Bangla NewsSportsCricket news Gautam Gambhir asked Virat Kohli about his future plans before ICC Champions Trophy 2025 as per Report
Virat Kohli: এক সেঞ্চুরিতে ঘুরল খেলা! চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিরাটের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চেয়েছিলেন গম্ভীর, আর এখন…
পাকিস্তানের বিরুদ্ধে কোহলি সেঞ্চুরি করার পর মাঠ ছাড়েন যখন, সেই সময় গম্ভীর হাসিমুখে তাঁকে জড়িয়ে ধরেন। কে বলবে, এই গম্ভীরই কিনা এক মাস আগে বিরাটের কাছে ভবিষ্যৎ পরিকল্পনা কী জানতে চেয়েছিলেন।
সেঞ্চুরিতে ঘুরল খেলা! CT-র মাঝে বিরাটের ভবিষ্যৎ পরিকল্পনার খোঁজ গৌতমেরImage Credit source: X
দুবাই: কিং কোহলি সেঞ্চুরি করার পর ভারতীয় টিমের প্রত্যেকে সেলিব্রেশন মুডে চলে গিয়েছিল। টিমের হেড কোচ গৌতম গম্ভীরের সঙ্গে বিরাট কোহলির অতীতে বনিবনা প্রায় হত না। গত এক বছর ধরে, আরও ভালো করে বললে, গৌতম ভারতের হেড কোচ হওয়ার পর বিরাটের সঙ্গে সম্পর্ক খানিক শীতল হতে শুরু করে। পরবর্তীতে বিরাটকে নিয়ে নানা ভালো কথা শোনা গিয়েছে গম্ভীরের মুখে। পাকিস্তানের বিরুদ্ধে কোহলি সেঞ্চুরি করার পর মাঠ ছাড়েন যখন, সেই সময় গম্ভীর হাসিমুখে তাঁকে জড়িয়ে ধরেন। কে বলবে, এই গম্ভীরই কিনা এক মাস আগে বিরাটের কাছে ভবিষ্যৎ পরিকল্পনা কী জানতে চেয়েছিলেন।
CricBlogger এর রিপোর্ট অনুযায়ী, বিরাট কোহলি দুবাইতে সেঞ্চুরি করার পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গৌতম গম্ভীরের এক কথা। অস্ট্রেলিয়া সফরে ভরাডুবির পর বিরাট কোহলিকে ভবিষ্যৎ পরিকল্পনা কথা পরিষ্কার জানাতে বলেছিলেন নির্বাচক প্রধান অজিত আগরকর এবং গৌতম গম্ভীর। শুধু বিরাটকেই নয়, জানা গিয়েছিল ভারত অধিনায়ক রোহিত শর্মাকেও তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা জানানোর কথা বলেছিলেন অজিত-গৌতমরা।
বিরাট-রোহিতরা যে এখনও ফুরিয়ে যাননি, তা তাঁদের পারফরম্যান্স বলে দিচ্ছে। বিরাট তো মাঠে নামলেই রেকর্ড গড়ে ফেলছেন। যেমন- ভারত-পাক ম্যাচের দিন করলেন। ভারতের সবচেয়ে দ্রুত এবং ক্রিকেট বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে ওডিআইতে ১৪ হাজার রানের রেকর্ড গড়েছেন বিরাট। এখানেই শেষ নয়। ভারতের হয়ে ওডিআইতে ১৪ হাজার রানের বেশি এখন করে ফেলেছেন বিরাট। সঙ্গে রয়েছে ওডিআইতে ভারতের হয়ে সর্বাধিক ক্যাচের রেকর্ড। এ ছাড়া তিন ফর্ম্যাটে সবচেয়ে বেশি রান করার তালিকায় রিকি পন্টিংকে ছাপিয়ে গিয়েছেন বিরাট। আন্তর্জাতিক ক্রিকেটর ৬১৪টি ইনিংসে বিরাটের ঝুলিতে এসেছে ২৭,৫০৩ রান।