জিলংয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামিবিয়ার ৫৫ রানের জয় চলতি টি-২০ বিশ্বকাপের প্রথম অঘটন। এরই সঙ্গে আইসিসি পুরুষদের টি-২০ বিশ্বকাপে অঘটনের – এর তালিকা বাড়ল। একটি টি-২০ ম্যাচে সর্বাধিক ২৪০টি ডেলিভারি থাকে, ওডিআই ফরম্যাটের একটি ইনিংস বা একটি টেস্ট ম্যাচের দুটি সেশনের চেয়ে কম। অনেক সময় দেখা গিয়েছে, সব হিসেব উল্টে দিয়ে টুর্নামেন্টের শক্তিশালী দলকে হারিয়ে দিয়েছে অপেক্ষাকৃত দুর্বল টিম। বছরের পর বছর ধরে এমন অনেক অঘটনের দেখা মিলেছে। TV9 Bangla-র এই প্রতিবেদনে তেমনই কয়েকটি অঘটনের ম্যাচের হদিশ রইল।
১. আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, ২০০৯ সাল: বাংলাদেশের আইসিসি-র পূর্ণ সদস্যের তকমা পাওয়ার প্রায় নয় বছর হয়ে গিয়েছে ততদিনে। এদিকে আয়ারল্যান্ডের ক্রিকেট ইতিহাসে প্রথম টি-২০ বিশ্বকাপ। ট্রেন্ট ব্রিজে একটা সময় ৯০ রানে ছয় উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। সৌজন্যে আইরিশ বোলার ট্রেন্ট জনসন। পরে মাশরাফি মোর্তাজার ব্যাটে স্কোর ১৩৭ রানে পৌঁছায়। ও’ব্রায়েন ভাইয়েরা প্রথমদিকেই আইরিশদের জয়ের ঝান্ডা পুঁতে দিয়েছিল। টাইগারদের স্তব্ধ করে দিয়ে ১০ বল বাকি থাকতেই রান তাড়া করে ম্যাচ জিতে নেয় নবাগত আয়ারল্যান্ড।
২. হংকং বনাম বাংলাদেশ, ২০১৪ সাল: আরও এক অভিষেককারী দলের বিরুদ্ধে বাংলাদেশের হার। আয়োজক দেশটি সুপার ১০-এর জন্য সদ্য যোগ্যতা অর্জন করেছে এবং হংকং বাদ পড়ে গিয়েছে বিশ্বকাপ থেকে। চট্টগ্রামে নিয়মরক্ষার ম্যাচে হংকংয়ের বাঁ হাতি স্পিনার নাদিম আহমেদ এবং লেগ স্পিনার নিজাকত খানের দাপটে ১০৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। হংকংয়ের ইনিংসে বাংলাদেশকে লড়াইয়ে নিয়ে আসেন সাকিব আল হাসান। তাঁর দাপটে হংকংয়ের স্কোর একসময় ৫ উইকেটে ৫০ রান দাঁড়িয়েছিল। তখনই হংকংয়ের মসীহা হিসেবে আবির্ভাব হয় মুনির দারের। তারপরের ঘটনা অবিশ্বাস্য বলে মনে হতেও পারে। নিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে হংকংকে জেতাতে মরিয়া মুনির রান নিতে গিয়ে মুশফিকুর রহিমের সঙ্গে ধাক্কা খান। মেডিকেল টিম এসে প্রাথমিক চিকিৎসা করার সময় মাঠেই একটি কলা খান। তারপর কী যেন একটা ভর করে মুনিরের ভেতর। তিনটি চার ও একটি ছয় হাঁকিয়ে ২৭ বলে ৩৬ রানের ইনিংস খেলে হংকংকে জিতিয়ে দেয়।
৩. স্কটল্যান্ড বনাম বাংলাদেশ, ২০২১: এবারও হার বাংলাদেশের। ২০২১ সংস্করণের উদ্বোধনী ম্যাচে প্রথমে ব্যাট করে ১৪০ রান তোলে স্কটল্যান্ড। স্বল্প রান তাড়া করতে নেমে বাংলাদেশ দ্রুত উইকেট হারায়। সাকিব, মুশফিকুররা ক্রিজে থাকলেও, উইকেট ধরে রাখার তাগিদে আস্কিং রেট পাহাড় প্রমাণ হয়ে দাঁড়ায়। ম্যাচটি ৬ উইকেটে হেরেছিল টাইগাররা।
৪. নেদারল্যান্ডস বনাম ইংল্যান্ড, ২০১৪: ইংল্যান্ড ততদিনে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছে। পরিস্থিতি আরও খারাপ হয় যখন ক্যাপ্টেন স্টুয়ার্ট ব্রডের ম্যাচ ফি-র ১৫ শতাংশ কাটা হয় আম্পায়ারের সঙ্গে খারাপ ব্যবহারের জন্য। চট্টগ্রামে ডাচদের পাঁচ উইকেটে ১৫৫ রানে আটকে দিয়েছিল থ্রি লায়ন্সরা। রান তাড়ায় অবশ্য লক্ষ্যে পৌঁছাতে পারেনি ইংল্যান্ড। মাত্র ৮৮ রানে অলআউট হয়ে যায় তারা। আইসিসি সহযোগী দেশের বিরুদ্ধে পূর্ণ সদস্যের দলের সর্বনিম্ন স্কোর।
৫. জিম্বাবোয়ে বনাম অস্ট্রেলিয়া, ২০০৭: প্রথম টি-২০ বিশ্বকাপ। ফরম্যাট বদলাতেই পরিস্থিতিও বদলে যায়। যে জিম্বাবোয়ে কোনওদিন অস্ট্রেলিয়াকে ওডিআই বিশ্বকাপের মঞ্চে হারাতে পারেনি তারাই হারিয়ে দেয় শক্তিশালী অজিদের। প্রথমে ব্যাট করে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া তোলে ১৩৮ রান। লো স্কোরিং ম্যাচে অজি বোলাররা জিম্বাবোয়ের ব্যাটারদের আটকাতে পারেননি। জিম্বাবোয়ের ওপেনার ব্রেন্ডন টেলর ৪৫ বলে ৬০ রানের ইনিংস খেলে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। হেরে যায় রিকি পন্টিং, ব্রেট লি, অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথু হেডেন সমৃদ্ধ সমীহ করা অস্ট্রেলিয়ান টিম।