T20 World Cup 2022: ক্রিকেট অনুশীলনের চেয়েও ফিটনেসে বেশি জোর বিরাটের!

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Oct 30, 2022 | 4:31 PM

Virat Kohli: বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৫৩ বলে ৮২ রানে অপরাজিত থাকেন বিরাট কোহলি। নেদারল্যান্ডসের বিরুদ্ধেও ৪৪ বলে ৬২ রানে নট আউট থাকেন। দুটো ম্যাচেই অপরাজিত থেকেছেন রানমেশিন।

T20 World Cup 2022: ক্রিকেট অনুশীলনের চেয়েও ফিটনেসে বেশি জোর বিরাটের!
Image Credit source: twitter

Follow Us

মেলবোর্ন: আন্তর্জাতিক ক্রিকেটে ফিটনেসের (Fitness) বেঞ্চমার্ক বিরাট কোহলি (Virat Kohli)। কথায় বলে- ‘ফিট হ্যায়, তো হিট হ্যায়।’ আর সেটা একেবারে অক্ষরে অক্ষরে পালন করেন রানমেশিন। ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2022) শুরুর একমাস আগেই কাঙ্খিত শতরানের দেখা পেয়েছিলেন। বিশ্বকাপেও একেবারে ফর্মে রানমেশিন। পাকিস্তানের বোলিং লাইনআপকে দুরমুশ করার পর নেদারল্যান্ডসের বিরুদ্ধেও রান পেয়েছেন কোহলি। তাঁকে নিয়ে ফের চর্চা শুরু হয়ে গিয়েছে। বিরাট যেন কামব্যাক কিং হয়ে উঠেছেন। তবে বিরাটের এই সাফল্যের কারণ কী? তুলে ধরল TV9 Bangla

এক সাক্ষাৎকারে কোহলি খোলামেল বলেছেন, ‘ক্রিকেট প্র্যাকটিসের থেকেও ফিটনেস আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। শরীর ফিট থাকলে ভালো ব্যাটার হওয়া সম্ভব। ফিট থাকলে যে কোনও মানুষকেই তার কাজে তা ভীষণ রকম সাহায্য করে। কেউ যদি ফিট থাকে, তা হলে সে সব কাজ করতে পারবে।’

বিরাটের ফিটনেস ম্যানিয়া সর্বজনবিদিত। এ নিয়ে প্রায়ই ছবি দেন তিনি। তাঁর ফিটনেস প্রেম এই প্রজন্মের ক্রিকেটার তো বটেই, অন্যান্য অ্যাথলিটদেরও মোটিভেট করে। সেই বিরাট একই সঙ্গে বলে দিয়েছেন, ‘আমি সবসময় ফিট থাকার চেষ্টা করি। কারণ ফিট থাকলে যে কোনও ক্ষেত্রে তফাত গড়ে দিতে পারি। চাপের মুহূর্তে যখন আমার হাতে ব্যাট থাকে না, তখন ভাবি না যে আমার কাজ শেষ হয়ে গিয়েছে। অনুভূতি এবং শক্তি দিয়ে যে কোনও খেলাই পাল্টে দেওয়া সম্ভব। তার জন্য পজিটিভ চিন্তা ভাবনাও রাখা দরকার। শারীরিক ভাবে ফিট না থাকলে কোনও কিছুই অর্জন করা সম্ভব হয় না। তাই জিম অথবা ট্রেনিং গ্রাউন্ডে ফিটনেসে আমি বাড়তি গুরুত্ব দিই।’

বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৫৩ বলে ৮২ রানে অপরাজিত থাকেন বিরাট কোহলি। নেদারল্যান্ডসের বিরুদ্ধেও ৪৪ বলে ৬২ রানে নট আউট থাকেন। দুটো ম্যাচেই অপরাজিত থেকেছেন রানমেশিন।

Next Article