Women’s T20 World Cup 2023: আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারত

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Oct 03, 2022 | 10:07 PM

India vs Pakistan: ১২ ফেব্রুয়ারি হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তানের বিরুদ্ধে।

Womens T20 World Cup 2023: আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারত
Image Credit source: ICC

Follow Us

দুবাই : আগামী বছর মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (Women’s T20 World Cup 2023)। সূচি প্রকাশ করল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। ২০২৩ সালে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকায়। প্রতিযোগিতায় ভারত-পাকিস্তান একই গ্রুপে। ১২ ফেব্রুয়ারি হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) নেতৃত্বাধীন ভারত বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তানের (India vs Pakistan) বিরুদ্ধে। ১০ দলের প্রতিযোগিতা। বাকি দুটি দল যোগ্যতা অর্জন পর্ব খেলে জায়গা নিশ্চিত করেছে। তারা হল আয়ারল্যান্ড এবং বাংলাদেশ। মেয়েদের টি ২০ বিশ্বকাপের অষ্টম সংস্করণ শুরু হচ্ছে আগামী বছর ১০ ফেব্রুয়ারি। উদ্বোধনী ম্যাচে আয়োজক দক্ষিণ আফ্রিকার সামনে শ্রীলঙ্কা। কেপটাউন, পার্ল এবং বেরহায় অনুষ্ঠিত হবে ম্যাচগুলি। নকআউট পর্ব কেপ টাউনে। ফাইনাল ২৬ ফেব্রুয়ারি। অনিবার্য কোনও কারণে ম্যাচ ভেস্তে গেলে রিজার্ভ ডে রাখা হয়েছে ২৭ ফেব্রুয়ারি।

পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। গত বিশ্বকাপও জিতেছে তারাই। ফাইনালে হারিয়েছিল ভারতকে। এ বার অস্ট্রেলিয়ার গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড। ভারত-পাকিস্তানের মতো না হলেও আগ্রহ থাকে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড দ্বৈরথ ঘিরে। গ্রুপ ১-এ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ছাড়াও রয়েছে আয়োজক দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং যোগ্যতা অর্জন পর্ব থেকে আসা বাংলাদেশ। গ্রুপ ২-এ রয়েছে ইংল্যান্ড, গত বারের রানার্স ভারত, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান এবং যোগ্যতা অর্জন পর্ব থেকে আসা আয়ারল্যান্ড। গ্রুপে রাউন্ড রবিন পর্বে খেলা হবে। পাঁচটি দলের মধ্যে শীর্ষ দুই দল সেমিফাইনালে জায়গা করে নেবে।

 

টি ২০ বিশ্বকাপে ভারতের সূচি

১২ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান, কেপটাউন

১৫ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ-ভারত, কেপটাউন

১৮ ফেব্রুয়ারি ইংল্যান্ড-ভারত, বেরহা

২০ ফেব্রুয়ারি আয়ারল্যান্ড-ভারত, বেরহা

Next Article