Harbhajan Singh: ৪২-এ পা দিলেন ভাজ্জি, ইডেনে হরভজনের হ্যাটট্রিক মনে আছে?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 03, 2022 | 9:00 AM

আজ ভারতীয় ক্রিকেটের 'টার্বোনেটর' হরভজন সিংয়ের (Harbhajan Singh) জন্মদিন। ৪২-এ পা দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার।

Harbhajan Singh: ৪২-এ পা দিলেন ভাজ্জি, ইডেনে হরভজনের হ্যাটট্রিক মনে আছে?
Harbhajan Singh: ৪২-এ পা দিলেন ভাজ্জি, ইডেনে হরভজনের হ্যাটট্রিক মনে আছে?
Image Credit source: ESPNcricinfo

Follow Us

নয়াদিল্লি: আজ ভারতীয় ক্রিকেটের ‘টার্বোনেটর’ হরভজন সিংয়ের (Harbhajan Singh) জন্মদিন। ৪২-এ পা দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। ২৩ বছরের ক্রিকেট কেরিয়ারে হরভজনের নামের পাশে ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ, ২০১১ সালের ওয়ান ডে বিশ্বকাপ জয়ের মতো সাফল্য। তবে ভাজ্জির কথা উঠলেই, ভেসে ওঠে ইডেনে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে তাঁর হ্যাটট্রিকের কথা। সালটা ছিল ২০০১। কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) অস্ট্রেলিয়ার মতো তাবড় দলের জয়রথ থামিয়ে দিয়েছিল ভারত। ২১ বছর বয়সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হরভজন হ্যাটট্রিক করেছিলেন। ইডেনে সেই টেস্ট ম্যাচে অজিদের প্রথম ইনিংসে পরপর তিন বলে ভাজ্জি আউট করেন রিকি পন্টিং (৬), অ্যাডাম গিলক্রিস্ট (০), শেন ওয়ার্নকে (০)। টেস্ট ক্রিকেটে সেই প্রথম হ্যাটট্রিক ছিল ভারতের। তবে সেই ম্যাচে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারত ফলোঅনে ব্যাট করতে নেমে জিতেছিল। সেই জয় ভারতের কাছে একটা ঐতিহাসিক জয়। এবং সেই টেস্ট সিরিজের ৩ ম্যাচে ৩২টি উইকেট নেন।

যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২১ বছরের হরভজন প্রথম ভারতের হয়ে টেস্টে হ্যাটট্রিক করেছিলেন, সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ১৯৯৮ সালের মার্চে বেঙ্গালুরুতে টেস্ট অভিষেক হয়েছিল ভাজ্জির। অভিষেক টেস্টে ২ টি উইকেট নিয়েছিলেন তিনি। কিন্তু আবির্ভাবেই বুঝিয়ে দিয়েছিলেন, অনেক দূর যাবেন বলেই এসেছেন তিনি। ২৩ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ১০৩টি টেস্ট খেলে ৪১৭টি উইকেট নিয়েছেন তিনি। তাঁর সেরা বোলিং ১৫-২১৭। ৫ উইকেট (ফাইফার) নিয়েছেন ২৫বার। এবং টেস্টে ১০ উইকেট ৫বার। শুধু বলে নয়, টেস্টে ব্যাট হাতেও ভাজ্জি করেছেন ২টো সেঞ্চুরি।

শারজাতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হরভজনের ওয়ান ডে অভিষেক হয়েছিল ১৯৯৮ সালের এপ্রিলে। সব মিলিয়ে ২৩৬টি ওয়ান ডে খেলে তিনি নিয়েছেন ২৬৯ টি উইকেট। ওয়ান ডে-তে তাঁর সেরা বোলিং ৫-৩১। ১৯৯৮ সালে টেস্ট ও ওয়ান ডে-তে অভিষেক হলেও, ভাজ্জির দেশের হয়ে টি-টোয়েন্টিত্ অভিষেক হয়েছিল ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, জোহানেসবার্গে। ২৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ২৫টি উইকেট নিয়েছেন তিনি।

দেশের জার্সিতে ছাড়া আইপিএলে ২০০৮ সাল থেকে ২০২১ সাল অবধি ১৬৩টি ম্যাচে খেলেছেন তিনি। তাতে নিয়েছেন ১৫০টি উইকেট। গত বারের আইপিএলে তিনি কলকাতা নাইট রাইডার্সে ছিলেন।

Next Article