বক্সিং ডে টেস্টে ফোকাসে দুই তরুণ

sushovan mukherjee |

Dec 25, 2020 | 6:22 PM

মেলবোর্নে অভিষেক হতে চলেছে শুভমন গিল ও মহম্মদ সিরাজের। পৃথ্বীর বদলে দলে শুভমন ও সামির পরিবর্তে দলে সিরাজ।

বক্সিং ডে টেস্টে ফোকাসে দুই তরুণ
দুই তরুণ ক্রিকেটারের দিকে তাকিয়ে ভারতীয় ক্রিকেট প্রেমীরা।

Follow Us

TV9 বাংলা ডিজিটাল- অন্য সময় হলে তাঁদের নিয়েই বেশ উন্মাদনা থাকত। কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। একসঙ্গে বক্সিং ডে টেস্টে (boxing day test) দুই ভারতীয় তরুণ ক্রিকেটার (young cricketers) অভিষেক করছেন। তাঁদের নিয়ে কথা কম। বরং ভারতীয় ক্রিকেটকে এখনও তাড়া করে বেড়াচ্ছে ৩৬ অলআউটের ভূত। বক্সিং ডে টেস্টে সেই ভূত ঘাড়ে নিয়েই টেস্ট ক্যাপ পাবেন শুভমন গিল (Shubman Gill) ও মহম্মদ সিরাজ (Md. Siraj)। প্রথম ঘন্টা থেকেই পরীক্ষার মুখে পড়বেন তাঁরা। হয়তো ওপেনারের ভূমিকায় পাওয়া যাবে শুভমনকে, লাল বল হাতে রানআপে ছুটতে দেখা যাবে সিরাজকে।

আরও পড়ুন – টিমকে চাপে রাখতে চান না রাহানে

পৃথ্বী শ ও শুভমন গিল। যুব বিশ্বকাপ থেকে লাইম লাইটে। তখন পৃথ্বীকে নিয়ে সবার উৎসাহ একটু বেশিই ছিল। অথচ যত দিন এগিয়েছে ততই যেন একটু একটু করে পিছিয়ে পড়েছেন পৃথ্বী। আর, ধাপে ধাপে এগিয়ে এসেছেন শুভমন। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে তাঁর ব্যাটিং প্রমাণ করেছে লম্বা রেসের মশলা মজুত আছে পাঞ্জাবের ছেলের মধ্যে। এ বার প্রমাণ করার পালা। বক্সিং ডে টেস্টে একটা লম্বা ইনিংস শুভমনের পায়ের তলার মাটি আরও শক্ত করবে সন্দেহ নেই।

টি-২০ বোলার হিসেবে আইপিএলে আগমন মহম্মদ সিরাজের। আটো চালকের ছেলেকে দলে নিয়েছিল আরসিবি। বিরাটের নেতৃত্বে নিজেকে মেলে ধরেছেন। সাদা বলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে লাল বলেও নিজেকে প্রমাণ করেছেন। সেটাই তাঁকে অস্ট্রেলিয়ার বিমানে ওঠার টিকিট এনে দিয়েছে। স্টিভের দেশে পা দিয়েই খারাপ খবরটা পেলেন। বাবা আর নেই। দেশের জার্সিতে ছেলেকে খেলতে দেখার আনন্দটা সঙ্গে নিয়ে যেতে পারেননি হায়দরাবাদের অটো ড্রাইভার। সামির অনুপস্থিতিতে এবার সিরাজের সামনে সুযোগ নিজের স্বপ্ন সত্যি করে বাবাকে সাফল্য উৎসর্গ করার।

আরও পড়ুন – বক্সিং ডে টেস্টে ভারতের প্রথম একাদশে ৪ পরিবর্তন

দল মানসিক ভাবে বেশ ব্যাকফুটে। এই অবস্থায় দুই তরুণের ভালো পারফরম্যান্স টিম ইন্ডিয়ার মেজাজটাও বদলে দিতে পারে। প্রথম ম্যাচ থেকে তাই অনেকটা দায়িত্ব নিয়ে টিম ইন্ডিয়ার টেস্ট ক্যাপটা মাথায় পড়তে চলেছেন শুভমন ও সিরাজ।

Next Article