AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

GT vs MI Highlights, IPL 2025: শুভমনদের বিদায়, পঞ্জাবের সামনে কোয়ালিফায়ারে মুম্বই ইন্ডিয়ান্স

| Updated on: May 31, 2025 | 12:18 AM
Share

Gujarat Titans vs Mumbai Indians Live Score in Bengali: জিতলে দ্বিতীয় কোয়ালিফায়ারে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে হবে। সেই ম্যাচ জিতলে তবে ফাইনাল। আইপিএলে (IPL) আজ গুজরাট টাইটান্স (Gujarat Titans) বনাম মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এলিমিনেটর ম্যাচের যাবতীয় তথ্যের জন্য নজর রাখুন TV9 Bangla-র এই লাইভব্লগে।

GT vs MI Highlights, IPL 2025: শুভমনদের বিদায়, পঞ্জাবের সামনে কোয়ালিফায়ারে মুম্বই ইন্ডিয়ান্স
Image Credit: TV9 Bangla Graphics

প্লে-অফ পর্বে দুটি ম্যাচ শেষ। দ্বিতীয় ফাইনালিস্টের দৌড়ে পঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। রবিবার দ্বিতীয় কোয়ালিফায়ার। প্রথম কোয়ালিফায়ার জিতে ইতিমধ্যেই ফাইনাল নিশ্চিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মুল্লানপুরের নিউ চণ্ডীগঢ় স্টেডিয়ামে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স। নকআউট ম্যাচ। হারলে বিদায়। স্নায়ুর চাপে ধরে রাখা খুবই কঠিন। রুদ্ধশ্বাস ম্যাচে ২০ রানে জয় মুম্বই ইন্ডিয়ান্সের। এ বারের মতো বিদায় গুজরাট টাইটান্সের। অপেক্ষা করতে হবে আগামী মরসুমের। আইপিএলে (IPL) গুজরাট টাইটান্স (Gujarat Titans) বনাম মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এলিমিনেটর ম্যাচের যাবতীয় তথ্য TV9 Bangla-র এই লাইভব্লগে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 31 May 2025 12:12 AM (IST)

    GT vs MI, IPL 2025: ম্যাচ রিপোর্ট

    প্লে-অফে বিদায় গুজরাট টাইটান্সের। দ্বিতীয় কোয়ালিফায়ারে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে মুম্বই ইন্ডিয়ান্স। বিস্তারিত পড়ুন: একঝাঁক ক্যাচ মিস, বুমরার দুর্দান্ত বোলিং; শুভমনদের বিদায়

  • 30 May 2025 11:36 PM (IST)

    GT vs MI, IPL 2025: লাস্ট ওভার আপডেট

    শেষ ওভারে টাইটান্সের চাই ২৪ রান। ক্রিজে রাহুল তেওয়াটিয়া ও শাহরুখ খান। বল করার কথা ছিল রিচার্ড গ্লেসনের। তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট। তা নিয়েই বোলিং করছেন।

    • প্রথম ডেলিভারিতে সিঙ্গল। স্ট্রাইক শাহরুখের কাছে। পাঁচ বলে চাই ২৩ রান।
    • ডট বল। চোট নিয়েই স্মার্ট বোলিং। ৪ বলে চাই ২৩ রান!
    • দুর্দান্ত ফিল্ডিং, ২ রান। টাইটান্সের বিদায় এখন সময়ের অপেক্ষা। তিন বলে চাই ২১ রান। ওয়াইড-নো ছাড়া সম্ভব নয়।
    • মিনি ওভার করেই মাঠ ছাড়লেন গ্লেসন। চোট নিয়ে বল করছিলেন। ওভার কম্প্লিট করবেন অশ্বিনী কুমার। শাহরুখের উইকেট। মিনি ওভারে শুরু উইকেট দিয়ে। অশ্বিনীর দুর্দান্ত বোলিং। ২০ রানে জয়ী মুম্বই ইন্ডিয়ান্স।
  • 30 May 2025 11:13 PM (IST)

    GT vs MI, IPL 2025: রুদ্ধশ্বাস ম্যাচ

    বোর্ডে এই মাঠের সবচেয়ে বড় টার্গেট। রান তাড়ায় ভালো জায়গাতেই ছিল গুজরাট টাইটান্স। পরপর ওয়াশিংটন সুন্দর এবং সাই সুদর্শনের মতো দুই সেট ব্যাটারকে হারিয়ে চাপে শুভমনরা। এখান থেকেও ম্যাচ যে কোনও দিকেই যেতে পারে। প্রয়োজন ফিনিশিং। শাহরুখ খান সেই ভূমিকায় সাফল্য পাবেন! তাঁর আগে অবশ্য পাঠানো হল রাহুল তেওয়াটিয়াকে।

  • 30 May 2025 10:21 PM (IST)

    GT vs MI, IPL 2025: আনলাকি!

    উইকেটের পিছনে জোড়া ক্যাচ ফসকেছিলেন কুশল মেন্ডিস। উইকেটের সামনেও সেই দুর্ভাগ্য তাড়া করল। মিচেল স্যান্টনারের বোলিংয়ে ব্যাকফুটে গিয়ে খেলতে চেয়েছিলেন। পা স্লিপ করে হিট উইকেট! ১০ বলে ২০ রানেই আউট কুশল।

  • 30 May 2025 09:30 PM (IST)

    GT vs MI, IPL 2025: রানের পাহাড়

    ২২৯! মুল্লানপুরে এই টার্গেট গুজরাট টাইটান্সের। ফাইনালের দৌড়ে থাকতে হলে এই রান তুলতে হবে। নয়তো এ বারের মতো বিদায়। শেষ দিকে হার্দিকের ক্যামিও ইনিংস। নয়তো আর একটু ছোট টার্গেট হতে পারত। বাটলারকে ছাড়া এই রান তাড়া করা খুবই চাপের। এই মাঠে এটিই সর্বাধিক স্কোর। টাইটান্সকে রেকর্ড গড়তে হবে।

  • 30 May 2025 09:08 PM (IST)

    GT vs MI, IPL 2025: সিরাজের চোট!

    বোলিং রানআপে হঠাৎই অস্বস্তি। মাঠেই চিকিৎসা চলছে মহম্মদ সিরাজের। শুধুমাত্র টান ধরেছে! নাকি গুরুতর। চিন্তা বাড়ছে। ইংল্যান্ড সফরে ভারতের টেস্ট স্কোয়াডেও রয়েছেন। রান আপে ফিরলেন। স্বস্তি সকলের। বোলিংয়ে স্বস্তিতে দেখাচ্ছে না। ওভার কমপ্লিট না করেই মাঠ ছাড়লেন সিরাজ।

  • 30 May 2025 09:02 PM (IST)

    GT vs MI, IPL 2025: স্লোয়ারে স্বপ্নভঙ্গ

    রোহিতের তৃতীয় আইপিএল সেঞ্চুরি যেন অপেক্ষায় ছিল। কিন্তু প্রসিধ কৃষ্ণর স্লোয়ারে স্বপ্ন ভঙ্গ। বড় শট খেললেও বল অনেকটা উপরে। মিড উইকেটে ক্যাচ রশিদ খানের। ৮১ রানে ইতি রোহিতের বিধ্বংসী ইনিংসের।

  • 30 May 2025 08:55 PM (IST)

    GT vs MI, IPL 2025: রোহিতের রাত

    জোড়া ক্যাচ মিস, স্লোয়ার ডেলিভারিতে ক্যাচ ক্যারি না করা। নানা ঘটনাই ঘটছে রোহিতের সঙ্গে। দুর্দান্ত কিছু শট মেরেছেন। আইপিএল কেরিয়ারে দুটি সেঞ্চুরি রয়েছে হিটম্যান রোহিতের। তৃতীয় সেঞ্চুরি যেন লোডিং।

  • 30 May 2025 08:43 PM (IST)

    GT vs MI, IPL 2025: দ্বিতীয় ব্রেক থ্রু

    জনি বেয়ারস্টোর পর অবশেষে সূর্যকুমার যাদবের উইকেট। দুটি উইকেটই নিলেন সাই কিশোর। বিধ্বংসী মেজাজে ছিলেন সূর্য।

  • 30 May 2025 08:36 PM (IST)

    GT vs MI, IPL 2025: এক…দুই…তিন…

    রোহিত শর্মার জোড়া ক্যাচ মিস হয়েছিল। একটি জেরাল্ড কোৎজে, এরপর কিপার কুশল মেন্ডিস। এ বার সূর্যকুমার যাদবের ক্যাচ মিস। জেরাল্ড কোৎজের বোলিংয়ে সূর্যকুমার যাদবের রেগুলেশন ক্যাচ মিস করলেন কুশল মেন্ডিস। জস বাটলারের পরিবর্ত হিসেবে নেওয়া হয়েছিল।

  • 30 May 2025 08:15 PM (IST)

    GT vs MI, IPL 2025: ক্যাচেও পার্টনারশিপ!

    একেই বলে জুটিতে লুটি! বিধ্বংসী ব্যাটিং করছিলেন জনি বেয়ারস্টো। নাজেহাল অবস্থা গুজরাট টাইটান্সের। বাঁ হাতি স্পিনার সাই কিশোরের বোলিংয়ে রিভার্স সুইপ করেছিলেন। দুর্দান্ত ডাইভ, গোলকিপারের মতো বল ফিস্ট করেন সাই সুদর্শন। ক্যাচ নেন জেরাল্ড কোৎজে।

  • 30 May 2025 07:46 PM (IST)

    GT vs MI, IPL 2025: সেকেন্ড চান্সও মিস!

    বিধ্বংসী ব্যাটিং করছিলেন। ১ রানে তাঁর ক্যাচ মিস হয়েছিল। এ বার ১২ রানে। কিপারের রেগুলেশন ক্যাচ। কিন্তু কুশলের গ্লাভস থেকে বল বেরিয়ে গেল। রোহিতের রাত!

  • 30 May 2025 07:43 PM (IST)

    GT vs MI, IPL 2025: রোহিতের ক্যাচ মিস!

    সাদা বলের ক্রিকেটে বিশ্বের সেরা ওপেনার। সেই রোহিত শর্মার ক্যাচ ফেলা মানে…। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ইনিংসের দ্বিতীয় ওভারে পুল শট কানেক্ট হয়নি রোহিতের। বাউন্ডারি লাইনে বলের নীচে কোৎজে। বল হাতেও পড়ল, কিন্তু মিস। রোহিতকে মাত্র ১ রানে ফেরানোর সুযোগ ছিল। পরের ওভারেই দুর্দান্ত স্ট্রেট ড্রাইভ রোহিতের। জোড়া বাউন্ডারিতে শুভমনদের হতাশা বাড়াচ্ছেন।

  • 30 May 2025 07:32 PM (IST)

    GT vs MI, IPL 2025: বেয়ারস্টো ব্যাক

    আইপিএলের ইতিহাসে সবচেয়ে বড় টার্গেট তাড়া করে জয়ের রেকর্ড পঞ্জাব কিংসের। গত মরসুমে সেই রেকর্ড হয়েছিল। আর রেকর্ডের নায়ক ছিলেন জনি বেয়ারস্টো। এ বার আইপিএল অকশনে টিম পাননি। প্লে-অফের আগে পরিবর্ত হিসেবে তাঁকে সই করায় মুম্বই ইন্ডিয়ান্স। রোহিতের সঙ্গে ওপেনিংয়ে। খাতাও খুললেন।

  • 30 May 2025 07:22 PM (IST)

    GT vs MI, IPL 2025: টিম ইন্ডিয়ার তিন ক্যাপ্টেন

    মুম্বই ইন্ডিয়ান্স খেলছেন রোহিত শর্মা, সূর্যকুমার যাদব। প্রথম জন ভারতের ওয়ান ডে ক্যাপ্টেন। আর সূর্যকুমার যাদব টি-টোয়েন্টি টিমের ক্যাপ্টেন। অন্যদিকে, গুজরাট টাইটান্সের নেতৃত্বে শুভমন গিল। সদ্য তাঁকে টেস্ট ক্যাপ্টেন করা হয়েছে। সাদা বলের দুই ক্যাপ্টেনের বিরুদ্ধে জয়ের চ্যালেঞ্জ টেস্ট ক্যাপ্টেনের।

  • 30 May 2025 07:14 PM (IST)

    GT vs MI, IPL 2025: টিম আপডেট

    গুজরাট টাইটান্সের একাদশ: শুভমন গিল, সাই সুদর্শন, কুশল মেন্ডিস, শাহরুখ খান, ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, জেরাল্ড কোৎজে, সাই কিশোর, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ

    ইমপ্যাক্ট সাব- শেরফান রাদারফোর্ড, অনুজ রাওয়াত, মহীপাল লোমরোর, জয়ন্ত যাদব, আর্শাদ খান

    মুম্বই ইন্ডিয়ান্সের একাদশ: রোহিত শর্মা, জনি বেয়ারস্টো, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, নমন ধির, রাজ অঙ্গদ বাওয়া, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা, রিচার্ড গ্লেসন

    ইমপ্যাক্ট সাব-শ্রীজিৎ, রঘু শর্মা, রবিন মিঞ্জ, অশ্বিনী কুমার, রিস টপলি

    গুজরাট টাইটান্স তিন বিদেশি রেখেছে একাদশে। ইমপ্যাক্টে নামবেন রাদারফোর্ড। মুম্বইয়ের ইমপ্যাক্ট নামার সম্ভাবনা অশ্বিনী কুমারের। দীপক চাহারের চোট। মুম্বই জার্সিতে অভিষেক রিচার্ড গ্লেসনের।

  • 30 May 2025 07:06 PM (IST)

    GT vs MI, IPL 2025: হোম গ্রাউন্ডের উচ্ছ্বাস শুভমনের

    শুভমন বলছেন, দলের সকলেই উচ্ছ্বসিত। আমার হোমটাউনে ম্যাচ। এর জন্য সকলে মুখিয়ে। টস জিতলে রান তাড়াই করতাম। আমাদের টিমে দুটো পরিবর্তন, আর্শাদের পরিবর্তে ওয়াশিংটন সুন্দর এবং বাটলারের জায়গায় কুশল মেন্ডিস।

  • 30 May 2025 07:02 PM (IST)

    GT vs MI, IPL 2025: সাহসী সিদ্ধান্ত!

    টস জিতে ব্যাটিং নিলেন মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। যদিও বললেন, আগের দিনের পিচের মতো নয়। সে কারণেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত। প্রথমে ব্যাট করে বড় টার্গেট দেওয়াই লক্ষ্য। প্রত্যাশামতোই বদল হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স টিমে।

  • 30 May 2025 06:32 PM (IST)

    GT vs MI, IPL 2025: ম্যাচ প্রিভিউ

    পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই বনাম ২০২২-এ অভিষেকেই ট্রফি জেতা টাইটান্স। ম্যাচ প্রিভিউ বিস্তারিত পড়ুন: হারলেই বিদায়, জিতলে দ্বিতীয় হার্ডল; শুভমন-হার্দিকের অগ্নিপরীক্ষা

  • 30 May 2025 06:26 PM (IST)

    GT vs MI, IPL 2025: ট্রাম্প কার্ড!

    জস বাটলার নেই। টাইটান্সের ট্রাম্প কার্ড হতে পারেন শেরফান? বিস্তারিত পড়ুন: টাইটান্সের ট্রাম্প কার্ড! বেঞ্চে থেকেই জিতেছিলেন দুটো আইপিএল ট্রফি…

  • 30 May 2025 05:54 PM (IST)

    GT vs MI, IPL 2025: আশা-হতাশা!

    ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮ তম সংস্করণের প্রথম ফাইনালিস্ট পাওয়া গিয়েছে। প্রথম কোয়ালিফায়ার জিতে ফাইনালে পৌঁছে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দ্বিতীয় ফাইনালিস্ট কে হবে, এর সিদ্ধান্ত দ্বিতীয় ফাইনালে। তবে কারা দৌড় থেকে পুরোপুরি ছিটকে যাবে, সেটা আজই জানা যাবে। এলিমিনেটর ম্যাচে আজ মুখোমুখি গুজরাট টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স। এক দল বিদায় নেবে, আর এক দল ফাইনালের আশায় টিকে থাকবে।

Published On - May 30,2025 5:30 PM