Asia Cup 2022: শোয়েবকে চুপ করিয়ে দিলেন আফগান ক্রিকেট বোর্ডের প্রাক্তন কর্তা!

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 08, 2022 | 4:07 PM

বাইশ গজে হাইভোল্টেজ ম্যাচ মানেই ব্যাট-বলের লড়াইটা জমে ওঠে। তবে সেই ম্যাচের রেশ কিন্তু অনেকটা সময় ধরে থেকে যায়। মাঠের বাইরেও ছড়িয়ে পড়ে সেই ম্যাচের উত্তেজনা।

Asia Cup 2022: শোয়েবকে চুপ করিয়ে দিলেন আফগান ক্রিকেট বোর্ডের প্রাক্তন কর্তা!
Asia Cup 2022: শোয়েবকে চুপ করিয়ে দিলেন আফগান ক্রিকেট বোর্ডের প্রাক্তন কর্তা!

Follow Us

দুবাই: বাইশ গজে হাইভোল্টেজ ম্যাচ মানেই ব্যাট-বলের লড়াইটা জমে ওঠে। তবে সেই ম্যাচের রেশ কিন্তু অনেকটা সময় ধরে থেকে যায়। মাঠের বাইরেও ছড়িয়ে পড়ে সেই ম্যাচের উত্তেজনা। এশিয়া কাপের সুপার ফোরের (Asia Cup 2022) ম্যাচে বুধরাতে শারজাতে মুখোমুখি হয়েছিল পাকিস্তান (Pakistan) ও আফগানিস্তান (Afghanistan)। সেই ম্যাচেই হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন পাকিস্তানের আসিফ আলি ও আফগানিস্তানের ফারিদ মালিক। এ বার ওই ঘটনার রেশ ক্রমশ ডালপালা মেলে চলেছে। ম্যাচের শেষে আফগান সমর্থকরা শারজার গ্যালারিতে পাক সমর্থকদের ওপর চেয়ার ছুড়েও মারতে থাকেন। যে ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। প্রাক্তন পাক তারকা শোয়েব আখতার (Shoaib Akhtar) যা দেখে টুইটও করেন। পাক ফ্যানেদের ওপর আফগানিস্তানের সমর্থকদের ক্ষোভ উগরে দেওয়ার ভিডিও টুইট করে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন সিইও শফিক স্তানিকজাইকেও ট্যাগ করেন শোয়েব। যার পর চুপ থাকেননি শফিক। প্রাক্তন পাক স্পিডস্টারকে এককথাতেই চুপ করিয়ে দিয়েছেন শফিক। টুইটারে কী বললেন তাঁরা, খুঁজে দেখল TV9Bangla

রাওয়ালপিন্ডি এক্সপ্রেস ক্যাপশনে লেখেন, “এই কাণ্ড করছে আফগান সমর্থকরা। এর আগেও ওরা একাধিকবার এমনটা করেছে। এটা একটা খেলা এবং এটাকে সেভাবেই নেওয়া উচিত। শফিক স্তানিকজাই আপনারা যদি খেলায় উন্নতি করতে চান তা হলে, আপনাদের দেশের ভক্ত এবং আপনাদের প্লেয়ারদের কিছু জিনিস শিখতে হবে।”

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন সিইও শফিক পরবর্তীতে শোয়েবের সেই টুইটের উত্তরে লেখেন, “আপনি কখনওই সমর্থকদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারবেন না। এবং ক্রিকেট বিশ্বে এইরকম ঘটনা একাধিকবার ঘটেছে। আপনার উচিত কবির খান, ইনজিমাম ভাই এবং রশিদ লাতিফকে জিজ্ঞাসা করা, যে আমরা তাদের সঙ্গে কেমন আচরণ করেছি। পরের বারের জন্য আপনাকে একটাই পরামর্শ দেব, দেশ নিয়ে এই সব কথা বলবেন না।”

নিজেদের দেশকে বড়ো করার জন্য, অন্য দেশকে ছোট করছে আফগানিস্তান। এমনই ইঙ্গিতই ছিল শোয়েব আখতারের টুইটে। যার পাল্টা উত্তরটা দারুণ দিয়েছেন আফগান ক্রিকেট বোর্ডের প্রাক্তন সিইও শফিক। এক কথায় শোয়েবকে চুপই করিয়ে দিয়েছেন শফিক। উল্লেখ্য, টসে হেরে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ১২৯ রান তুলেছিল আফগানরা। এরপর ১৩০ রানের টার্গেট তাড়া করতে নেমে শেষ ওভার অবধি গড়ায় ম্যাচ। প্রসঙ্গত, ১৯তম ওভারের পঞ্চম বলে আসিফ আলির উইকেট তুলে নেন ফারিদ আহমেদ। সেইসময় আসিফকে ফিরিয়ে দিয়ে, উইকেট নেওয়ার সেলিব্রেশনে মেতে ওঠেন ফারিদ। যা মোটেও ভালোভাবে নিতে পারেননি আসিফ। ততক্ষণাৎ তিনিও এগিয়ে যান আফগান বোলারের দিকে। এবং ব্যাট উঁচু করে তাঁর দিকে তেড়ে যান আসিফ। পরিস্থিতি হাত থেকে বেরিয়ে যাচ্ছে দেখে, এগিয়ে এসে আসিফ ও ফারিদকে আলাদা করেন ফিল্ড আম্পায়ার এবং আফগানিস্তানের অন্য ক্রিকেটাররা।

গ্রিন আর্মির কাছে আফগানদের হারের পর, শারজার গ্যালারিতে হারের ক্ষোভ সামলাতে না পেরে, আফগান সমর্থকরা চেয়ার ছুড়ে মারতে থাকে পাক সমর্থকদের। পাকিস্তানের কাছে ম্যাচে হারার যন্ত্রণায় এতটাই ক্ষতবিক্ষত হয় আফগান সমর্থকরা, যে তাদের রাগ ঠিকরে বেরিয়ে আসে গ্যালারিতে থাকা পাক সমর্থকদের ওপর। শারজার গ্যালারির একের পর এক চেয়ার ভাঙতে থাকেন আফগান সমর্থকরা। তবে মার খেয়েই থেমে থাকেনি পাক ফ্যানেরা। গ্যালারিতে যেমন পাক সমর্থকদের ওপর চড়াও হয়েছিল আফগান সমর্থকরা, স্টেডিয়ামের বাইরে দেখা যায় তার ঠিক উল্টো ছবিটা। আফগান ফ্যানেদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন পাক ফ্যানেরা।

Next Article