ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা অকশন হয়েছে কিছুদিন আগেই। মুম্বই ইন্ডিয়ান্স পাঁচ প্লেয়ার রিটেন করেছিল। এর মধ্যে রয়েছেন জসপ্রীত বুমরাও। এ বারের মেগা অকশনে উঠেছিলেন ভারতের তিন তারকা শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ ও লোকেশ রাহুল। তাঁদের জন্য যে ঝড় উঠবে তা নিশ্চিতই ছিল। ঋষভ পন্থকে ২৭ কোটিতে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। পঞ্জাব সুপার কিংস ২৬.৭৫ কোটিতে নিয়েছে শ্রেয়স আইয়ারকে। লোকেশ রাহুল ১৪ কোটিতে দিল্লি ক্যাপিটালসে। জসপ্রীত বুমরা যদি অকশনে ওঠেন? দেশের প্রাক্তন পেসার আশিস নেহরা মনে করেন, সেক্ষেত্রে কোনও টিমের জন্য ৫২০ কোটির পার্সও যথেষ্ট নয়।
দেশের প্রাক্তন পেসার আশিস নেহরা আইপিএলে গুজরাট টাইটান্সের কোচও। স্টার স্পোর্টসে বুমরাকে নিয়ে বলেন, ‘ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ক্লিনসুইপ। পারথ টেস্টে বুমরা যে ভাবে নেতৃত্ব দিয়েছে। এটা দেখাও দুর্দান্ত ব্যাপার। ওকে কেউ বিট করতে পারবে না। বুমরা যদি অকশনে ওঠে, যা কিছু হতে পারে। এমনকি কোনও টিমের জন্য হয়তো ৫২০ কোটির পার্সও যথেষ্ট নয়।’
মুম্বই ইন্ডিয়ান্স থেকেই উত্থান জসপ্রীত বুমরার। মুম্বইয়ের প্রাক্তন কোচ জন রাইট স্কাউটিংয়ের মাধ্যমে বুমরাকে খুঁজে বের করেছিলেন। এরপর থেকে মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে ছাড়েনি। ২০১৩ থেকে একই টিমে রয়েছেন। আশিস নেহরা আরও যোগ করেন, ‘একজন বোলার হিসেবে অসংখ্যবার ম্যাচ জেতানো পারফরম্যান্স দেখিয়েছে। পারথে প্রথম ম্যাচে ছিল না রোহিত। ওর অনুপস্থিতিতে সিরিজের প্রথম ম্যাচে নেতৃত্ব দেওয়া এবং টিমকে জেতানো। বাড়তি চাপ থাকে। তবে বুমরা যে ভাবে চাপ সামলেছে, তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়।’
শুক্রবার শুরু সিরিজের দ্বিতীয় টেস্ট। অ্যাডিলেডে গোলাপি বলে দিন-রাতের ম্যাচ। গত সফরে অ্যাডিলেডে পিঙ্ক-বল টেস্টে হতাশার ফল হয়েছিল ভারতের। এ বার জসপ্রীত বুমরার ফর্ম এবং ব্যাটারদের প্রথম ম্যাচের পারফরম্যান্স ফল বদলে দিতেই পারে।