Bismah Maroof: এশিয়ান গেমসে পাকিস্তান পাবে না ‘সুপারমম’ বিসমা মারুফকে

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 26, 2023 | 8:30 AM

Asian Games 2023: এ বারের এশিয়ান গেমসে ফিরেছে ক্রিকেট। ভারত এই প্রথম বার এশিয়ান গেমসে ক্রিকেট খেলবে।

Bismah Maroof: এশিয়ান গেমসে পাকিস্তান পাবে না সুপারমম বিসমা মারুফকে
Bismah Maroof: এশিয়ান গেমসে পাকিস্তান পাবে না 'সুপারমম' বিসমা মারুফকে
Image Credit source: Twitter

Follow Us

করাচি: ১৯তম এশিয়ান গেমসের (Asian Games 2023) মঞ্চে ক্রিকেটে ভারত-পাকিস্তান লড়াই দেখা যেতে পারে। এশিয়ান গেমসে ভারত এই প্রথম বার খেললেও, পাকিস্তানের জন্য এই মঞ্চ নতুন নয়। ২০১০ সালে এবং ২০১৪ সালে এশিয়ান গেমসে ক্রিকেট ছিল। এই ২ বার এশিয়ান গেমসে সোনা জিতেছিল পাকিস্তান। এ বারও কি পাক শিবিরে আসবে সোনা? এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাক ক্রিকেট বোর্ড (PCB)। অবাক করার মতো হলেও সেই স্কোয়াডে নাম নেই প্রাক্তন পাক অধিনায়ক বিসমা মারুফের (Bismah Maroof)। অনেকেই যা দেখে চমকে গিয়েছেন। কিন্তু কেন এশিয়ান গেমসে খেলবেন না ‘সুপারমম’ বিসমা মারুফ? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর প্রতিবেদনে।

সদ্য ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ১৮ বছর বয়সী আয়েসা নাসিম। তার উপর বিসমা মারুফও নেই এ বারের এশিয়ান গেমসে। ফলে তা পাক ক্রিকেট দলের কাছে জোড়া ধাক্কা। আয়েসাকা পাওয়া যাবে না কারণ, তিনি ধর্মীয় কারণ দেখিয়ে অবসর নিয়েছেন। কিন্তু বিসমা মারুফকে কেন ১৯তম এশিয়ান গেমসে খেলতে দেখা যাবে না? আসলে এ বারের এশিয়ান গেমসের গেমস ভিলেজে অ্যাথলিটদের সন্তানদের নিয়ে যাওয়ার অনুমতি নেই। তাই বিসমাও তাঁর কন্যাকে গেমস ভিলেজে নিয়ে থাকতে পারবেন না। তাই একরত্তি মেয়ের সঙ্গে থাকার জন্য বিসমা এশিয়ান গেমসে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

পাক ক্রিকেট টিমের প্রধান তানিয়া মালিক বলেন, ‘বিসমা মারুফকে এ বারের এশিয়ান গেমসে পাওয়া যাবে না। গেমস ভিলেজে অ্যাথলিটদের সন্তানদের নিয়ে থাকার অনুমতি নেই। যে কারণে, বিসমাকে আমরা পাব না।’ ২০২১ সালে মা হয়েছিলেন বিসমা। তাঁর মেয়ের নাম ফাতিমা।

এর আগে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের সময়ও গেমস ভিলেজে মেয়েকে নিয়ে ঢোকার অনুমতি প্রথমে পাননি বিসমা। সেই সময় বিষয়টি নিয়ে জলঘোলা হওয়ায় গেমস কর্তৃপক্ষ তাঁকে মেয়েকে নিয়ে গেমস ভিলেজে থাকার অনুমতি দেয়। উল্লেখ্য, এর আগে ২০২২ সালে মেয়েদের বিশ্বকাপের সময় বিসমা সর্বক্ষণ মেয়ে ফাতিমাকে সঙ্গে রেখেছিলেন। সেই সময় অবশ্য তাঁর কোনও সমস্যা হয়নি।

প্রসঙ্গত, ১৯তম এশিয়ান গেমসে পাক মহিলা ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন নিদা দার। এক ঝলকে দেখে নিন এশিয়ান গেমসের জন্য পাকিস্তানের মহিলা স্কোয়াড: নিদা দার (অধিনায়ক), আলিয়া রিয়াজ, আনুশা নাসির, ডায়না বেগ, ফাতিমা সানা, মুনিবা আলি, নাজিহা আলভি, নাশরা সান্ধু, নাতালিয়া পারভেজ, ওমাইমা সোহেল, সাদাফ শামস, শাওয়াল জুলফিকার, সিদরা আমিন, সৈয়দা আরুব শাহ, উম্মে হানি।

 

Next Article