Donald Trump Oath Ceremony: মার্কিন মসনদে ফিরলেন ‘পুরনো বন্ধু’, শুভেচ্ছা জানালেন মোদী
Donald Trump Oath Ceremony: আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। আর মার্কিন মসনদে 'পুরনো বন্ধু'র প্রত্যাবর্তনে শুভেচ্ছা বার্তা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ওয়াশিংটন: তিনি অনুষ্ঠানে আসেননি। কিন্তু ঘটনাপ্রবাহ থেকেও দূরে সরে থাকেননি। এদিন আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। আর মার্কিন মসনদে ‘পুরনো বন্ধু’র প্রত্যাবর্তনে শুভেচ্ছা বার্তা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন নিজের এক্স হ্যান্ডেল সাবেক টুইটারে একটি পোস্ট লিখে সদ্য আসীন হওয়া মার্কিন প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানালেন মোদী। লিখলেন, ‘আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট হিসাবে আপনাকে অনেক শুভেচ্ছা জানাই। আশা রাখছি, দুই দেশের সুদূর ভবিষ্যৎকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে আবারও আগের মতোই একসঙ্গে কাজ করতে পারব আমরা। আশা রাখি, আপনার আগামী দিনগুলি আরও সাফল্যে ভরে উঠবে।’
Congratulations my dear friend President @realDonaldTrump on your historic inauguration as the 47th President of the United States! I look forward to working closely together once again, to benefit both our countries, and to shape a better future for the world. Best wishes for a…
— Narendra Modi (@narendramodi) January 20, 2025
উল্লেখ্য, ভারতের প্রতিনিধি হিসাবে ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এছাড়াও গিয়েছেন ভারতীয় ধনকুবের মুকেশ অম্বানী। মার্কিন প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানের আগের রাতেই সস্ত্রীক সেদেশে গিয়েছেন এই ভারতীয় শিল্পপতি। যোগ দিয়েছিলেন ট্রাম্পের একটি প্রাইভেট পার্টিতেও।
মোদীর পাশাপাশি ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করে ট্রাম্পকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ইউক্রেনের সঙ্গে চলতি সংঘাতের ঘটনায় আমেরিকার নতুন সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।
অন্যদিকে, এক্স হ্যান্ডেলে পোস্ট করে সদ্য আসীন হওয়া মার্কিন প্রেসিডেন্টকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও। এদিন তিনি লেখেন, ‘এটা বদলের দিন। আমেরিকার ৪৭তম প্রেসিডেন্টকে অনেক শুভেচ্ছা জানাই। আগামী দিনে আরও সাফল্য আসুক।’
I congratulate President Trump and the American people on the inauguration of the 47th President of the United States. Today is a day of change and also a day of hope for the resolution of many problems, including global challenges.
President Trump is always decisive, and the…
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) January 20, 2025
এর সঙ্গেই রাশিয়ার সঙ্গে চলতি সংঘর্ষে আমেরিকাকে হস্তক্ষেপ করার কথা ইঙ্গিতে বুঝিয়ে দেন তিনি। তাঁর কথায়, ‘আশা করি বিশ্বজুড়ে তৈরি হওয়া নানা সমস্যার সমাধান আনবেন ডোনাল্ড ট্রাম্প।’