Asia Cup: ভারত-পাক ম্যাচ নিয়ে ‘তারা সিংয়ে’র বিশেষ বার্তা

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 19, 2023 | 7:59 PM

Asia Cup 2023, India vs Pakistan: ওয়ান ডে ফরম্যাটে অবশ্য দীর্ঘ সময় সাক্ষাৎ হয়নি দু-দলের। এ বার ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। সে কারণেই এশিয়া কাপও হচ্ছে ৫০ ওভারের ফরম্যাটে।

Asia Cup: ভারত-পাক ম্যাচ নিয়ে তারা সিংয়ের বিশেষ বার্তা
Image Credit source: Screengrab

Follow Us

আর কিছু দিনের অপেক্ষা। এ মাসের শেষে শুরু হচ্ছে এশিয়া কাপ। টুর্নামেন্টের স্পেশাল ম্যাচের অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। ২ সেপ্টেম্বর হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ। যে খেলাই হোক বা টুর্নামেন্ট। ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বাড়তি উন্মাদনা থাকবে সেটাই প্রত্যাশিত। আর এই ম্যাচ নিয়ে সব দিক থেকেই বিশেষ প্রস্তুতি থাকে। এশিয়া কাপের সম্প্রচারকারী চ্যানেলেও মুখিয়ে এই ম্যাচের জন্য। শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়ামে হবে হাইভোল্টেজ এই ভারত-পাকিস্তান ম্যাচ। তার আগে বিশেষ প্রোমো প্রকাশ সম্প্রচারকারী চ্যানেলের। যেখানে বিশেষ বার্তা দিয়েছেন গদর সিনেমার তারা সিং অর্থাৎ সানি দেওল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছে অস্ট্রেলিয়ায়। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মহাকাব্যিক একটা ম্যাচ দেখেছে ক্রিকেট বিশ্ব। ম্যাচটা জেতার ব্যাপারে অ্যাডভান্টেজ ছিল পাকিস্তান। এরপরই বিরাট কোহলি-হার্দিক পান্ডিয়ার সেই পার্টনারশিপ। বিরাট কোহলির আরও একটা চোখ ধাঁধানো ইনিংসে শেষ অবধি রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় ভারত।

ওয়ান ডে ফরম্যাটে অবশ্য দীর্ঘ সময় সাক্ষাৎ হয়নি দু-দলের। এ বার ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। সে কারণেই এশিয়া কাপও হচ্ছে ৫০ ওভারের ফরম্যাটে। শেষ বার ২০১৯ সালে ইংল্যান্ড বিশ্বকাপে এই ফরম্যাটে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সে কারণেই ২ সেপ্টেম্বরের অপেক্ষা আরও বেশি। এরপর ওয়ান ডে বিশ্বকাপে ১৪ অক্টোবরও রয়েছে ভারত-পাক মহারণ।

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে একটি প্রোমো প্রকাশ করেছে সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টস। বলিউডের জনপ্রিয় সিনেমা ‘গদর-এক প্রেম কথা’য় মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সানি দেওল। এই প্রোমোতে গদরের ‘তারা সিং’ ভারত-পাক ম্যাচ নিয়ে বার্তা দিয়েছেন পুরো জোশের সঙ্গে।

Next Article