ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। ইংল্যান্ড টিমের হেড কোচ ব্রেন্ডন ম্য়াকালাম। দু-জনের নানা মিল রয়েছে। তাঁদের কাছে ইডেন গার্ডেন্স অন্যতম প্রিয় জায়গা। বর্তমানে দুই প্রতিপক্ষ একসময় একসঙ্গে খেলেছেন কলকাতা নাইট রাইডার্সে। ২০১২ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কথাই ধরা যাক। প্রথম বার আইপিএল জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। ক্যাপ্টেন গৌতম গম্ভীর। সেই টিমে ছিলেন ব্রেন্ডন ম্যাকালামও। ইডেনে ইংল্য়ান্ড ইনিংসের সময় ড্রিঙ্কস ব্রেকে দুই কোচই মাঠে। আর ম্যাকালামকে দেখেই দৌড়ে গেলেন গৌতম গম্ভীর।
কলকাতার সঙ্গে গৌতম গম্ভীর এবং ব্রেন্ডন ম্যাকালামের নানা মিল। গৌতম গম্ভীর আইপিএলে ক্যাপ্টেন হিসেবে দুটো ট্রফি জিতেছেন কলকাতা ফ্র্যাঞ্চাইজির হয়েই। তেমনই গত মরসুমে কেকেআরের মেন্টর হিসেবে ফিরেছিলেন গম্ভীর। ট্রফিও জেতে নাইটরা। এরপরই জাতীয় দলের কোচ হন গৌতম গম্ভীর। একই ভাবে ব্রেন্ডন ম্যাকালামও একটা সময় কলকাতাকে কোচিং করিয়েছেন। তার সৌজন্যেই ইংল্য়ান্ড কোচের প্রস্তাব পান।
ইডেন গার্ডেন্সে দু-জনই প্রতিপক্ষ কোচ। গম্ভীরের অবশ্য সময়টা ভালো যাচ্ছে না। ম্যাচের আগে তাঁর হয়ে ব্য়াট ধরেছিলেন ম্যাকালাম। সাংবাদিক সম্মেলনে গম্ভীরকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন। এ দিন দুই কোচই যখন মাঠে এমন দৃশ্য আশা করাই হচ্ছিল। ব্রেন্ডন ম্যাকালামকে দেখেই দৌড়ে যান গৌতম গম্ভীর। এগিয়ে আসেন কেকেআরের প্রাক্তন সতীর্থ ম্যাকালামও। প্রাক্তন ক্যাপ্টেন গৌতমের সঙ্গে আলিঙ্গন করেন ম্যাকালাম।