কলকাতা: আইপিএলের মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ ক্রিকেট দুনিয়ায় নেই। বর্তমানে অবশ্য ক্রিকেট বিশ্বে একাধিক ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগের বাড়বাড়ন্ত হচ্ছে। দক্ষিণ আফ্রিকায় কয়েক বছর আগে শুরু হয়েছে এসএ২০ লিগ (SA20)। সেখানে সে দেশের তরুণ প্রতিভারা উঠে আসছে। বিদেশের একাধিক ক্রিকেটার ওই লিগে খেলেন। ভারতের কোনও ক্রিকেটার সেখানে অবশ্য খেলেননি। এক প্রাক্তন প্রোটিয়া ক্যাপ্টেন সেখানে এ বার দেখতে চাইছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni)। কে তিনি?
ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বয়স ৪৩। আগামী আইপিএলেও চেন্নাই সুপার কিংসের জার্সিতে তাঁকে খেলতে দেখা যাবে। জেড্ডায় হওয়া আইপিএলের মেগা নিলামের আগে ধোনিকে আনক্যাপড প্লেয়ার ক্যাটেগরিতে ৪ লক্ষ টাকায় রিটেন করেছিল সিএসকে। এ বার প্রাক্তন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক গ্রেম স্মিথ চাইছেন, ধোনি আইপিএল থেকে অবসর নিলে যেন খেলেন দক্ষিণ আফ্রিকার টি-২০ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে।
মুম্বইয়ে ‘SA20 India Day’-র উদ্বোধনে হাজির ছিলেন স্মিথ। এ বছরের শুরুর দিকে তিনি এসএ২০ লিগের কমিশনার থাকাকালীন জানিয়েছিলেন, অবসরের পর ধোনিকে তিনি তাঁদের দেশের প্রোটিয়া লিগে খেলতে দেখতে চান। মুম্বইয়ে এসএ২০ লিগের ইভেন্টে এসে গ্রেম স্মিথ বলেন, ‘আমি বরাবর ধোনিকে রাগাতাম, যে তুমি অবসর নাও। আর এক বছর দক্ষিণ আফ্রিকায় খেলো। ধোনির বিরুদ্ধে অনেক খেলেছি। এ বার দক্ষিণ আফ্রিকায় দ্রুত ওকে আউট করতে চাই।’
Q: Which Indian cricketer would you like to see in SA20?
Graeme Smith: MS Dhoni 😎💛
He knows who can pull audience and brands to their league. pic.twitter.com/tukuvVkbvY
— ` (@WorshipDhoni) December 4, 2024