Shubman Gill: কেমন আছেন শুভমন গিল? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে কি থাকছেন?
Shubman Gill Health Update: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলার সময় গিলের ঘাড়ে চোট লাগে, যার ফলে তিনি দ্বিতীয় টেস্ট এবং পরবর্তী ওডিআই সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন। এখন কেমন আছেন গিল, তিনি কি খেলবেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, মিলল বড়সড় আপডেট।

কলকাতা: আর একটা ওডিআই ম্যাচের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজের সময় চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন টেস্ট ক্যাপ্টেন শুভমন গিল (Shubman Gill)। যার ফলে ওডিআই সিরিজে খেলা হয়নি গিলের। এই পরিস্থিতিতে সকলের মনে প্রশ্ন জাগছে যে, ওডিআই তো গেল, টি-২০ সিরিজেও কি গিলকে পাওয়া যাবে না? এ বার সেই বিষয়েই এল আপডেট। চোট সারিয়ে সম্পূর্ণ ফিট হয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি (T20I) সিরিজের জন্য ভারতীয় দলে সুযোগ পেলেন শুভমন গিল। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) সূত্রে বুধবার জানা গিয়েছে, চলতি ওডিআই সিরিজ থেকে দূরে থাকা গিলকে সহ-অধিনায়ক হিসেবেও বেছে নেওয়া হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, “গিল সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠেছেন এবং তাঁকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফিটনেস সাপেক্ষে তিনি সহ-অধিনায়ক হিসেবে ফিরে আসবেন।” উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলার সময় গিলের ঘাড়ে চোট লাগে, যার ফলে তিনি দ্বিতীয় টেস্ট এবং পরবর্তী ওডিআই সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন।
বুধবার রায়পুরে টি-টোয়েন্টি দল নির্বাচনের জন্য নির্বাচক কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৯ ডিসেম্বর কটকে। এই সিরিজের জন্য ভারতীয় দলের নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক থাকছেন সূর্যকুমার যাদব।
ড্রেসিংরুমের উত্তেজনা নিয়ে জল্পনা খারিজ
হঠাৎ করে বিরাট, রোহিত, গৌতমের কোনও বৈঠক নয়। স্পষ্ট করেছেন বোর্ডের এক সূত্র। আসলে সম্প্রতি জানা গিয়েছিল, বিরাট কোহলি, রোহিত শর্মা এবং প্রধান কোচ গৌতম গম্ভীরের মধ্যে ড্রেসিংরুমের উত্তেজনা ক্রমশ বাড়ার ফলে তাঁরা নাকি বৈঠকে বসবেন। কিন্তু আপাতত যা পরিস্থিতি, তাতে এমন সম্ভবনা নেই।
৩৭ বছর বয়সী কোহলি এবং ৩৮ বছর বয়সী রোহিত বর্তমানে শুধু ওডিআই ফর্ম্যাটেই জাতীয় দলের হয়ে খেলছেন। তাঁরা ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারেন কি না, তা নিয়ে তীব্র জল্পনা চলছে। গম্ভীর এবং জাতীয় নির্বাচন কমিটির প্রধান অজিত আগরকর এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও সুনির্দিষ্ট মন্তব্য করেননি। বোর্ডের ওই সূত্র বলেন, “সিরিজের মাঝখানে কোনও বৈঠক হবে না। সিরিজ শেষ হলে যা হওয়ার সেটা হবে এবং দেখা যাবে।”
