আইপিএল উপভোগ করার বার্তা দ্রাবিড়ের

Apr 08, 2021 | 3:25 PM

ভারতীয় ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবলের ক্রিকেট দর্শন বাকিদের চেয়ে আলাদা। তাই সাবেকিয়ানার পথে না হেঁটে কুড়ি বিশের ফরম্যাটে আধুনিক ক্রিকেটকে আপন করে নিয়েছেন রাহুল দ্রাবিড়।

আইপিএল উপভোগ করার বার্তা দ্রাবিড়ের
আইপিএল উপভোগ করার বার্তা দ্রাবিড়ের

Follow Us

মুম্বই: দেশের জার্সিতে পারফর্ম করার পালায় সাময়িক বিরতি। ফোকাস এবার আইপিএল চোদ্দয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T-20 World Cup) আগে ক্রিকেটারদের দেখে নেওয়ার পালা নির্বাচকদের। শুক্রবার থেকে শুরু দেশের জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ। আইপিএল (IPL) উপভোগ করার বার্তা ভারতের প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।

টি-টোয়েন্টিতে (T-20) ক্রিকেটারদের শট নির্বাচন নিয়ে অনেক ক্ষেত্রেই মুখ খোলেন সমালোচকরা। অনেক সময়ই ক্রিকেটের তথাকথিত ব্যাকরণ বহির্ভূত শট মারেন ব্যাটসম্যানেরা। যাতে সাময়িক তৃপ্তি থাকলেও সেই সাবেকিয়ানার ছোঁয়া থাকে না। সমালোচকদের উদ্দেশ্যে এনসিএর (NCA) ডিরেক্টর রাহুল দ্রাবিড়ের সাফ জবাব, ‘আইপিএল উপভোগ করুন। টেস্ট ক্রিকেটের সঙ্গে এটাকে গুলিয়ে ফেলবেন না। টেস্টের সেই সনাতনী পরম্পরা মেনে ব্যাটিং দেখার প্রত্যাশা এখানে করবেন না। টি-টোয়েন্টি একেবারেই অন্য ধারা। ক্রিকেটের সমস্ত উপকরণ এক থাকলেও টি-টোয়েন্টি ভিন্ন স্বাদের।’

আরও পড়ুন: লিস্টন কোলাসোকে তুলে চমক হাবাসের

ভারতীয় ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবলের ক্রিকেট দর্শন বাকিদের চেয়ে আলাদা। তাই সাবেকিয়ানার পথে না হেঁটে কুড়ি বিশের ফরম্যাটে আধুনিক ক্রিকেটকে আপন করে নিয়েছেন রাহুল দ্রাবিড়। তরুণ প্রজন্মকে তুলে নিয়ে আসছেন। তাঁদের তৈরি করে দিচ্ছেন আগামী দিনের জন্য। সেই রাহুলও আপাতত মজে থাকবেন আইপিএলের চার-ছক্কায়।

Next Article