IPL 2024, KKR: চ্যাম্পিয়ন ক্যাপ্টেন গৌতম গম্ভীরকে KKR-এ ফেরাতে শাহরুখের ব্ল্যাঙ্ক চেক!

Mar 16, 2024 | 6:05 PM

Kolkata Knight Riders: অনেক কিছু মূল্য দিয়েও পাওয়া যায় না। কোনও টুর্নামেন্টে ট্রফি জেতাও তাই। ভালো টিম যেমন চাই, তেমনই চাই ধারাবাহিক ভালো পারফরম্যান্সও। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তারকা সমৃদ্ধ দল তৈরি করেও কোনওদিন আইপিএল জিততে পারেনি। আবার কলকাতার ক্ষেত্রে বিষয়টা অন্য। গৌতম গম্ভীর যাওয়ার পর থেকে আর ট্রফি জেতেনি। এ বার মেন্টর হিসেবে কেকেআরে ফিরেছেন গৌতম গম্ভীর। তাঁকে ফেরাতে কোনও চেষ্টাই বাদ রাখেননি টিমের কর্ণধার কিং খান!

IPL 2024, KKR: চ্যাম্পিয়ন ক্যাপ্টেন গৌতম গম্ভীরকে KKR-এ ফেরাতে শাহরুখের ব্ল্যাঙ্ক চেক!
Image Credit source: KKR X

Follow Us

কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের অনেকের মনেই একটা বিশ্বাস রয়েছে। অন্ধবিশ্বাসও হতে পারে। কিন্তু পরিস্থিতিটা মিথ্যে নয়। কলকাতা নাইট রাইডার্স দু-বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর। এরপর থেকে আর ট্রফি জেতেনি কেকেআর। গম্ভীর টিম ছাড়তেই ট্রফির সঙ্গেও যেন সম্পর্ক শেষ। এরপর প্লে-অফ এবং ফাইনাল অবধি উঠলেও ট্রফি আসেনি। ‘লাক’ ফেরাতে ব্ল্য়াঙ্ক চেক কিং খানের! বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

অনেক কিছু মূল্য দিয়েও পাওয়া যায় না। কোনও টুর্নামেন্টে ট্রফি জেতাও তাই। ভালো টিম যেমন চাই, তেমনই চাই ধারাবাহিক ভালো পারফরম্যান্সও। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তারকা সমৃদ্ধ দল তৈরি করেও কোনওদিন আইপিএল জিততে পারেনি। আবার কলকাতার ক্ষেত্রে বিষয়টা অন্য। গৌতম গম্ভীর যাওয়ার পর থেকে আর ট্রফি জেতেনি। এ বার মেন্টর হিসেবে কেকেআরে ফিরেছেন গৌতম গম্ভীর। তাঁকে ফেরাতে কোনও চেষ্টাই বাদ রাখেননি টিমের কর্ণধার কিং খান!

নানা রিপোর্ট বলছে, গৌতম গম্ভীরকে ‘ঘরে ফেরাতে’ ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন কিং খান। গম্ভীরের বেতন কত হওয়া উচিত, শাহরুখ নিজে সেই বিচারে যাননি। বরং এই কাজটা নাকি তাঁর উপরেই ছেড়ে দিয়েছেন। গম্ভীর কেকেআরে মেন্টর হিসেবে ফিরতেই মানসিকতা অনেকটা বদলে গিয়েছে। ইডেনে প্রথম প্রস্তুতিতেই পেপটক দিয়েছেন। এ বার টিমের ভাগ্য বদলের পালা। ২২ মার্চ শুরু হচ্ছে এ বারের আইপিএল। প্রতিযোগিতার দ্বিতীয় দিন অর্থাৎ ২৩ মার্চই অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। গম্ভীরের ছোঁয়ায় তৃতীয় ট্রফির অপেক্ষায় কেকেআর সমর্থকরা।

Next Article