India Vs West Indies: সুযোগের সদ্ব্যবহারে নজরে ভারতের পাঁচ

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 24, 2022 | 8:00 AM

প্রথম ম্যাচে শেষ ওভারে মাত্র ১৫ রান নিয়ে দলকে অনবদ্য জয় উপহার দেন। তাঁর কাছে এমন কিছুই প্রত্যাশা থাকবে বাকি দুই ম্যাচেও।

India Vs West Indies: সুযোগের সদ্ব্যবহারে নজরে ভারতের পাঁচ
Image Credit source: TWITTER

Follow Us

 

পোর্ট অব স্পেন : টানা ক্রিকেটের সৌজন্যে নতুনরা সুযোগ পাচ্ছেন। ওয়েস্ট ইন্ডিজেও (INDvWI) অনেকে পাচ্ছেন। গত ম্যাচে যেমন শুভমন (Shubman Gill) নজর কেড়েছেন। দু বছর পর একদিনের ক্রিকেটে ফিরে অর্ধশতরানের ইনিংস খেলেছেন। তিন অঙ্কের রানেও পৌঁছতে পারতেন। মুহূর্তের ভুলে তাঁর ইনিংসের ইতি হয়। দীপক হুডা সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে ছিলেন। সেই অনুযায়ী প্রথম একদিনের ম্যাচে পারফর্ম করতে পারেননি। একই কথা প্রযোজ্য সঞ্জু স্যামসনের ক্ষেত্রে। তেমনই ইংল্যান্ডে এক ম্যাচে সুযোগ পেয়েছিলেন অর্শদীপ সিং। ভালো পারফর্ম করেছেন। প্রসিধ কৃষ্ণার জায়গায় হয়তো দ্বিতীয় ম্যাচে সুযোগ দেওয়া হতে পারে। দ্বিতীয় ম্যাচে যাদের দিকে বিশেষ নজর থাকবে ভারতীয় শিবিরে…

 

শিখর ধাওয়ান : প্রথম ম্যাচে অনবদ্য পারফর্ম করেছেন। অল্পের জন্য শতরান হাতছাড়া হয়। অধিনায়ক এবং ব্যাটিং দুই ভূমিকাতেই সফল শিখর ধাওয়ান। দ্বিতীয় ম্যাচেও তাঁর উপর অনেকটাই নির্ভর থাকবে ভারতীয় ব্যাটিং লাইন আপ। শুরুতে ভিত গড়ার জন্য ধাওয়ানকে ছন্দে প্রয়োজন। গত ম্যাচে ৯৭ রানের কার্যত নিখুঁত ইনিংস খেলেছেন। অনবদ্য একটা ক্যাচে ফেরেন।

শুভমন গিল : টেস্ট ক্রিকেটে জায়গা অনেকটাই মজবুত। সাদা বলের ক্রিকেটে ততটা নয়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচে অনবদ্য ব্যাটিং করেছেন। বিশেষত ওয়েস্ট ইন্ডিজ বোলারদের শর্টপিচ বোলিংয়ের পরিকল্পনা ব্যর্থ করেছেন শুভমন। দ্বিতীয় ম্যাচেও তাঁর কাছে ঝকঝকে একটা ইনিংসের প্রত্যাশা থাকবে।

সূর্যকুমার যাদব : ভারতীয় ব্যাটিং লাইন আপে এই মুহূর্তে অন্যতম ভরসা। পূর্ণশক্তির দল থাকলেও মিডল অর্ডারে সূর্যর সুযোগ নিশ্চিত। সেই জায়গা আরও মজবুত করার সুযোগ এই সিরিজে। যদিও সিরিজের শুরুটা প্রত্যাশিত হয়নি সূর্যর। তাঁর কাছেও ঘুরে দাঁড়ানোর ম্যাচ, দ্বিতীয় ওডিআই।

যুজবেন্দ্র চাহাল : ওয়েস্ট ইন্ডিজে খেলা। পিচ পেস-বাউন্সি। বাংলাদেশের বিরুদ্ধে মূলত স্পিনের বিরুদ্ধেই ভরাডুবি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। প্রথম ম্যাচে দারুণ বোলিং করেছেন। এই ম্যাচেও তাঁর উপর অনেকটাই নির্ভরশীল থাকবে বোলিং আক্রমণ।

মহম্মদ সিরাজ : ইংল্যান্ডে যেখানে শেষ করেছিলেন, ওয়েস্ট ইন্ডিজে যেন সেখান থেকেই শুরু। নতুন বল হোক বা পুরনো। দুই স্পেলেই নজর কেড়েছেন। ওয়েস্ট ইন্ডিজে ভারতীয় বোলিং আক্রমণে অন্যতম সিনিয়র সদস্য সিরাজ। প্রথম ম্যাচে শেষ ওভারে মাত্র ১৫ রান নিয়ে দলকে অনবদ্য জয় উপহার দেন। তাঁর কাছে এমন কিছুই প্রত্যাশা থাকবে বাকি দুই ম্যাচেও।

 

 

 

Next Article