India Vs West Indies: নিয়ম রক্ষার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের নজরে যারা

প্রথম দু ম্যাচে পাওয়া যায়নি অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডারকে।

India Vs West Indies: নিয়ম রক্ষার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের নজরে যারা
Image Credit source: TWITTER
Follow Us:
| Edited By: | Updated on: Jul 27, 2022 | 8:45 AM

পোর্ট অব স্পেন : গত দু ম্যাচেই রুদ্ধশ্বাস লড়াই করেছে ওয়েস্ট ইন্ডিজ। যদিও স্নায়ুর চাপ ধরে রাখতে পারেনি। দুই ম্যাচের পারফরম্যান্স আত্মবিশ্বাস জোগাবে তাদের। শাই হোপ (Shai Hope) ছন্দে ফিরেছেন। নিজের শততম ওয়ান ডে ম্যাচে শতরানের ইনিংস খেলে এলিট তালিকায় নাম লিখিয়েছেন। অধিনায়ক নিকোলাস পুরানও (Nicholas Pooran) গত ম্যাচে রান করেছেন। সিরিজের ফয়সালা হয়ে গিয়েছে। তাদের কিছুই হারানোর নেই। এই ম্যাচে সুযোগ দেওয়া হতে পারে কেসি কার্টি, কিমো পলদের। কোভিডের কারণে প্রথম দু ম্যাচে পাওয়া যায়নি অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডারকে (Jason Holder)। এই ম্যাচে খেলতে পারেন। ওয়েস্ট ইন্ডিজ শিবিরে যাদের দিকে নজর থাকবে…

নিকোলাস পুরান : অধিনায়ক নিকোলাস পুরান প্রথম ম্যাচে ফিল্ডিংয়ে নজর কেড়েছেন। দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে। নেতৃত্বের দিক থেকে উন্নতি করার জায়গা রয়েছে তাঁর। অক্ষর প্যাটেলের বিরুদ্ধে স্লগ ওভারে বাঁ হাতি স্পিনার আকিল হোসেনকে বোলিং করানোর সিদ্ধান্ত টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছিল।

জেসন হোল্ডার : গত দু ম্যাচে কোভিডের কারণে পাওয়া যায়নি জেসন হোল্ডারকে। ওয়ার্কলোডের জন্য বাংলাদেশের বিরুদ্ধে গত সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল। ভারতের বিরুদ্ধে স্কোয়াডে ফিরলেও বাধা হয়ে দাঁড়িয়েছিল কোভিড। তৃতীয় ম্যাচে তাঁর ফেরার সম্ভাবনা প্রবল। তরুণ সদস্যদের মাঝে জেসন হোল্ডারের অভিজ্ঞতা ভরসা দেবে ওয়েস্ট ইন্ডিজকে।

শাই হোপ : ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ের অন্যতম ভরসা শাই হোপ। গত ম্যাচে শতরান করে প্রত্যাশা বাড়িয়েছেন। মাইলফলকের ম্যাচে দারুণ একটা ইনিংস তৃতীয় ম্যাচের জন্য বাড়তি আত্মবিশ্বাস জোগাবে তাঁকে। ব্যাটিং পিচে একবার সেট হলে তাঁকে রোখা কঠিন হয়ে দাঁড়ায়, গত ম্যাচে সেটা বুঝিয়ে দিয়েছেন।

কেসি কার্টি : ঋষভ পন্থ, ঈশান কিষাণ, শিমরন হেটমায়ার, আলজারি জোসেফদের সঙ্গে ২০১৬ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলেছিলেন। সিনিয়র দলে জায়গা মজবুত করা লক্ষ্য থাকবে তাঁর। তৃতীয় ম্যাচে খেলানো হতে পারে কেসি কার্টিকে।

আকিল হোসেন : গত ম্যাচে স্লগ ওভার ভালো না কাটলেও প্রথম দু ম্যাচে সার্বিকভাবে তাঁর পারফরম্যান্স ভালো। বয়স, অভিজ্ঞতা কম হলেও নিয়মিত ভালো পারফর্ম করে আসছেন আকিল।