IPL 2022: রাজস্থানকে হারিয়ে লিগের মগডালে হার্দিকের গুজরাত টাইটান্স

TV9 Bangla Digital | Edited By: Prantik Deb

Apr 14, 2022 | 11:39 PM

Hardik Pandya: উইকেট পেলেও পুরো কোটার বোলিং করতে পারালেন না। মাঠে থেকেও উঠলেন একাধিক বার। এটাই যা ভাবনার। কিন্তু তাতেও গুজরাতের জয় আটকালো না।

IPL 2022: রাজস্থানকে হারিয়ে লিগের মগডালে হার্দিকের গুজরাত টাইটান্স
ক্যাপ্টেন হার্দিকে মজে গুজরাত টাইটান্স।
Image Credit source: Twitter

Follow Us

গুজরাত টাইটান্স – ১৯২/৪ (২০)

রাজস্থান রয়্যালস – ১৫৫/৯ (২০)

নভি মুম্বই: খেলাটা ছিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) বনাম গুজরাত টাইটান্সের (Gujarat Titans)। কিন্তু ক্রিকেট মহলের কাছে এটাও দেখার বিষয় ছিল, অধিনায়ক হিসেবে কে এগিয়ে, হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) নাকি সঞ্জু স্যামসন (Sanju Samson)? কুড়ি কুড়ি ওভারের লড়াই শেষে উত্তরটা খুব সহজ। হার্দিক। এ বারের আইপিএলটা (IPL 2022) হার্দিকের কাছে অনেক কিছু প্রমাণ করার মঞ্চ। মুখে কিছু বলছেন না। আগে যেমন ছিল সেই হাসি মুখটাই আছে। কিন্তু ব্যাট ও বল হাতে এলে পারফরম্যান্স দিয়ে অন্য কথা বলছেন টাইটান্স অধিনায়ক। যেমনটা বললেন আজ। তাঁর ফিটনেস বা পারফরম্যান্স নিয়ে অনেক কথা। আজকের ইনিংসটা সেই কথার সংখ্যা কমিয়ে দেবে। সঙ্গে প্রতিপক্ষের ক্যাপ্টেনকে যে গতিতে রান আউট করলেন সেটাও তারিফ যোগ্য। ব্যাটার হার্দিক, বোলার হার্দিকের পাশাপাশি ক্যাপ্টেন হার্দিক নতুন সংযোজন। দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া কাকে বলে সেটা দেখাচ্ছেন ভারতীয় দল থেকে বাদ পরা অলরাউন্ডার। তাঁর হাত ধরেই আবার জয়ের ছন্দে ফিরল গুজরাত। সঙ্গে আইপিএল টেবিলের শীর্ষে ক্যাপ্টেন হার্দিকের দল। তবে উইকেট পেলেও পুরো কোটার বোলিং করতে পারালেন না। মাঠে থেকেও উঠলেন একাধিক বার। এটাই যা ভাবনার। কিন্তু তাতেও গুজরাতের জয় আটকালো না।

 

 

টসে দুই অধিনায়কের মধ্যে মজার ছবি দেখা গেলেও, প্রথম ওভার থেকেই টানাটান লড়াই। টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুতে একটু চাপে পরেছিল গুজরাত। ম্যাথু ওয়েড এদিনও ব্যর্থ। রান আউট হলেন মাত্র ১২ রানে। তিন নম্বরে নামা বিজয় শঙ্কর আবার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ। মাত্র ২ রানে আউট তিনি। চার নম্বরে এলেন অধিনায়ক পান্ডিয়া। দলের ব্যাটিংকে টানার দায়িত্বটাও নিয়ে নিলেন। কিন্তু উল্টো দিকে তাঁর সঙ্গে দাঁড়াবে কে? ওপেনার শুভমন কিছুক্ষণের মধ্যেই ফিরলেন প্যাভেলিয়ানে। তরুণ অভিনব মনোহর দাঁড়ালেন ক্যাপ্টেনের পাশে। এক দিকে হার্দিক যখন বড় শট নিচ্ছেন, উল্টো দিকে তখন চাহাল-অশ্বিনদের গ্যালারিতে ফেলছেন অভিনব। চাপে থাকা গুজরাত যেন খোলস ছেড়ে বেড়িয়ে এল। নেতৃত্বে ক্যাপ্টেন পান্ডিয়া। ৪৩ রানে যখন অভিনব আউট হলেন, মাঠে এলেন অফ ফর্মে থাকা ডেভিড মিলার। কিন্তু আজ তিনি অন্য মেজাজে। মাত্র ১৪ বলে অপরাজিত ৩১ রানের ইনিংস। উল্টো দিকে পান্ডিয়া নিজের মেজাজে ব্যাট চালাচ্ছেন। ২০ ওভার যখন শেষ হল ১৯২ রানে পৌঁছে গেল টাইটান্সদের ইনিংস। ৫২ বলে অপরাজিত ৮৭ ক্যাপ্টেনের।

 

বড় রান তাড়া করতে নেমে প্রথম ওভার থেকে ঝড় তুলে দিলেন জস বাটলার। কিন্তু ০ রানে আউট আর এক ওপেনাক দেবদত্ত পাড়িক্কল। তিন নম্বরে হঠাত্‍ করেই নামানো হল আর অশ্বিনকে। বাটলারের সঙ্গে তাল মেলাতে গিয়ে ব্যাট চালালেন, তবে ৮ রানের বেশি এগোতে পারলেন না। পাওয়ার প্লে-র শেষ ওভারে বাটলার ও অশ্বিনের উইকেট হারাল রাজস্থান। রান রেট দারুণ থাকলেও আবার ধাক্কা, রান আউট অধিনায়ক সঞ্জু। পার্টনারশিপ গড়ে উঠল না। একের পর এক উইকেট হারাল রয়্যালসরা। অভিষেক ম্যাচে তিনটি উইকেট নিয়ে নজর কাড়লেন যশ দয়াল।

 

আরও পাড়ুন: IPL 2022: রায়াডুর সঙ্গে পন্টিংয়ের তুলনা কেন করলেন সচিন?

Next Article