June Maliah: জুনের ছবি থেকে খুবলে নেওয়া হল চোখ-কান-ঠোঁট!

June Maliah: মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর ব্যানারই ছেঁড়া হয়নি, ঘাসফুল শিবিরের বেশ কিছু দলীয় পতাকাও ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। শাসক দলের অভিযোগ, রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়েছে। যদিও এই ঘটনার সঙ্গে বিজেপির যোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছে পদ্ম শিবির।

June Maliah: জুনের ছবি থেকে খুবলে নেওয়া হল চোখ-কান-ঠোঁট!
জুনের ব্যানার ছেঁড়ার অভিযোগImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Apr 26, 2024 | 10:06 AM

মেদিনীপুর: লোকসভা ভোটের ময়দানে ফের পোস্টার-ব্যানার ছেঁড়া ঘিরে বিতর্ক। এবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে। শুক্রবার সকালে দেখা যায় সেখানে তৃণমূলের তারকা প্রার্থী জুন মালিয়ার ব্যানার কেউ বা কারা ছিঁড়ে দিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে বেশ শোরগোল পড়ে যায় নারায়ণগড়ের রানীসরাই এলাকার শালাজপুরে। শুধু মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর ব্যানারই ছেঁড়া হয়নি, ঘাসফুল শিবিরের বেশ কিছু দলীয় পতাকাও ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। শাসক দলের অভিযোগ, রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়েছে। যদিও এই ঘটনার সঙ্গে বিজেপির যোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছে পদ্ম শিবির।

উল্লেখ্য, গতকালই মেদিনীপুরের দাঁতনে জুন মালিয়ার সমর্থনে জনসভা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। টেলি-ইন্ডাস্ট্রি থেকে আসার পরও জুন যে এলাকার রাজনীতিতে ও এলাকার উন্নয়নে সক্রিয়ভাবে জড়িত রয়েছে, সে কথা তুলে ধরে জুনের প্রশংসাও করেছেন মমতা। গতকালের জনসভার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার জুনের ব্যানার ছেঁড়ার অভিযোগ উঠল মেদিনীপুর লোকসভা কেন্দ্রের নারায়ণগড়ে। এদিনের ঘটনা প্রসঙ্গে তৃণমূলের অঞ্চল কোষাধ্যক্ষ স্বপন দত্তের বক্তব্য, ‘বিজেপির কিছু হার্মাদ এসে আমাদের কিছু পতাকা মাটিতে ফেলে দিয়েছে ও ব্যানারটি সম্পূর্ণভাবে ছিঁড়ে দিয়েছে। আমরা এর তীব্র ধিক্কার জানাচ্ছি।’

যদিও শুক্রবারের এই ঘটনার সঙ্গে বিজেপির যোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন পদ্ম শিবিরের জেলা সাধারণ সম্পাদক গৌরীশংকর জানা। তাঁর স্পষ্ট দাবি, এই ধরনের কাজে বিজেপি বিশ্বাস করে না। বললেন, ‘বিপক্ষ দলের ঝান্ডা-পোস্টার ছেঁড়ার কালচার বিজেপির নেই। সেই সময়ও নেই বিজেপির কাছে। তৃণমূল হার নিশ্চিত জেনে নিজেদের প্রচারের আলোয় আনতেই এইসব নাটক করছে। বিজেপির কর্মীরা কখনোই এসব নোংরামিতে বিশ্বাসী নয়।’