Sourav Ganguly on Virat Kohli: ‘বিরাট? চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভাবছিই না’, বলছেন সৌরভ গঙ্গোপাধ্যায়
India vs England T20I, Eden Gardens: অস্ট্রেলিয়ায় পারথ টেস্টে সেঞ্চুরি করেছিলেন। যদিও বাকি ম্যাচগুলোতে হতাশ করেন বিরাট কোহলি। বর্ডার-গাভাসকর ট্রফি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ইংল্যান্ড সফর, বিরাটকে নিয়ে নানা মন্তব্য দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের।
ভারতীয় দলের এ বছরের প্রথম হোম সিরিজ। ইডেনে মহারণের অপেক্ষা। দু-দলই প্রস্তুতি শুরু করে দিয়েছে। আন্তর্জাতি টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছেন বিরাট-রোহিতরা। তবে ইংল্য়ান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে দেখা যাবে বিরাট কোহলিকে। অস্ট্রেলিয়ায় পারথ টেস্টে সেঞ্চুরি করেছিলেন। যদিও বাকি ম্যাচগুলোতে হতাশ করেন বিরাট কোহলি। বর্ডার-গাভাসকর ট্রফি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ইংল্যান্ড সফর, বিরাটকে নিয়ে নানা মন্তব্য দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের।
ইডেন গার্ডেন্সে একটি টক শো-তে ঝুলন, মিতালি, সৌরভরা ছিলেন। বিরাটকে নিয়ে সৌরভ বলেন, ‘অস্ট্রেলিয়ায় বিরাট কোহলিকে দেখে আমি সারপ্রাইজ হয়েছি। পারথে সেঞ্চুরির পরও যে ভাবে পরের টেস্টগুলো ব্যর্থ হল। তাতে আমি হতাশই হয়েছি। যে কোনও সেরা ব্যাটসম্যানকেই প্রতিপক্ষ বোলাররা টার্গেট করবেই। অস্ট্রেলিয়ায় যে বিরাটকে টার্গেট করা হবে, আগেই জানতাম। আল্টিমেটলি সেটাই হয়েছে। সার্বিক ভাবে ও অস্ট্রেলিয়া সিরিজে কিছু করতে পারেনি। ওর মতো ব্যাটারের থেকে বড় রানের প্রত্যাশা থাকবে, এটাই তো স্বাভাবিক।’
ঘরের মাঠে ইংল্যান্ড এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি এবং আইপিএল। ভারতের পরবর্তী টেস্ট অ্যাসাইনমেন্ট ইংল্যান্ড সফর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন পর্ব শুরু করবে ভারত। আগামী ইংল্যান্ড সফর নিয়েও মুখ খুললেন সৌরভ। প্রসঙ্গ সেই বিরাট কোহলি। সৌরভ আরও যোগ করেন, ‘ইংল্যান্ডের মাটিতে ওর কাছে চ্যালেঞ্জের সিরিজ। যে কোনও বড় ব্যাটারই চ্যালেঞ্জ অ্যাক্সেপ্ট করে এবং ফিরে আসে। বিরাটকেও এই চ্যালেঞ্জটা নিতে হবে।’
এই খবরটিও পড়ুন
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হবে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজেই। চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বিরাট প্রসঙ্গে সৌরভ বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আমি ভাবছিই না। এই ফরম্যাটই বিরাট কোহলির জন্য। যে ব্য়াটার সব ফরম্যাটে ৮০ টার বেশি সেঞ্চুরি করে এবং এই ফরম্যাটে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে, ওয়ান ডে ফরম্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ও সাফল্য পাবে, এই প্রত্য়াশা তো থাকবেই। সুতরাং, আমি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভাবছি না। একই সঙ্গে আগে থেকেই বলে রাখছি, চ্য়াম্পিয়ন্স ট্রফি জেতার প্রবল সম্ভাবনা রয়েছে ভারতের।’