ব্যাট বলের বদলে শ্রীলঙ্কার ক্রিকেটারের হাতে বাসের স্টিয়ারিং

Feb 28, 2021 | 5:48 PM

আন্তর্জাতিক ক্রিকেটার এখন বাস চালক। এমন ছবিই ধরা পরল অস্ট্রেলিয়ায়। মেলবোর্নের এক ফরাসি ট্রান্সপোর্ট কোম্পানিতে বাস ড্রাইভারের কাজ করছেন শ্রীলঙ্কার দুই প্রাক্তন ক্রিকেটার সুরজ রনদীভ (Suraj Randiv) ও চিন্তক জয়সিংহে (Chinthaka Jayasinghe) এবং জিম্বাবোয়ের এক ক্রিকেটার ওয়াড্ডিংটন মাওয়েঙ্গা (Waddington Mwayenga)। যদিও সুরজ রনদীভ বাস চালানোর পাশাপাশি স্থানীয় ক্রিকেটে খেলেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে তাদের জাতীয় দলকে প্রস্তুত করার জন্য সুরজ রনদীভকে ডাকা হয়েছিল। সুরজ বলেছেন, "আমাকে যখন সিএ তাদের বোলারদের বিরুদ্ধে বল করতে ডেকেছিল, আমি সেই সুযোগ হাতছাড়া করিনি।"

1 / 5
সুরজ রনদীভ শ্রীলঙ্কার হয়ে তিন ফর্ম্যাটেই খেলেছেন। ২০১১ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের অংশ ছিলেন। (ছবি সৌজন্যে-৯ নিউজ অস্ট্রেলিয়া ইউটিউব)

সুরজ রনদীভ শ্রীলঙ্কার হয়ে তিন ফর্ম্যাটেই খেলেছেন। ২০১১ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের অংশ ছিলেন। (ছবি সৌজন্যে-৯ নিউজ অস্ট্রেলিয়া ইউটিউব)

2 / 5
আইপিএলে চেন্নাই সুপার কিংসের চ্যাম্পিয়নস দলের সদস্যও ছিলেন সুরজ রনদীভ। (ছবি সৌজন্যে-৯ নিউজ অস্ট্রেলিয়া ইউটিউব)

আইপিএলে চেন্নাই সুপার কিংসের চ্যাম্পিয়নস দলের সদস্যও ছিলেন সুরজ রনদীভ। (ছবি সৌজন্যে-৯ নিউজ অস্ট্রেলিয়া ইউটিউব)

3 / 5
চিন্তক জয়সিংহে শ্রীলঙ্কার টি২০ দলে খেলেছেন। (ছবি সৌজন্যে-৯ নিউজ অস্ট্রেলিয়া ইউটিউব)

চিন্তক জয়সিংহে শ্রীলঙ্কার টি২০ দলে খেলেছেন। (ছবি সৌজন্যে-৯ নিউজ অস্ট্রেলিয়া ইউটিউব)

4 / 5
জিম্বাবোয়ের জার্সিতে টেস্ট ও একদিনের ম্যাচে খেলেছেন ওয়াড্ডিংটন মাওয়েঙ্গা। (ছবি সৌজন্যে-৯ নিউজ অস্ট্রেলিয়া ইউটিউব)

জিম্বাবোয়ের জার্সিতে টেস্ট ও একদিনের ম্যাচে খেলেছেন ওয়াড্ডিংটন মাওয়েঙ্গা। (ছবি সৌজন্যে-৯ নিউজ অস্ট্রেলিয়া ইউটিউব)

5 / 5
বাস চালানোর পাশাপাশি সুরজ রনদীভ বর্তমানে ডানডেনং ক্রিকেট ক্লাবের হয়ে খেলেন। (ছবি সৌজন্যে-৯ নিউজ অস্ট্রেলিয়া ইউটিউব)

বাস চালানোর পাশাপাশি সুরজ রনদীভ বর্তমানে ডানডেনং ক্রিকেট ক্লাবের হয়ে খেলেন। (ছবি সৌজন্যে-৯ নিউজ অস্ট্রেলিয়া ইউটিউব)

Next Photo Gallery