Haryana: সব ছেড়ে নিয়ে গেল কাড়ি কাড়ি চুল! চুরি করতে এসে এ কী কাণ্ড চোরের?
Haryana: তবে চুল বলে কিন্তু সেটাকে সামান্য ভাবলে চলবে না। বাজারে এই চুলের বিরাট দর। সেই কথাটা খুব ভাল করেই জানে সেই চোরের দল। তা-ই জেনে বুঝেই এক পরচুল প্রস্তুতকারীর বাড়িতে হানা দিয়েছিল তারা।
চণ্ডীগড়: বাড়িতে হানা দিল চোর। চলল লুঠপাট। সাধারণভাবে চোরের হানা মানে লুঠ হবে টাকা, গয়নার মতো দামী জিনিসপত্র। কিন্তু না, সেই সব কিছুই হয়নি। লাখ দু’য়েক টাকা ছাড়া আরও একটি জিনিস নিয়ে উধাও হয়েছে চোর। আর তাকে খুঁজতে মরিয়ে বাড়ির লোক।
কী সেই মূল্যবান জিনিস?
সেই মূল্যবান জিনিসটি হল চুল। হ্যাঁ, এটাই সত্যি। চুরি করতে এসে সোনা-গয়না ছেড়ে চুল নিয়ে পালাল চোর। ঘটনা হরিয়ানার ফরিদাবাদের। একটি বাড়ি থেকে চুরি গেল প্রায় দেড়শো কেজি চুল ও নগদ দু’লক্ষ টাকা।
তবে চুল বলে কিন্তু সেটাকে সামান্য ভাবলে চলবে না। বাজারে এই চুলের বিরাট দর। সেই কথাটা খুব ভাল করেই জানে সেই চোরের দল। তা-ই জেনে বুঝেই এক পরচুল প্রস্তুতকারীর বাড়িতে হানা দিয়েছিল তারা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৪ই জানুয়ারি মধ্যরাতে রণজিৎ মণ্ডল নামে এক পরচুল বা উইগ প্রস্তুতকারীর বাড়িতে হানা দেয় এক দল চোর। বাড়ির সিঁড়ি বেয়ে উঠে জানলা ভেঙে ব্যবসায়ীর ঘরের মধ্যে ঢুকে পড়ে তারা। কয়েক মিনিটের মধ্য়েই সাফ হয় গোটা বাড়ি। নগদ দু’লক্ষ টাকা-সহ চুরি যায় ১৫০ কেজি চুল, যার বাজারদর কমপক্ষে সাত লক্ষ টাকা।
কিন্তু নিজের বাড়িতে কেন এত পরিমাণ চুল এনে রেখেছিলেন তিনি? পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাঁচামাল হিসাবে নিজের বাড়িতেই চুলগুলি মজুত করতেন তিনি। তারপর সেখান থেকে কারখানায় পাঠিয়ে চলত পরচুল তৈরির কাজ। এদিনও প্রতিদিনের মতোই ১৫০ কেজি কাঁচামাল বাড়িতে এনে রেখেছিলেন তিনি। তারপর ঘটে গেল বিপত্তি।