Glenn Maxwell: যতদিন হাঁটতে পারব, খেলব… আইপিএলকে বিশ্বের সেরা তকমা দিলেন কে?

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Dec 06, 2023 | 11:55 AM

Glenn Maxwell on IPL: ২০১২ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলা শুরু করেছিলেন ম্যাক্সওয়েল। তখন থেকেই তিনি টুর্নামেন্টের অন্যতম সেরা প্লেয়ার। ২০১৪ সালে দিল্লি থেকে পঞ্জাবে চলে যান। অলরাউন্ডার হিসেবে সেখানেও নিজেকে প্রমাণ করেছিলেন। তবে পঞ্জাবের হয়ে শেষ দিকে নিজেকে সে ভাবে মেলে ধরতে পারছিলেন না। সমালোচিত হচ্ছিলেন। ২০২১ সালে সেখান থেকে আবার চলে যান আরসিবিতে। আগামী মরসুমেও বিরাটের টিমেই খেলতে দেখা যাবে ম্যাক্সিকে। ২০২১ সালে ১৪.২৫ কোটি টাকায় অজি অলরাউন্ডারকে কিনেছিল আরসিবি। সে বছর ১৫ ম্যাচে ৫১৩ রান করেছিলেন। স্ট্রাইক রেট ছিল ১৪৪.১০।

Glenn Maxwell: যতদিন হাঁটতে পারব, খেলব... আইপিএলকে বিশ্বের সেরা তকমা দিলেন কে?
গ্লেন ম্যাক্সওয়েল
Image Credit source: ছবি: X

Follow Us

 

ব্রিসবেন: বিশ্বকাপের সেই বিস্ফোরক ইনিংস এখনও চোখে ভাসছে ক্রিকেট দুনিয়ার। চোট নিয়ে ওয়াংখেড়েতে ডাবল সেঞ্চুরি করেছিলেন। ওই ইনিংস ওয়ান ডে ক্রিকেটের সর্বকালের সেরা ইনিংস কিনা, তা নিয়ে আলোচনা এখনও থামেনি। তারই মধ্যে গ্লেন ম্যাক্সওয়েল আবার নেমে পড়তে চলেছে বিগ ব্য়াশে। অস্ট্রেলিয়ার অত্যন্ত জনপ্রিয় টি-টোয়েন্টি লিগে খেললেও আইপিএলকেই বিশ্বের সেরা বাছতে দ্বিধা করছেন না ম্যাক্সি। তাঁকে ক্রিকেটার হিসেবে পরিণত করেছে ভারতের ফ্র্য়াঞ্চাইজি লিগ। ২০২১ সাল থেকে আরসিবিতে খেলছেন। কেরিয়ারে একটা সময় খারাপ সময় যাচ্ছিল। সেখান থেকে আবার ঘুরে দাঁড়িয়েছিলেন অজি ক্রিকেটার। বিরাট কোহলি, এবি ডে ভিলিয়ার্সের সঙ্গে খেলা তাঁকে অনেকটা বদলে দিয়েছে। কী বলছেন ম্যাক্সি?

 

আরসিবির হয়ে দু’বছরে ৪২ ম্যাচ খেলে করেছেন ১২১৪ রান। মেলবোর্ন স্টার্সের হয়ে ব্রিসবেন হিটের বিরুদ্ধে নামার আগে ম্য়াক্সি বলছেন, ‘আইপিএলে আমার দেখা সেরা টুর্নামেন্ট। যতদিন হাঁটতে পারব, খেলব। আইপিএলে যাদের সঙ্গে খেলেছি, তারা আমার কেরিয়ারে গভীর ছাপ রেখেছে। বিরাট কোহলি, এবিডির মতো প্লেয়ারদের সঙ্গে দুটো মাস একসঙ্গে খেলা, একসঙ্গে ম্যাচ দেখা যে কোনও ক্রিকেটারের কাছে গুরুত্বপূর্ণ হয়। আশা করি আরও বেশি অস্ট্রেলিয়ান ক্রিকেটার আইপিএল খেলবে।’

 

২০১২ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলা শুরু করেছিলেন ম্যাক্সওয়েল। তখন থেকেই তিনি টুর্নামেন্টের অন্যতম সেরা প্লেয়ার। ২০১৪ সালে দিল্লি থেকে পঞ্জাবে চলে যান। অলরাউন্ডার হিসেবে সেখানেও নিজেকে প্রমাণ করেছিলেন। তবে পঞ্জাবের হয়ে শেষ দিকে নিজেকে সে ভাবে মেলে ধরতে পারছিলেন না। সমালোচিত হচ্ছিলেন। ২০২১ সালে সেখান থেকে আবার চলে যান আরসিবিতে। আগামী মরসুমেও বিরাটের টিমেই খেলতে দেখা যাবে ম্যাক্সিকে। ২০২১ সালে ১৪.২৫ কোটি টাকায় অজি অলরাউন্ডারকে কিনেছিল আরসিবি। সে বছর ১৫ ম্যাচে ৫১৩ রান করেছিলেন। স্ট্রাইক রেট ছিল ১৪৪.১০। গত মরসুমে ১১ কোটি টাকায় তাঁকে রিটেইন করে আরসিবি। ভুল যে করেনি, তা প্রমাণ করে দিয়েছেন। ২০২৩ সালের আইপিএলে ১৪ ম্যাচে ৪০০ রান করেছেন। সঙ্গে তিনটে হাফসেঞ্চুরি।

Next Article