Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Donald Trump Oath Ceremony: থামবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ? ‘ট্রাম্প ম্যাজিকে’ সুর বদল পুতিনের

Donald Trump Oath Ceremony: শুধু তা-ই নয়, নির্বাচনের প্রচার পর্বে ফিলাডেলফিয়ায় আয়োজিত প্রেসিডেন্সিয়ার ডিবেটেও বাইডেনের সরকারকে কটাক্ষ করে তিনি বলেছিলেন, 'আমি প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলে ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেব।'

Donald Trump Oath Ceremony: থামবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ? 'ট্রাম্প ম্যাজিকে' সুর বদল পুতিনের
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Jan 20, 2025 | 11:42 PM

ওয়াশিংটন: ট্রাম্পের শপথগ্রহণের আগেই গলে গেল বরফ? আপাতত ডোনাল্ড ট্রাম্পের এককালের দাবি বাস্তবায়িত হতে চলেছে বলেই দাবি আন্তর্জাতিক বিশেষজ্ঞদের। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্ণ হতেই বাইডেন সরকারকে কটাক্ষ করে ট্রাম্প দাবি করেছিলেন, ক্ষমতায় এলে সেই যুদ্ধ বন্ধ করে দেবেন তিনি।

শুধু তা-ই নয়, নির্বাচনের প্রচার পর্বে ফিলাডেলফিয়ায় আয়োজিত প্রেসিডেন্সিয়াল ডিবেটেও বাইডেনের সরকারকে কটাক্ষ করে তিনি বলেছিলেন, ‘আমি প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলে ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেব।’

নিজের ক্ষমতার এই আস্ফালন যথারীতি ইজরায়েল-হামাসের যুদ্ধের মধ্যে দিয়েই দেখিয়ে দিয়েছেন তিনি। শপথগ্রহণের আগেই হামাস একেবার ‘দেখে নেওয়ার’ হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। দাবি করেছিলেন, পণবন্দিদের মুক্ত না করলে হামাসদের শেষ দেখে ছাড়বেন তিনি। কিন্তু ‘শেষ দেখে নেওয়ার’ মতো অবস্থার দিকে এগোতে হয়নি। ট্রাম্পের হুমকিতে ‘লেজ গুটিয়ে’ যুদ্ধবিরতির পথে এগিয়ে এসেছে হামাস গোষ্ঠী। দাঁড়ি টানতে রাজি হয়েছে ইজরায়েলও।

এবার ইজরায়েল-হামাসের মতোই ট্রাম্পের কথা মানতে চলেছে রাশিয়া-ইউক্রেন, মত ওয়াকিবহাল মহলের। রিপাবলিকান নেতার শপথগ্রহণের আগেই ইউক্রেনের সঙ্গে চলা সংঘাত নিয়ে আমেরিকার নতুন সরকারের সঙ্গে বৈঠক করতে চায় রাশিয়া। এদিন একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে সেই আগ্রহের কথা নিজেই স্বীকার করেন রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন।

তাঁর কথায়, ‘আমেরিকার নতুন সরকারের সঙ্গে চলতি ইউক্রেন সংঘর্ষ নিয়ে বৈঠক শুরু করতে রাজি রাশিয়া। বছর বছর ধরে চলতি সংঘাতের মূল দিকগুলিকে চিহ্নিত করে তার নিষ্পত্তি করতে হবে।’

অবশেষে এবার থামবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ? নিজের নির্বাচনী প্রতিশ্রুতি যথাযথ পালন করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প? প্রশ্ন একাধিক, কিন্তু উত্তর আপাতত অধরাই বলে মনে করছে ওয়াকিবহাল মহল।