এলন মাস্ককে সুইগি কেনার কথা বলে ট্রোলড হলেন গিল
হঠাৎ করেই বিশ্বর সবথেকে ধনী ব্যাক্তি মাস্কের কাছে ফুড ডেলিভারি অ্যাপ সুইগি কেনার আবদার জানিয়ে বসেন গিল।
মুম্বই: কিছুদিন আগেই টুইটার (Twitter) কিনে নিয়েছেন এলন মাস্ক (Elon Musk)। বর্তমানে আইপিএলে (IPL 2022) ব্যস্ত গুজরাত টাইটান্সের তারকা ওপেনার শুভমন গিল (Shubman Gill)। হঠাৎ করেই বিশ্বর সবথেকে ধনী ব্যাক্তি মাস্কের কাছে ফুড ডেলিভারি অ্যাপ সুইগি কেনার আবদার জানিয়ে বসেন গিল। যাতে সময়মতো ডেলিভারি পাওয়া যায় তাই মাস্কের কাছে সুইগি কেনার কথা টুইটারে জানান গিল। আর তারপরই ট্রোলের মুখে পড়েছেন প্রাক্তন নাইট তারকা। চলতি আইপিএলে এই অনলাইন ফুড ডেলিভারি অ্যাপের বিজ্ঞাপনও দেওয়া হয়। যেখানে সুইগির দ্রুত ডেলিভারির কথা উল্লেখ করা হয়। আর সেই সুইগির ডেলিভারির ওপরই প্রশ্ন তুলে দিলেন গিল। ফলে, চরম ট্রোলের মুখেও পড়লেন পঞ্জাব তনয়।
টুইটারে মাস্কের উদ্দেশ্যে গিল লেখেন, “এলন মাস্ক দয়া করে সুইগি কিনে নিন, যাতে তারা সময়মতো ডেলিভারি দিতে পারে।” ব্যাস এই একটা টুইটে এক্কেবারে সরগরম নেটিজেনরা।
এক টুইটার ব্যবহারকারী লেখেন, “শেষ বার অরেঞ্জ জার্সি পরা একজনের ডেলিভারি সামলাতে পারোনি তুমি।” আসলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অরেঞ্জ আর্মির পেসার উমরান মালিকের গতি সামলাতে পারেননি গিল। ঘণ্টায় ১৪৪ কিমি/ঘণ্টায় করা উমরানের বলে বোল্ড হয়েছিলেন গিল। সেই কথাই টুইটারেত্তি মনে করিয়ে দিয়েছেন গিলকে।
You couldn't handle when last time someone in orange jersey delivered fast pic.twitter.com/vW2FKTyaSh
— Dy tweets (@Tweets_dy_) April 29, 2022
সুইগির নামে অপর একটি টুইটার অ্যাকাউন্ট (যেটি সুইগির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট নয়) থেকে গিলকে লেখা হয়, “তোমার ব্যাটিংয়ের থেকে তো কমপক্ষে দ্রুত আমরা।”
We are still faster than your batting in T20 cricket. https://t.co/aF0fP63v4P
— Swiggy (@swiggysgs) April 29, 2022
তবে এই সবের মধ্যে সুইগি কেয়ারের তরফে গিলের টুইটের উত্তর দেওয়া হয়। ওই বার্তায় লেখা হয়, “হাই, শুভমন গিল, টুইটার হোক বা না হোক, আমরা শুধুমাত্র এটা নিশ্চিত করতে চাই যে আপনার সব অর্ডার ঠিকভাবে আপনার কাছে পৌঁছে যাচ্ছে (যদি আপনি অর্ডার করে থাকেন তো)। আপনার যাবতীয় তথ্য দিয়ে আমাদের সরাসরি মেসেজ করুন।”
Hi Shubman Gill. Twitter or no Twitter, we just want to make sure all is well with your orders (that is if you’re ordering).
Meet us in DM with your details, we’ll jump on it quicker than any acquisition 🙂 ^Saikiran https://t.co/EhSzF5gBqr
— Swiggy Cares (@SwiggyCares) April 29, 2022
একজন টুইটার ব্যবহারকারী শুভমনকে ট্রোল করে লিখেছেন, “এই যুক্তি দিয়ে আমরা মাস্ককে আইপিএল কিনতে বলব যাতে খেলোয়াড়রা সময়মতো পারফর্ম করা শুরু করে।”
With this logicShall we ask him to buy @IPL so that all the player start delivering on time ??Any logic you see here…. #HumanAspect #JustChill
— Pradeep (@PradeepKmrVerma) April 30, 2022
চলতি আইপিএলে এখনও অবধি মোট ৮টি ম্যাচে ২২৯ রান করেছেন গিল। যার মধ্যে পঞ্জাব কিংসের বিরুদ্ধে তিনি চলতি মরসুমে সর্বোচ্চ ৯৬ রান করেছেন।
আরও পড়ুন: Rahul Dravid: এনসিএতে ক্লাস নিলেন রাহুল দ্রাবিড়, ধন্যবাদ জানালেন ভিভিএস লক্ষ্মণ
আরও পড়ুন: IPL 2022: পঞ্জাবের বিরুদ্ধে জিতেও ব্যাটারদের দিকে আঙুল তুললেন লোকেশ রাহুল
আরও পড়ুন: IPL 2022: কোন তারকাকে না খেলানোয় কেকেআরের টিম ম্যানেজমেন্টকে একহাত নিলেন যুবরাজ?