ICC ODI World Cup: ‘বিরাট স্বার্থপরের মতো খেলেছে’, কে বলছেন এমন কথা?

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Nov 06, 2023 | 4:51 PM

Mohammad Hafeez on Virat Kohli: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যেন শতরানের লক্ষ্য পূরণের লক্ষ্যেই নেমেছিলেন কিং কোহলি। ঠান্ডা মাথায় শতরান করে, লক্ষ্যে অবিচল থাকেন। ১২১ বলে সেঞ্চুরি আসে বিরাটের ব্যাটে। বিরাটের এই পারফরম্যান্সের পর তাঁকে স্বার্থপর বলে দাগিয়েছেন মহম্মদ হাফিজ। তাঁর মতে, দলের জন্য নয়, বিরাট ব্যক্তিগত রেকর্ড ছোঁয়ার জন্যই এভাবে খেলেছেন।

ICC ODI World Cup: বিরাট স্বার্থপরের মতো খেলেছে, কে বলছেন এমন কথা?
মহম্নদ হাফিজ ও বিরাট কোহলি

Follow Us

কলকাতা: ৩৫ তম জন্মদিনটাকে স্মরণীয় করে রেখেছেন বিরাট কোহলি (Virat Kohli)। ইডেনের মাটিতে ওডিআই ফরম্যাটে ৪৯ তম শতরান করে ছুঁয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar)। ১২১ বলে ১০১ রান করে দলকে এগিয়ে দেন তিনি। এরপর কোহলির গড়ে দেওয়া মঞ্চে ৫ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় ভারত। টিম ইন্ডিয়ার এই জয়ের পর যখন, দিকে-দিকে বিরাট বন্দনায় মেতেছেন সকলে, তার মাঝেই প্রাক্তন পাক ক্রিকেটারের গলায় শোনা গেল অন্য সুর। বিরাটকে স্বার্থপর বলছেন মহম্মদ হাফিজ। কিন্তু কেন? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যেন শতরানের লক্ষ্য পূরণের লক্ষ্যেই নেমেছিলেন কিং কোহলি। ঠান্ডা মাথায় শতরান করে, লক্ষ্যে অবিচল থাকেন। ১২১ বলে সেঞ্চুরি আসে বিরাটের ব্যাটে। বিরাটের এই পারফরম্যান্সের পর তাঁকে স্বার্থপর বলে দাগিয়েছেন মহম্মদ হাফিজ। তাঁর মতে, দলের জন্য নয়, বিরাট ব্যক্তিগত রেকর্ড ছোঁয়ার জন্যই এভাবে খেলেছেন। ভারতের এই জয়ের পর এক পাক সংবাদমাধ্যমে হাফিজ বলেন, “বিরাটের পারফরম্যান্সে স্বার্থপরতার ছবি স্পষ্ট। এটা নতুন নয়, এই নিয়ে চলতি বিশ্বকাপে এটা তিনবার হল। ৪৯ তম ওভারেও সিঙ্গল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করতে চেয়েছে। দলের জন্য নয়,ব্যক্তিগত সাফল্যে জোর দিয়েছে বিরাট।”

এই ব্যাপারে অবশ্য় রোহিতের প্রশংসা করছেন হাফিজ। তাঁর কথায়, “রোহিত শর্মার পারফরম্য়ান্স দেখলেই বুঝবেন যে ও নিজের জন্য নয়, বরং দলের হয়ে খেলেছে। প্রথম ছয় ওভারে ওর পারফরম্যান্স দেখলেই তা বোঝা যাবে। ও জানত যে পরের দিকে পিচ কঠিন হয়ে যাবে, তাই নতুন বলকে যতটা কাজে লাগানো যায় সেই চেষ্টাই করেছে রোহিত।” প্রাক্তন ক্রিকেটারের মতে, রোহিতও চাইলে বিরাটের মতো স্বার্থপর ক্রিকেট খেলতে পারতো কিন্তু তা না করে ও বরাবরের মতো দলকেই প্রাধান্য দিয়েছে। হাফিজের এই বক্তব্যকে অবশ্য মানছেন না ওয়াহাব রিয়াজ। তাঁর মতে, এভাবে তুলনা করলে চলবে না। বিরাটের ভূমিকা ছিল ক্রিজে টিকে থেকে সতীর্থদের শট খেলার সুযোগ করে দেওয়া।

Next Article