Sanjay Manjrekar: যোগ্য কিনা প্রমাণ করতে হবে বিরাট-রোহিতকেও, এমন দাবি করে বসলেন কে?

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Dec 04, 2023 | 2:10 PM

Virat Kohli-Rohit Sharma: সাম্প্রতিক অতীতে কেউ ফর্মে আছেন কিনা, ধারাবাহিক ভাবে নিজেকে তুলে ধরতে পারছেন কিনা, টিমের প্রয়োজনে কতটা কাজে লাগবেন, এ সবই বিচার করা হয়। অতীতে সেই তিনিই কতটা ভালো পারফর্ম করেছেন, সে দিকে নজর রাখা উচিত নয়। যে কোনও ক্রিকেটার যত বড়ই হোন না কেন, অ্যাকাউন্টে যতই রান কিংবা সেঞ্চুরি থাকুক, তা বিচার্য হওয়া উচিত নয়। তিনি বিরাট কোহলি (Virat Kohli)  হলেও এই নিয়মই বলবৎ হবে। আগামী বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতীয় দল নিয়ে ভাবনা-চিন্তা শুরু হয়ে গিয়েছে। তারই মধ্যে এমন কথা বলে দিলেন সঞ্জয় মঞ্জরেকর।

Sanjay Manjrekar: যোগ্য কিনা প্রমাণ করতে হবে বিরাট-রোহিতকেও, এমন দাবি করে বসলেন কে?
বিরাট কোহলি ও রোহিত শর্মা
Image Credit source: ছবি: X

Follow Us

 

নয়াদিল্লি: যে কোনও বড় টুর্নামেন্টের জন্য দল বাছাতে গেলে কীসে জোর দেওয়া উচিত? সাম্প্রতিক অতীতে কেউ ফর্মে আছেন কিনা, ধারাবাহিক ভাবে নিজেকে তুলে ধরতে পারছেন কিনা, টিমের প্রয়োজনে কতটা কাজে লাগবেন, এ সবই বিচার করা হয়। অতীতে সেই তিনিই কতটা ভালো পারফর্ম করেছেন, সে দিকে নজর রাখা উচিত নয়। যে কোনও ক্রিকেটার যত বড়ই হোন না কেন, অ্যাকাউন্টে যতই রান কিংবা সেঞ্চুরি থাকুক, তা বিচার্য হওয়া উচিত নয়। তিনি বিরাট কোহলি (Virat Kohli)  হলেও এই নিয়মই বলবৎ হবে। আগামী বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতীয় দল নিয়ে ভাবনা-চিন্তা শুরু হয়ে গিয়েছে। তারই মধ্যে এমন কথা বলে দিলেন সঞ্জয় মঞ্জরেকর। এতেই শেষ নয়, রোহিত শর্মাকেও প্রমাণ করতে হবে, হার্দিক পান্ডিয়ার থেকে নেতা হিসেবে তিনিই যোগ্য। কী যুক্তি তুলে ধরছেন মঞ্জরেকর?

 

ধীরে ধীরে তরুণ ক্রিকেটাররা জায়গা করে নিচ্ছেন ভারতীয় টিমে। তাঁরাই ভবিষ্যৎ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে সদ্য পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ জিতেছে সূর্যকুমার যাদবেরর ভারত। এই নতুন ক্রিকেটারদের বদলে সিনিয়র কোনও ক্রিকেটারকে খেলাতে হলে তাঁকে প্রমাণ করতে হবে যে, তিনি জুনিয়র ক্রিকেটারের থেকেও যোগ্য। বিরাটের সম্পর্কে মঞ্জরেকর বলছেন, ‘বিরাট কোহলিকেও প্রমাণ করতে হবে এখন টিমে খেলা যে কোনও জুনিয়রের জায়গায় ও সেরা বিকল্প। ঠিক একই রকম ভাবে রোহিত শর্মাকেও প্রমাণ করতে হবে যে, নেতা হিসেবে, ব্যাটার কিংবা অলরাউন্ডার হিসেবে ও হার্দিকের থেকে ভালো। কাল কী ঘটবে, কেউ জানে না। টিম বাছাইয়ের ক্ষেত্রে একটা সোজা ব্যাপার মাথায় রাখতে হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা দল বেছে নিতে হবে।’

 

ওয়ান ডে বিশ্বকাপের পর ভারতীয় টিমের খোলনলচে বদলাতে শুরু করেছে। সিনিয়রদের বদলে জুনিয়রদের দিকে ফোকাস করতে চাইছেন নির্বাচকরা। ভবিষ্যতের দিকে তাকাতে হলে তাই করতে হবে। রোহিত শর্মা, বিরাট কোহলি, মহম্মদ সামিদের বদলে নতুন মুখদেরই প্রাধান্য দিতে হবে। ঠিক যে ভাবে অজিঙ্ক রায়না ও চেতেশ্বর পূজারার বদলে টেস্ট ফর্ম্যাটে সামনে তাকাতে চাইছে বোর্ড। টি-টোয়েন্টির মতো দ্রুত গতির ক্রিকেটে আরও বেশি করে তা করতে হবে, মঞ্জরেকরদের মতো প্রাক্তনরা মনে করছেন। যত দিন যাচ্ছে এই যুক্তিকে আঁকড়ে ধরতে চাইছেন নির্বাচকরাও।

Next Article