আইসিসির নতুন চেয়ারম্যান নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে

sushovan mukherjee |

Nov 25, 2020 | 10:18 AM

দক্ষিণ আফ্রিকার ভোট পেয়ে আইসিসি'র (ICC) নতুন চেয়ারম্যান নিযুক্ত হলেন নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে (Greg Barclay)।

আইসিসির নতুন চেয়ারম্যান নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে
দক্ষিণ আফ্রিকার ভোট পেয়ে আইসিসি'র (ICC) নতুন চেয়ারম্যান নিযুক্ত হলেন নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে (Greg Barclay)।

Follow Us

TV9 বাংলা ডিজিটাল – শেষবেলায় বাজিমাত। দক্ষিণ আফ্রিকার ভোট পেয়ে আইসিসি’র (ICC CHAIRMAN) নতুন চেয়ারম্যান নিযুক্ত হলেন নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে (Greg Barclay)। প্রাক্তন চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের স্থলাভিসিক্ত হলেন তিনি। ক্রিকেটের নিয়ামক সংস্থার চেয়ারম্যান হওয়ার দৌড়ে গ্রেগ হারালেন আইসিসি’র কার্যনির্বাহী চেয়ারম্যান ইমরান খোয়াজাকে। আইসিসি’র (ICC) সদস্যদের ১৬টি ভোটের মধ্যে ১১টি ভোট পেয়ে চেয়ারম্যান পদে বসতে চলেছেন নিউজিলান্ড ক্রিকেট বোর্ডের প্রাক্তন ক্রীড়া প্রাশাসক।

‘ আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হওয়া আমার কাছে এটা একটা গর্বের বিষয়। আমার সহ-যোদ্ধাদের অনেক অনেক ধন্যবাদ। আমার আশা, আমরা সবাই একসঙ্গে মিলে কাজ করব, এগিয়ে নিয়ে যাব ক্রিকেটকে, একই সঙ্গে মহামারীর বিরুদ্ধেও জিততে হবে আমাদের। ‘

আরও পড়ুন – বুমরা-সামিদের কিন্তু আমরা ভালো করে চিনি, বলছেন অস্ট্রেলিয়ান কোচ

গ্রেগ বার্কলে আইসিসির চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় আরও একটি গ্লোবাল ক্রিকেট ইভেন্ট আর হচ্ছে না। কার্যনির্বাহী চেয়ারম্যান ইমরান খোয়াজার পরিকল্পনা ছিল, বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়াও আরও একটি গ্লোবাল ইভেন্ট করার। কিন্তু গ্রেগ বার্কলে জোর দিতে চাইছেন দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে। চলতি বছরের জুলাই মাসে আইসিসি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছিলেন।

Next Article