কলকাতা: মানকাডিং আউট নিয়ে অতীতে প্রচুর জলঘোলা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আইপিএল সব জায়গাতেই বোলাররা কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। গতবছর থেকে মানকাডিংয়ের জন্য বোলারদের ‘ভিলেন’ ঠাওরানোর পথ বন্ধ করে দিয়েছে আইসিসি। মানকাডিংকে বৈধ ঘোষণা করে ‘নন স্ট্রাইকার রান-আউট’ (Run-out at Non-Striker End) নাম দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। অর্থাৎ, বল রিলিজের আগেই যদি নন স্ট্রাইকার প্রান্তের ব্যাটার ক্রিজ ছেড়ে বেরিয়ে যান তাহলে বোলার আউট করতেই পারেন। এটিকে রান আউট বলে ধরা হবে। তাই বোলারের স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে প্রশ্ন তোলার কোনও জায়গা নেই। অসতর্ক হলেই নন-স্ট্রাইকার প্রান্তের ব্যাটার আউট হতে পারেন। কিন্তু আইসিসি যতই নিয়ম আনুক, অনেকেই এমন আউটের বিরোধী। তার উদাহরণ মিলল সম্প্রতি। নন স্ট্রাইক এন্ডে দাঁড়ানো এক ব্যাটার আউট হয়ে রেগে খাপ্পা হয়ে যান। মাঠ ছাড়ার আগে ব্যাট, গ্লাভস ছুঁড়ে প্রতিবাদ জানিয়ে যান। ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিস্তারিত TV9 Bangla-য়।
ঘটনাটি অস্ট্রেলিয়ার ঘরোয়া ম্যাচের। নিউ নরফোক এবং ক্লেয়ারমন্টের মধ্যে ম্যাচ ছিল। যেখানে নরফোকের বোলার হ্যারি বুথ বিপক্ষের ব্যাটার জ্যারড কায়েকে নন-স্ট্রাইকে রান আউট করেন। আম্পায়ারও আঙুল তোলেন। এভাবে আউট হওয়াটা একেবারেই মেনে নিতে পারেননি জ্যারড। রেগে লাল হয়ে যান। প্যাভিলিয়নের দিকে যাওয়ার সময় টস করার ভঙ্গিতে ব্যাট মাটিতে আছড়ে ফেলেন। জ্যারডের ক্ষোভ থেকে রক্ষা পায়নি গ্লাভস ও হেলমেটও। সব মাঠে ছুঁড়ে দিয়ে বোলার ও আম্পায়ারের দিকে পিছন ঘুরে ক্ষোভ উগরাতে উগরাতে সাজঘরের দিকে যেতে দেখা যায় তাঁকে।
A Tasmanian cricketer was NOT happy after getting out via a Mankad and launched his bat, helmet and gloves into the air! ?? pic.twitter.com/y64z4kwpE3
— Fox Cricket (@FoxCricket) March 28, 2023
একটা সময় নন-স্ট্রাইকার ব্যাটারকে আউট করা ক্রিকেটীয় নীতির বিরুদ্ধ বলে ধরা হত। বর্তমানে আকছারই দেখা যায়। এমনকী আইসিসি মানকাডিংকে রান আউটের মর্যাদা দেওয়ার পরও লর্ডসে ঝুলন গোস্বামীর শেষ সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে নন-স্ট্রাইকার ব্যাটারকে আউট করে ব্যপক সমালোচনার মুখে পড়েন দীপ্তি। তাবড় তাবড় ক্রিকেটাররা এর সমালোচনা করেন। এতেই বোঝা গিয়েছিল, বিষয়টি সব ক্রিকেটাররা ভালো চোখে দেখছেন না।