অনেক মিল। প্রথমত, দু-জনেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন। আবার দু-জনই নাইট রাইডার্সের কোচ এবং মেন্টরের ভূমিকায় ছিলেন। কেকেআরে কোচিং করানোর মাঝপথেই ইংল্য়ান্ড ক্রিকেট বোর্ডের প্রস্তাব পেয়েছিলেন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ব্রেন্ডন ম্যাকালাম। শুধুমাত্র টেস্ট দলের কোচ করা হয়েছিল তাঁকে। এ বার তিন ফরম্যাটেই দায়িত্বে ব্রেন্ডন ম্য়াকালাম। ইডেনে প্রথম টি-টোয়েন্টির আগে গৌতম গম্ভীরকে নিয়ে কী বলছেন?
দু-জনের কেরিয়ারের টার্নিং পয়েন্টই যেন কলকাতা। আইপিএলে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে মেন্টর হিসেবে ট্রফি জেতার পরই ভারতীয় দলের কোচ হয়েছেন গৌতম গম্ভীর। যদিও জাতীয় দলের কোচ হিসেবে তাঁর সময়টা ভালো যাচ্ছে না। প্রথম অ্যাসাইনমেন্ট শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি সিরিজ জিতেছিলেন গম্ভীর। ওয়ান ডে সিরিজে হার। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে জিতলেও নিউজিল্যান্ডের কাছে ক্লিনসুইপ। বর্ডার-গাভাসকর ট্রফিতেও হার। সামনে টানা ক্রিকেট।
ইডেনে এ দিনই অনুশীলনে নেমেছিল ইংল্য়ান্ড। হেড কোচ ব্রেন্ডন ম্যাকালাম সাংবাদিক সম্মেলনে ছিলেন। ভারতের হেড কোচ গৌতম গম্ভীর প্রসঙ্গে বলেন, ‘ওর সঙ্গে আমি অতীতে কাজ করেছি। ও একজন দুর্দান্ত নেতা। স্ট্রং লিডার। সবক্ষেত্রেই সাফল্য পেয়েছে, নিজেকে ছাপিয়ে গিয়েছে।’ ম্যাকালাম আরও যোগ করেন, ‘এই টিমের সঙ্গে এখনও অবধি সেই সাফল্য পায়নি। সেটা শুধু সময়ের অপেক্ষা। আমার কোনও সন্দেহ নেই ওকে নিয়ে। সত্যি বলতে গম্ভীরের টিমের বিরুদ্ধে ভালো পারফর্ম করার রাস্তা খুঁজে বের করতে হবে আমাদের।’