করাচি: ওমিক্রন নিয়ে আতঙ্কের মাঝেই নেলসন ম্যান্ডেলার দেশে পৌঁছে গিয়েছে বিরাট কোহলির (Virat Kohli) ভারত (India)। ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্ট (Boxing Day Test) দিয়ে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) ৩ ম্যাচের টেস্ট সিরিজ। দুই দেশের ক্রিকেট বোর্ড মিলে সিদ্ধান্ত নিয়েছে, দর্শকশূন্য স্টেডিয়ামেই হবে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ। করোনার নতুন ভ্যারিয়েন্টের জেরে সিরিজে আগেই কাটছাট হয়েছে। রাবাডাদের বিরুদ্ধে টেস্ট ও ওয়ান ডে সিরিজ খেললেও, করোনার থাবায় পূর্ণাঙ্গ সফর থেকে টি-টোয়েন্টি সিরিজ বাদ দেওয়া হয়েছে। আগামী বছরের কোনও এক সময় হবে টি-টোয়েন্টি সিরিজ।
২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) রয়েছে। তা সত্ত্বেও ভারত, প্রোটিয়াদের বিরুদ্ধে এই মুহূর্তে টি-২০ সিরিজ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সলমন বাট ভারতের এই সিদ্ধান্তের ব্যাপক প্রশংসা করেছেন। নিজের ইউটিউব চ্যানেলে তিনি ভারতীয় ক্রিকেটে অগ্রাধিকার কিসের রয়েছে, সে ব্যাপারে বলেন।
তিনি বলেন, “অবশ্যই এই সিদ্ধান্তের পিছনে ভারতীয় ক্রিকেটের অগ্রাধিকারের ব্যাপারটি জড়িয়ে রয়েছে। হ্যাঁ এটা সত্যি ২০২২ বিশ্বকাপের আগে, তারা পরের বছর আইপিএলে প্রচুর ক্রিকেট খেলতে পারবে। এমনটাও হতে পারে যে, ওরা বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার পৌঁছে সেখানে (একটি সিরিজ) খেলবে। অতীতেও তারা এমনটা করেছে। ওরা এটার ব্যবস্থা করতেই পারে। এ ছাড়া অন্য কারণও হতে পারে। তবে একটা বিষয় নিশ্চিত, যে ওদের কাছে ওয়ান ডে ও টেস্টের অগ্রাধিকার রয়েছে।”
এ ছাড়াও বাট এর আগে নিজের এক ভিডিওতে জানিয়েছিলেন, ভারত কেন টেস্ট ক্রিকেটে একটা সফল দল। তিনি বলেন, “ভারত এটার জন্য তৈরি। যদি দেখেন, ভারতের ‘এ’ দলগুলো ইংল্যান্ড, অস্ট্রেলিয়ায় যায়। এবং এখন তারা দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে।” তিনি আরও বলেন, “আমি এই বিষয়ে একটি উদাহরণ দেব। মহম্মদ সিরাজের প্রথম-শ্রেণীর ম্যাচগুলির একটি অনুপাত দেখলে নজরে পড়বে, ভারতের বাইরেই সেগুলি বেশি ছিল। যেখানে তিনি চার দিনের খেলায় অংশও নিয়েছিলেন। অন্য দেশগুলো তা করছে না। তারা ভারতের মতো চার দিনের ক্রিকেটে তাদের ‘এ’ দল পাঠাচ্ছে না। আগে দেখা যেত অস্ট্রেলিয়া ‘এ’ পাকিস্তানে আসছে, এমনকি শ্রীলঙ্কা ‘এ’ বা দক্ষিণ আফ্রিকা ‘এ’ও এখানে আসত।”
আরও পড়ুন: India Tour Of South Africa: দর্শকশূন্য গ্যালারিতেই হবে ভারত-দঃ আফ্রিকা সিরিজ