Bangla NewsSportsCricket news Former cricket players suraj randiv chinthaka jayasinghe and waddington mwayenga become bus driver in australia
ব্যাট বলের বদলে শ্রীলঙ্কার ক্রিকেটারের হাতে বাসের স্টিয়ারিং
আন্তর্জাতিক ক্রিকেটার এখন বাস চালক। এমন ছবিই ধরা পরল অস্ট্রেলিয়ায়। মেলবোর্নের এক ফরাসি ট্রান্সপোর্ট কোম্পানিতে বাস ড্রাইভারের কাজ করছেন শ্রীলঙ্কার দুই প্রাক্তন ক্রিকেটার সুরজ রনদীভ (Suraj Randiv) ও চিন্তক জয়সিংহে (Chinthaka Jayasinghe) এবং জিম্বাবোয়ের এক ক্রিকেটার ওয়াড্ডিংটন মাওয়েঙ্গা (Waddington Mwayenga)। যদিও সুরজ রনদীভ বাস চালানোর পাশাপাশি স্থানীয় ক্রিকেটে খেলেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে তাদের জাতীয় দলকে প্রস্তুত করার জন্য সুরজ রনদীভকে ডাকা হয়েছিল। সুরজ বলেছেন, "আমাকে যখন সিএ তাদের বোলারদের বিরুদ্ধে বল করতে ডেকেছিল, আমি সেই সুযোগ হাতছাড়া করিনি।"