Gautam Gambhir: ফাঁপরে পড়তে চলেছে LSG! চব্বিশের আইপিএলে হয়তো থাকবেন না গৌতম গম্ভীর

IPL 2024: ২০২৪ সালের আইপিএলে লখনউ সুপার জায়ান্টস টিমের সঙ্গে হয়তো থাকবেন না দলের মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir)।

Gautam Gambhir: ফাঁপরে পড়তে চলেছে LSG! চব্বিশের আইপিএলে হয়তো থাকবেন না গৌতম গম্ভীর
Gautam Gambhir: ফাঁপরে পড়তে চলেছে LSG! চব্বিশের আইপিএলে হয়তো থাকবেন না গৌতম গম্ভীর Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 20, 2023 | 1:38 PM

নয়াদিল্লি: দিন দুয়েক আগেই শোনা গিয়েছিল, কেকেআরকে জোড়া ট্রফি জেতানো গৌতম গম্ভীর (Gautam Gambhir) লখনউ সুপার জায়ান্টস (LSG) ছাড়ার পথে। এক হিন্দি ডেইলি দৈনিক জাগরণের প্রতিবেদনে তেমনটাই দাবি করা হয়েছিল। আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লখনউয়ের মেন্টর গৌতম। জানা গিয়েছিল, এমএসকে প্রসাদ দলে যোগ দেওয়ায় লখনউ থেকে বিদায় নেবেন গৌতম। যদিও এই খবরে সিলমোহর পড়েনি। এরই মাঝে হঠাৎ কাহানি মে নয়া টুইস্ট… যা পরিস্থিতি, তাতে আইপিএলের (IPL) আগামী মরসুমে লখনউ তো নয়, কোনও টিমের ডাগআউটেই নাও দেখা যেতে পারে গৌতম গম্ভীরকে। কিন্তু কেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

লখনউ সুপার জায়ান্টসে মেন্টরের পদে নিজের দায়িত্ব ভালোভাবেই পালন করেছেন গৌতম গম্ভীর। কিন্তু ২০২৩ এর আইপিএল শেষ হওয়ার পর থেকেই মাঝে মাঝে গৌতমের লখনউ ছাড়ার খবর শোনা গিয়েছিল। মাঝে রটেছিল, গৌতম ফিরতে চলেছেন কলকাতা নাইট রাইডার্সে। তবে আপাতত জানা গিয়েছে, ২০২৪ সালে লখনউয়ের দায়িত্বে তিনি না-ও থাকতে পারেন। যদিও অন্য কোনও টিমে যে তিনি যোগ দেবেন, তেমন খবর নেই। আসলে, ২০২৪ সালে লোকসভা নির্বাচন রয়েছে। গৌতম বিজেপি সাংসদ। তাই তিনি ২০২৪ সালে লোকসভা নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবেন। ফলে আইপিএল টিম লখনউকে সময় দেওয়ার সুযোগ পাবেন না তিনি। তাই, আগামী মরসুমের আইপিএলে গৌতিকে ডাগআউটে বসে টিমের জন্য গলা ফাঁটাতে না-ও দেখা যেতে পারে।

গৌতম গম্ভীর পূর্ব দিল্লির সাংসদ। ২০১৯ সালের নির্বাচনে তিনি জিতেছিলেন। জানা গিয়েছে, এ বার ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় রাজনৈতিক কর্মকাণ্ডে সময় দেওয়ার জন্য তিনি আইপিএল থেকে বিরতি নিতে চলেছেন। এক সূত্রের খবর অনুযায়ী, ‘২০২৪ সালে লোকসভা নির্বাচন রয়েছে। তাই আইপিএল থেকে বিরতি নিয়ে গৌতম গম্ভীর রাজনৈতিক কর্মকাণ্ডে যোগ দেবেন। তিনি লখনউ সুপার জায়ান্টস ছাড়ছেন না। এবং কোনও অন্য ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিচ্ছেন না। তিনি যেহেতু দিল্লিতে বিজেপির প্রচারের বড় মুখ, তাই তিনি নির্বাচনের জন্য নানা প্রচারমূলক কাজে যোগ দেবেন।’

২০২৪ সালের লোকসভা নির্বাচন হওয়ার কথা এপ্রিল-মে। যে কারণে, ২০২৪ সালের আইপিএল ভারতে না-ও হতে পারে। যেমন ২০১৪ সালে নির্বাচনের জন্য আইপিএল ভারতের জায়গায় অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতে।