Virat Kohli: ‘দলের কাছে মাথা ব্যথা হয়ে উঠেছে বিরাট’, কোহলিকে আক্রমণ এই প্রাক্তন পাক স্পিনারের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 11, 2022 | 10:56 PM

গত তিন বছর ধরে বিরাটের ব্যাটে সেঞ্চুরির খরা চলছে। যার ফলে তাঁকে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে। বিরাটকে নিয়ে রীতিমতো চর্চা চলছে ক্রিকেটমহলে।

Virat Kohli: দলের কাছে মাথা ব্যথা হয়ে উঠেছে বিরাট, কোহলিকে আক্রমণ এই প্রাক্তন পাক স্পিনারের
ফের ব্যর্থ বিরাট কোহলি। ছবি: টুইটার
Image Credit source: Twitter

Follow Us

করাচি: ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) দীর্ঘদিন ফর্মে নেই। নিজের পুরনো ফর্ম হাতড়ে বেড়াচ্ছেন রানমেশিন। কোহলির ফর্মে না থাকার সুযোগ নিয়ে একাধিক ক্রিকেট বিশেষজ্ঞ তাঁকে খোঁচা দিচ্ছেন। কথায় বলে যে, ‘নানা মুনির নানা মত’। কোহলিকে নিয়েও ঠিক একই কাণ্ড চলছে। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন যেমন তাঁকে বিচে গিয়ে বসে থাকার খোঁচা দিচ্ছেন। আবার ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর তাঁকে টেকনিক পরিবর্তন করার পরামর্শ দিচ্ছেন। অন্যদিকে ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী তাঁকে কয়েক মাস ক্রিকেট থেকে বিরতি নেওয়ার কথা বলছেন। তবে বিরাটকে আক্রমণ করার লোকের অভাব নেই। এ বার এক প্রাক্তন পাক স্পিনার তো বলেই দিলেন, বিরাট কোহলি নাকি টিম ইন্ডিয়ার (Team India) কাছে মাথা ব্যথার কারণ হয়ে উঠেছেন। ওই পাক স্পিনারের মতে, কোহলির এখন উচিত দলে তাঁর জায়গাটা ছেড়ে দেওয়া। নয়তো আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আগে তাঁকে স্বমহিমায় ফিরে আসা।

গত তিন বছর ধরে বিরাটের ব্যাটে সেঞ্চুরির খরা চলছে। যার ফলে তাঁকে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে। বিরাটকে নিয়ে রীতিমতো চর্চা চলছে ক্রিকেটমহলে। ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া পঞ্চম টেস্টের দুই ইনিংস মিলিয়ে ৩১ রান করেছেন। এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচে যথাক্রমে কোহলি করেছেন ১ ও ১১। ফলে বিরাটের রানই বলে দিচ্ছে তাঁর হতশ্রী ফর্মের কথা। এই সুযোগে পাকিস্তানের প্রাক্তন পাক স্পিনার দানিশ কানেরিয়া ধুয়ে দিলেন বিরাটকে। নিজের ইউটিউব চ্যানেলে কানেরিয়া বলেন, “এমনকি সিনিয়র প্লেয়াররা আউট হয়ে গেলেও, তরুণ প্লেয়ারদের জন্য ভারত জিতেছে। বিরাট কোহলি এখন দলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই হয় ওকে ওর জায়গা ছেড়ে দিতে হবে অথবা অস্ট্রেলিয়ায় হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে স্বমহিমায় ফিরে আসতে হবে।”

তিনি আরও বলেন, “বিরাট কোহলি কোথায়? আমার মনে হয় ও বক্সে ঢুকে গেছে। সবাই বলছে সে শীঘ্রই রান করবে। কিন্তু আমি বলছি যে ওর আগেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ছেড়ে দেওয়া উচিত ছিল। আইপিএলে আরসিবির হয়ে না খেলে ওর দুই মাসের জন্য বিরতি নেওয়া উচিত ছিল। এখন ভারতীয় দল আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে। এবং বিরাট দলের বোঝা হয়ে দাঁড়িয়েছে। বিশ্বমঞ্চে ভারত কোহলিকে ফর্মে পেলে ভালো পারফর্ম করতে পারে।”

Next Article