Samit Dravid: রাহুল দ্রাবিড়ের মতোই! যে কারণে বিশ্বকাপ খেলতে পারবেন না সমিতও…

Sep 01, 2024 | 7:57 PM

ICC U19 World Cup: গত মরসুমে কুচবিহার ট্রফি সহ বয়স ভিত্তিক স্তরে বিভিন্ন টুর্নামেন্টে ভালো পারফর্ম করেছেন সমিত। যদিও তাঁকে স্কোয়াডে নেওয়ায় প্রচুর বিদ্রুপের সামনে পড়তে হয়েছে। বাবার নাম রাহুল দ্রাবিড় হওয়াতেই নাকি সুযোগ পেয়েছেন। জাতীয় দলে সুযোগ পেয়ে নানা বিষয়ে কথাও বলেছেন। তাঁর অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলা হবে না!

Samit Dravid: রাহুল দ্রাবিড়ের মতোই! যে কারণে বিশ্বকাপ খেলতে পারবেন না সমিতও...
Image Credit source: X

Follow Us

প্রথম বার জাতীয় দলে সুযোগ পেয়েছেন। কিন্তু বিশ্বকাপ খেলার সুযোগ পাবেন না! সমিত দ্রাবিড়ের পরিস্থিতি আপাতত এমনই। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাল্টি ফরম্যাট সিরিজে অনূর্ধ্ব ১৯ দলে সুযোগ পেয়েছেন সমিত দ্রাবিড়। গত মরসুমে কুচবিহার ট্রফি সহ বয়স ভিত্তিক স্তরে বিভিন্ন টুর্নামেন্টে ভালো পারফর্ম করেছেন সমিত। যদিও তাঁকে স্কোয়াডে নেওয়ায় প্রচুর বিদ্রুপের সামনে পড়তে হয়েছে। বাবার নাম রাহুল দ্রাবিড় হওয়াতেই নাকি সুযোগ পেয়েছেন। জাতীয় দলে সুযোগ পেয়ে নানা বিষয়ে কথাও বলেছেন। সদ্য মহারাজা টি-টোয়েন্টি লিগেও খেলেছেন সমিত। কিন্তু তাঁর অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলা হবে না!

পরবর্তী অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০২৬ সালে। অক্টোবরেই সমিতের বয়স ১৯ হবে। স্বাভাবিক ভাবেই ২০২৬ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলা হবে না তাঁর। বাবা রাহুল দ্রাবিড়ও অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলার সুযোগ পাননি। এই টুর্নামেন্ট শুরু হয়েছিল ১৯৮৮ সালে। নিয়ম অনুযায়ী চার বছর পর বিশ্বকাপ হলে হয়তো রাহুল দ্রাবিড়ও অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলার সুযোগ পেতেন। কিন্তু প্রথম বিশ্বকাপের ১০ বছর পর দ্বিতীয় বার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ হয়। সে কারণেই রাহুল দ্রাবিড় খেলার সুযোগ পাননি।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ না খেললেও ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি হয়ে উঠেছিলেন। বিশ্ব ক্রিকেটে দ্য ওয়াল বলেই পরিচিত হয়ে উঠেছেন। জাতীয় দলের কোচিংয়েও সাফল্য পেয়েছেন। এ বার রাহুল দ্রাবিড়ের কোচিংয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। সমিত যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ভালো পারফর্ম করেন, ভারত-এ দলেও সুযোগ মিলতে পারে। এমার্জিং এশিয়া কাপ এবং এ-দলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের অন্যান্য টুর্নামেন্ট খেলে ভবিষ্যতে সিনিয়র দলে জায়গা করে নিতেই পারেন।

Next Article