘অতিরিক্ত শৃঙ্খলা’র সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হচ্ছিল বিরাটের। বোর্ডের তরফে বোঝানোর চেষ্টা করা হয়েছিল বিরাটকে। তিনি মানেননি। অপমানিত কুম্বলে সরে দাঁড়ান। কোহলি কোচ হিসেবে চেয়েছিলেন রবি শাস্ত্রীকে। শেষ অবধি তাঁকেই নিয়োগ করা হয়। শাস্ত্রীর কোচিংয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়ে ভারত। দল হিসেবে সাফল্য পেলেও বিরাটের ছন্দ হারিয়ে যায়। বিরাট কোহলির এই পতন সম্পর্কে প্রাক্তন পাক অধিনায়ক রশিদ লতিফ ইউটিউব চ্যানেলে বলেন, ‘সব কিছু রবি শাস্ত্রীর জন্য হয়েছে। অনিল কুম্বলের মতো ক্রিকেটারকে কোচের পদ থেকে সরানো, শাস্ত্রীকে নিয়োগ করা। ধারাভাষ্যকার হিসেবেই ঠিক ছিলেন শাস্ত্রী। তাঁকে কেন কোচ করা হল, বোধগম্য হয়নি। তিনিই কোহলিকে ইন্ধন জুগিয়েছিলেন। হয়তো আরও অনেকেই কুম্বলেকে সরানোর নেপথ্যে ছিলেন। এই সিদ্ধান্তটাই বুমেরাং হয়ে ফেরেনি কি? শাস্ত্রী কোচ না হলে, কোহলির এই পরিস্থিতি হত না।‘

Next Article