সৌরভের দলের পেসার এখন জ্যোতির্বিজ্ঞানী

TV9 Bangla Digital | Edited By: raktim ghosh

Aug 20, 2021 | 9:34 AM

মুম্বইয়ের এই পেসার ২০০৩ সালে ভারতীয় ঘরোয়া ক্রিকেটে নজর কাড়তে শুরু করেন। শ্রীনাথের অবসরের পর তাঁকেই দলে আনেন সৌরভ।

সৌরভের দলের পেসার এখন জ্যোতির্বিজ্ঞানী
প্রাক্তন পেসার আবিষ্কার সালভি

Follow Us

মুম্বইঃ সৌরভের অধিনায়কত্বে ভারতীয় দলে অভিষেক। ২০০৩ বিশ্বকাপের পর যখন নতুন ভারতীয় দল গড়ার পথে অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, তখন তাঁর দলে প্রবেশ এই পেসারের। সময়সাময়িক গৌতম গম্ভীর। সৌরভের ভারতের হয়ে গিয়েছিলেন বাংলাদেশে সিরিজ খেলতেও। তবে মাত্র ৪টি একদিনের ম্যচ খেলার পরেই হারিয়ে যান এই দীর্ঘদেহী পেসার। তিনি আবিষ্কার সালভি।

মুম্বইয়ের এই পেসার ২০০৩ সালে ভারতীয় ঘরোয়া ক্রিকেটে নজর কাড়তে শুরু করেন। শ্রীনাথের অবসরের পর তাঁকেই দলে আনেন সৌরভ। তবে তেমন মেলে ধরতে পারেননি আবিষ্কার সালভি। মাত্র ৪টি ম্যাচ সুযোগ পান জাতীয় দলের জার্সিতে। তারপর হারিয়ে যান। এরপর আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসে সুযোগও পান। তেমনভাবে মেলে ধরতে পারেননি। তবে পেশাদার ক্রিকেটারজীবনের পাশাপাশি জোরকদমে চলছিল তাঁর পড়াশুনোও। ছোট থেকেই মহাকাশ নিয়ে আগ্রহ ছিল তুমুল। সেই নিয়ে পড়াশুনোও শুরু। মাস্টার্স শেষ করার পর ছিল উচ্চশিক্ষা। অবশেষে অ্যাস্ট্রোফিজিক্সে পিএইচডি করলেন ৩৮ বছরের প্রাক্তন জাতীয় পেসার আবিষ্কার সালভি। ক্রিকেটমহলকে তাক লাগিয়ে দিলেন নতুন জ্যোতির্বিজ্ঞানী।

মাঝে কোচিংয়েও হাত পাকিয়েছেন আবিষ্কার। পন্ডিচেরি রঞ্জি দলের দায়িত্ব সামলেছেন। ওমান জাতীয় দলের কোচিংও করিয়েছেন। আর তার সঙ্গে চালিয়ে গিয়েছিলেন পড়াশুনো। অ্যাস্ট্রোফিজিক্সে পিএইচডি করার পর ৩৮ বছরের প্রাক্তন এই ক্রিকেটার চান নাসা বা ইসরোর মত প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে।

Next Article