Rashid Khan: হ্যাটট্রিকেও বিষাদ! রশিদের তাজ কেড়ে নিলেন কলকাতার রিঙ্কু!

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 10, 2023 | 1:00 PM

GT vs KKR, IPL 2023: ১৬তম আইপিএলের প্রথম হ্যাটট্রিক করলেন গুজরাট টাইটান্সের রশিদ খান।

Rashid Khan: হ্যাটট্রিকেও বিষাদ! রশিদের তাজ কেড়ে নিলেন কলকাতার রিঙ্কু!
১৬তম আইপিএলের প্রথম হ্যাটট্রিক নিলেন রশিদ খান।
Image Credit source: IPL Website

Follow Us

সঙ্ঘমিত্রা চক্রবর্তী : আইপিএল (IPL) মানেই চার-ছক্কার ফুলঝুরি। সঙ্গে থাকে মাঝে মধ্যে হ্যাটট্রিকও। প্রথম সবকিছুই ভীষণ স্পেশাল হয়। যেমনটা আজ হল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। রবি-বিকেলে নীতীশ রানার কেকেআরের (KKR) বিরুদ্ধে হোম ম্যাচে নেমেছিল গুজরাট টাইটান্স। হার্দিক পান্ডিয়ার অসুস্থতার কারণে আজ আমেদাবাদে ঘরের মাঠে গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দিলেন আফগান তারকা স্পিনার রশিদ খান (Rashid Khan)। এ বারের আইপিএলে প্রথম ক্যাপ্টেন্সি করলেন রশিদ। আর সেই ম্যাচেই তিনি নিলেন এ বারের আইপিএলের প্রথম হ্যাটট্রিক। রশিদ নিজের প্রথম ৩ ওভারে ৩৫ রান দিয়েছিলেন। স্পেলের শেষ ওভারে এসে হ্যাটট্রিক করেন। রশিদের হ্যাটট্রিক নেওয়ার খুশি যদিও খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিন্তু কেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল গুজরাট। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৪ উইকেট হারিয়ে ২০৪ রান তুলেছিল গুজরাট। কেকেআরের ইনিংসের ১৭তম ওভারে গুজরাট টাইটান্সের ক্যাপ্টেন রশিদ নেন দুরন্ত হ্যাটট্রিক। ১৭তম ওভারের প্রথম বলে আন্দ্রে রাসেল (১)-এর উইকেট নেন রশিদ। দ্বিতীয় বলে সুনীল নারিনকে ফেরান আফগান তারকা। গোল্ডেন ডাক হয়ে ফেরেন নারিন। এরপর রশিদের হ্যাটট্রিক বলে আউট হন শার্দূল ঠাকুর (০)। সেই সময় মনে হয়েছিল ম্যাচ বের করে নিয়ে যাবে গুজরাট। কিন্তু কেকেআরের তারকা রিঙ্কু সিং যেন সেই সময় কিং খানের মতো বলে বসলেন, ‘পিকচার অভি বাকি হ্যায় মেরে দোস্ত।’ ব্যস হঠাৎ করেই সব ওলটপালট হয়ে গেল।

কথায় বলে ‘শেষ ভালো যার সব ভালো তার’… আর সেটা হতে হতেও হল না। হার্দিকের অনুপস্থিতিতে গুজরাটের হয়ে নেতৃত্ব দিলেন রশিদ ঠিকই। নিলেন ১৬তম আইপিএলের প্রথম হ্যাটট্রিকও। তাও শেষ হাসি ফুটল না গত বারের চ্যাম্পিয়নদের মুখে। কারণ, কেকেআরের রিঙ্কু সিং শেষ ওভারে একাই তছনছ করে দিলেন গুজরাটকে। টানা ৫ বলে ৫টি ছক্কা হাঁকিয়ে রশিদের তাজ কেড়ে নিলেন কলকাতার রিঙ্কু। যে কারণে রশিদের হ্যাটট্রিকের খুশি বিষাদে পরিণত হয়ে গেল। ২০৫ রানের টার্গেট তাড়া করতে নেমেছিল কেকেআর। শেষ বল অবধি হল হাড্ডাহাড্ডি লড়াই। অবশেষে শেষ ওভারে রিঙ্কুর ব্যাটে রুদ্ধশ্বাস জয় তুলে নিল কেকেআর। ৩ উইকেট ম্যাচ জিতেছে কেকেআর। ২১ বলে ৪৮ রানের অপরাজিত ইনিংস খেলা রিঙ্কু পেয়েছেন ম্যাচের সেরার পুরস্কার।

Next Article