Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WPL 2023: টি-২০ বিশ্বকাপজয়ী বেথ মুনিতে ভরসা গুজরাতের, স্নেহ রানাও পেলেন বড় দায়িত্ব

Women's Premier League: পাঁচ দলের উইমেন্স প্রিমিয়ার লিগ নিয়ে ইতিমধ্যে মাতামাতি শুরু হয়ে গিয়েছে। ৪ মার্চ রয়েছে টুর্নামেন্টের প্রথম ম্যাচ। উদ্বোধনী সংস্করণের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গুজরাত জায়ান্টস (Gujarat Giants) ও মুম্বই ইন্ডিয়ান্স।

WPL 2023: টি-২০ বিশ্বকাপজয়ী বেথ মুনিতে ভরসা গুজরাতের, স্নেহ রানাও পেলেন বড় দায়িত্ব
WPL 2023: টি-২০ বিশ্বকাপজয়ী বেথ মুনিতে ভরসা গুজরাতের, স্নেহ রানাও পেলেন বড় দায়িত্ব
Follow Us:
| Edited By: | Updated on: Feb 27, 2023 | 8:24 PM

নয়াদিল্লি: শিয়রে কড়া নাড়ছে উইমেন্স প্রিমিয়ার লিগ (Women’s Premier League)। এই প্রথম বার মেয়েদের আইপিএল (WPL) অনুষ্ঠিত হতে চলেছে। দেশের মাটিতেই বসছে মেয়েদের আইপিএলের উদ্বোধনী সংস্করণের আসর। পাঁচ দলের উইমেন্স প্রিমিয়ার লিগ নিয়ে ইতিমধ্যে মাতামাতি শুরু হয়ে গিয়েছে। ৪ মার্চ রয়েছে টুর্নামেন্টের প্রথম ম্যাচ। উদ্বোধনী সংস্করণের প্রথম ম্যাচে মুখোমুখি হবে গুজরাত জায়ান্টস (Gujarat Giants) ও মুম্বই ইন্ডিয়ান্স। গুজরাত জায়ান্টসের পক্ষ থেকে এ বার তাদের অধিনায়কের নাম ঘোষণা করা হল। অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার বেথ মুনিতে (Beth Mooney) ভরসা রেখেছে গুজরাত। দলের ক্যাপ্টেন্সির ব্যাটন তুলে দেওয়া হয়েছে মুনির হাতে। পাশাপাশি মুনির ডেপুটির দায়িত্ব দেওয়া হয়েছে ভারতের তারকা ক্রিকেটার স্নেহ রানাকে। বিস্তারিত রইল TV9Bangla-র এই প্রতিবেদনে।

মহিলাদের টি-২০ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের হয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সর্বাধিক রান করেছেন অজি তারকা বেথ মুনি। প্রোটিয়াদের বিরুদ্ধে মুনি ৫৩ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছেন। ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছেন তিনি। টুর্নামেন্টের তৃতীয় সর্বাধিক রান রয়েছে মুনির নামের পাশে। মহিলাদের টি-২০ বিশ্বকাপে ৬টি ম্যাচে খেলে ২০৬ রান করেছেন বেথ মুনি। অজিদের মধ্যে কুড়ি-বিশের বিশ্বকাপে সর্বাধিক রানও রয়েছে মুনির দখলে। এ বার সেই ক্রিকেটারকেই গুজরাত দলের দায়িত্ব দেওয়া হল।

গুজরাতের ক্যাপ্টেন্সির দায়িত্ব পেয়ে বেথ মুনি বলেন, “ঐতিহাসিক উইমেন্স প্রিমিয়ার লিগের উদ্বোধনী সংস্করণের আদানি গুজরাত জায়ান্টসকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি ভীষণ খুশি।” বেথ মুনি আরও বলেন, “পুরো স্কোয়াড মেয়েদের আইপিএলের প্রথম মরসুমের বল মাঠে গড়াতে দেখার জন্য আগ্রহী। আমরা বিনোদনমূলক ক্রিকেট উপহার দিতে আগ্রহী। প্রথম সংস্করণের ট্রফি জিততে চাই। আমার ডেপুটি হিসেবে স্নেহ এবং মিতালি রাজ, রাচেল হেইনস এবং নুশিন আল কাদিরকে দলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পাওয়াটা দারুণ ব্যাপার।”

গুজরাত জায়ান্টসের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়ে স্নেহ রানা বলেন, “আদানি গুজরাত জায়ান্টসের সহ-অধিনায়কের গুরুদায়িত্ব পেয়েছি। উইমেন্স প্রিমিয়ার লিগের উদ্বোধনী সংস্করণে ভালো পারফর্ম করার অপেক্ষায় রয়েছি। অধিনায়ক বেথ মুনির সঙ্গে টুর্নামেন্ট জুড়ে একটা দারুণ স্কোয়াডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৈরি।”