ICC Women World Cup 2022: পাক বধে কাপ যাত্রা শুরু করেও চিন্তায় মিতালি, পূজা জানালেন কোন লক্ষ্যে হলেন সফল
উইমেন্স ইন ব্লু-র দেওয়া ২৪৫ রানের জবাবে ১৩৭ রানে থেমে যায় পাক শিবির। বে ওভালে রবিবারের হাইভোল্টেজ ম্যাচে ১০৭ রানে বিসমা মারুফদের হারালেন ঝুলনরা। জয় দিয়ে কাপ যাত্রা শুরু করায় খুশি হলেও, চিন্তার কথা ফুটে উঠেছে ভারত অধিনায়কের কথায়।
মাউন্ট মাউঙ্গানুই: নিউজিল্যান্ডের মাটিতে পাক বধ করে বিশ্বকাপ (ICC Women World Cup 2022) যাত্রা শুরু করল মিতালি রাজের ভারত (India)। টুর্নামেন্টে ভারতের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন মিতালি রাজ (Mithali Raj)। আজ ফতিমা সানাদের বিরুদ্ধে মাঠে নেমেই রেকর্ড গড়ে ফেলেন মিতালি। ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে ওয়ান ডে বিশ্বকাপে ৬ বার খেলার নজির গড়া তৃতীয় ক্রিকেটার হলেন মিতালি। উইমেন্স ইন ব্লু-র দেওয়া ২৪৫ রানের জবাবে ১৩৭ রানে থেমে যায় পাক শিবির। বে ওভালে রবিবারের হাইভোল্টেজ ম্যাচে ১০৭ রানে বিসমা মারুফদের হারালেন ঝুলনরা। জয় দিয়ে কাপ যাত্রা শুরু করায় খুশি হলেও, চিন্তার কথা ফুটে উঠেছে ভারত অধিনায়কের কথায়।
ম্যাচের শেষে মিতালি রাজ বলেন, “আমরা প্রথম ম্যাচ জেতায় আমি খুশি। কিন্তু আমাদের বিভিন্ন দিকে কাজ করতে হবে। মিডল অর্ডারে উইকেট হারিয়ে ফেললে চাপটা অনেক বেশি বেড়ে যায়। এইরকম একটা বড় টুর্নামেন্টে টপ অর্ডারকে রান করার দায়িত্বটা নিতে হবে।”
ব্যাটিং করার সময় পায়ে টান লাগে পূজা বস্ত্রকারের (Pooja Vastrakar)। ব্যাথায় তিনি মাটিতেও বসে পড়েন। তবে ব্যাথা নিয়েই খেলা চালিয়ে যান তিনি। এবং ৫৯ বলে ৬৭ রান করেন পূজা। ম্যাচ শেষে মিতালি বলেন, “যখন আমাদের কাছে স্নেহ (রানা), দীপ্তি (শর্মা) ও পূজার (বস্ত্রকার) মতো অলরাউন্ডার থাকে তখন আমাদের ব্যাটিং লাইন আপও বড় হয়। আমাদের হাতে পরের ম্যাচটার জন্য দু’দিন সময় আছে। আশা করি পূজা ফিট হয়ে যাবে পরের ম্যাচের আগে।”
সপ্তম উইকেটে রেকর্ড গড়ে ভারতকে জয়ের স্বপ্ন দেখান স্নেহ রানা ও পূজা বস্ত্রকার। স্নেহ-পূজা জুটিতে ১২২ রানের পার্টনারশিপ গড়েন। টিম ইন্ডিয়ার হয়ে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপে সপ্তম উইকেটে জুটিতে স্নেহ-পূজার পার্টনারশিপটাই সবথেকে বেশি রানের পার্টনারশিপ। পাশাপাশি মেয়েদের ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে সপ্তম উইকেটে সব থেকে বেশি রানের পার্টনারশিপের বিশ্বরেকর্ড গড়ে ফেললেন স্নেহ-পূজা।
ম্যাচ শেষে সেরার পুরস্কার হাতে নিয়ে পূজা বলেন, “আমি ভীষণ খুশি। এটা আমার প্রথম ম্যাচে সেরার পুরস্কার, তাও আবার বিশ্বকাপের মঞ্চে। আমার লক্ষ্যই ছিল দলকে ২০০-রানের উপরে নিয়ে যাওয়া। আমি চাপের মধ্যে ব্যাট করতে ভালোবাসি। ঘরোয়া ক্রিকেটে কোচরা আমাকে চাপের মুখেই ব্যাট করতে পাঠাতেন। স্নেহকেও (রানা) আমি বলেছিলাম পার্টনারশিপটা যেমন চলছিল, তেমন চলতে দিতে। ব্যাটাররা বলেছিল পিচ মন্থর, তাই খুব বড় রানের কথা না ভাবলেও চলবে।”
এরপরই নিজের চোটের ব্যাপারে পূজা বলেন, “দলের ফিজিও জানিয়েছেন, আমার চোটটা তাড়াতাড়ি সেরে যাবে এবং আমি জলদি মাঠে ফিরতে পারব।”
A very well deserved Player of the Match award for @Vastrakarp25 for her brilliant knock of 67 off 59 deliveries.#TeamIndia #CWC22 #INDvPAK pic.twitter.com/vL0snwIjAu
— BCCI Women (@BCCIWomen) March 6, 2022
আরও পড়ুন: ICC Women World Cup 2022: ফিটনেস মন্ত্রে পাকিস্তান ম্যাচে বিস্ফোরণ বাংলার ঝুলনের
আরও পড়ুন: ICC Women World Cup 2022: সচিনের বিশ্বকাপ রেকর্ড ছুয়ে ফেললেন মিতালি
আরও পড়ুন: IND vs SL 1st Test Day 3 Live: ফের্নান্ডোকে ফেরালেন সামি, মোহালি টেস্ট হাতে আসার অপেক্ষায় ভারত