উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সালটা ২০০৭। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দক্ষিণ আফ্রিকায় সেই বিশ্বকাপে প্রথম এবং শেষ বার সেরার খেতাব। এর পর থেকে সেমিফাইনাল এবং ফাইনাল অবধি পৌঁছলেও ট্রফি ছোঁয়া হয়নি। একটা সময় ভারতীয় টিম বলতে তারকাখচিত ব্যাটিং লাইন আপই বোঝাত। তবে গত কয়েক বছরে বোলিংয়ের দিক থেকে দারুণ উন্নতি করেছে ভারতীয় দল। আর সে কারণেই বিদেশের মাটিতে জয়ের সংখ্যাও বেড়েছে। অস্ট্রেলিয়ায় টানা দুটি টেস্ট সিরিজ জিতেছে। তবে টি-টোয়েন্টি ফরম্যাট যে পুরোপুরি আলাদা, এ বিষয়ে দ্বিমত নেই। বিশ্বের এমন কিছু ব্যাটার রয়েছেন, যাঁরা টি-টোয়েন্টিতে ভারতের বিরুদ্ধে দারুণ সফল। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
টি-টোয়েন্টি ক্রিকেট শুরুর পর হাতে গোনা কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগ ছিল। উদাহরণ হিসেবে বলা যেতে পারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের কথা। কিন্তু এখন পরিস্থিতি অন্য। সারা বিশ্বে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ হয়। সংখ্যাটা ক্রমশ বাড়ছে। অনেক ক্রিকেটারই জাতীয় দলের চেয়ে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা বেশি পছন্দ করেন। অনেকে আবার ফ্র্যাঞ্চাইজি লিগে ভালো পারফর্ম করে জাতীয় দলে সুযোগ পান। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেই রমরমা ক্যারিবিয়ান ক্রিকেটারদের। বর্তমানে তাঁদের মধ্যে অন্যতম নিকোলাস পুরান। আইপিএলেও অন্যতম সফল ব্য়াটার নিকোলাস। ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্য়াচটি কার্যত একার হাতেই জিতিয়েছেন পুরান। টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের বিরুদ্ধে সফলতম ব্যাটার এই ক্যারিবিয়ানই।
ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে রান সংগ্রাহক তালিকায় সেরা পাঁচে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান, অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যারন ফিঞ্চ, ইংল্য়ান্ড অধিনায়ক জস বাটলার, অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্য়াক্সওয়েল এবং শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা। তালিকায় শীর্ষে পুরান। ভারতের বিরুদ্ধে ১৭ ম্যাচে ৫২৪ রান করেছেন তিনি। রয়েছে পাঁচটি হাফসেঞ্চুরি। এরপরই রয়েছেন অ্য়ারন ফিঞ্চ। ১৮ ম্য়াচে তাঁর সংগ্রহ ৫০০ রান। বাটলার ১৮ ম্যাচে করেছেন ৪৭৫ রান। ম্যাক্সওয়েল ১৮ ম্যাচে ৪৩৮। একটি সেঞ্চুরিও রয়েছে তাঁর। শ্রীলঙ্কা ক্যাপ্টেন দাসুন শানাকা ২০ ম্যাচে ৪৩০ রান। তিনি ওপরের দিকে ব্যাট করলে হয়তো সংখ্যাটা আরও বেশি হতে পারত।
তালিকায় থাকা এই পাঁচ ক্রিকেটারই আইপিএলে খেলেছেন, ফিঞ্চ বাদে বাকিরা এখনও খেলেন। ভারতীয় বোলারদের আইপিএলে ম্যাচে কিংবা নেটে সামলানোর সৌজন্যে তাঁদের সম্পর্কে অনেকটাই জানা। এখন যেন কোনও রহস্যই নেই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারের পর ম্যাচের নায়ক নিকোলাস পুরান সম্পর্কে ভারত অধিনায়ক হার্দিকও জানিয়েছিলেন, পুরান যে বিধ্বংসী ব্যাটিং করছিল, তাতে বোলিং পরিবর্তন সমস্যা হয়ে দাঁড়িয়েছিল তাঁর কাছে।